-
আমি মনে করি ফরেক্স ট্রেডিং এ ক্যাপিটালই সব থেকে মুখ্য ভুমিকা পালন করে । একজন অভিজ্ঞ ট্রেডার তার অভিজ্ঞতা দিয়ে সফল্ভাবে ট্রেড করতে পারে কিন্তু তার কাছে যদি ভাল পরিমাণে ট্রেডিং ক্যাপিটাল না থাকে তবে সে তার চাহিদা অনুযায়ী ফলাফল পাবে না । তাই ফরেক্স ট্রেডিং এ ট্রেডিং জ্ঞান এর পাশাপাশি ট্রেডিং ক্যাপিটাল ও বৃদ্ধি করা খুবই জরুরী । মনে রাখবেন ভাল পরিমাণে ক্যাপিটাল থাকলে ফরেক্স এ আপনার ট্রেডিং সম্পর্কিত জ্ঞান কাজে লাগিয়ে অনেক ভাল পরিমাণে লাভ করতে পারবেন ।
-
ফরেক্স মার্কেট এ ক্যাপিটাল না থাকলে আপনার কোন মূল্য নেই তাই আপনাকে সবার আগে এই মার্কেট এ ট্রেড করতে হলে ক্যাপিটাল নিয়ে ট্রেড করতে হবে ক্যাপিটাল হল মূলধন।
-
আমি মনে করি ফরেক্স মার্কেটে ক্যাপিটাল অনেক গুরতপূর্ণ বিষয় । আপনার ক্যাপিটাল যত বেশী থাকবে তত বেশী নিরবর হয়ে ফরেক্স করতে পারবেন । তবে যদি এমন হয় আপনার ক্যাপিটাল আশে অভিজ্ঞতা নেই তাহলে আপনার ক্যাপিটাল কোন কাজে আসবে না । অভিজ্ঞতা সহ কারে মানি ম্যানেজম্যান্ট সঠিক করে আপনে আশুন ।
-
হ্যাঁ, ফরেক্স মার্কেট থেকে খুব ভাল প্রফিট করার ক্ষেত্রে ক্যাপিটাল ডিপোজিট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অর্থাৎ যখন কোন ট্রেডারের মূলধন বা ক্যাপিটাল এর পরিমাণ বেশি হবে তখন সে চাইলে বড় লটে ট্রেড ওপেন করতে পারবে ফলস্বরূপ তার প্রফিট এর পরিমাণ ও বেশি হবে।ঠিক তেমনি যখন কোন ট্রেডারের ডিপোজিট বা মূলধনের পরিমাণ কম হবে তখন তাকে ছোট লটে ট্রেড ওপেন করতে হবে এবং অল্প লাভেই সন্তুষ্ট থাকতে হবে। কিন্তু যখনই কোন ট্রেডার অল্প ক্যাপিটাল বা মূলধন নিয়ে অধিক লাভের আশায় বড় লটে ট্রেড ওপেন করবে তখনই তার জন্য এটা বড় ধরনের ঝুঁকির কারণ হয়ে দাঁড়াবে।কারণ ফরেক্স মার্কেটে সেই সকল ট্রেডারের অ্যাকাউন্টটি বারবার জিরো হয়ে যায় যারা সামান্য ক্যাপিটাল নিয়ে বড়লটে ট্রেড ওপেন করে থাকে। তাই আমার মতে ফরেক্স মার্কেটে টিকে থেকে ব্যবসা করতে চাইলে একজন ট্রেডারের ক্যাপিটাল বা ডিপোজিট এর পরিমাণ যাই হোক না কেন তার অবশ্যই সব সময় মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেডিং করা উচিত।
-
ফরেক্স মার্কেটে অভিজ্ঞতাটাই মেইন ব্যাপার। ফরেক্স মার্কেটে যদি আপনি অভিজ্ঞতা আর ১০০ ডলার নিয়ে বসেন আপনি মাস শেষে ১০ ডলার হলেও প্রফিট পাবেন। আবার আপনি যদি ১০ হাজার ডলার কোন অনভিজ্ঞ লোকের কাছে ছেড়ে দেন তাইলে কয়েক ঘন্টাই যথেষ্ট হবে আপনার সব টাকা শেষ হয়ে যাবার জন্য। ফরেক্সে ক্যাপিটাল ও দরকার সাথে অভিজ্ঞতা ও
-
দ্বিতীয়ত, যদি বলা হয় আপনার যদি জ্ঞান থাকে তবে আপনি ভাল বিনিয়োগ পেতে সক্ষম হবেন এবং আপনি ভাল বিনিয়োগ পাওয়ায় আপনি একটি ভাল ঠান্ডা খুলবেন এবং আপনার লাভও হবে I আমি মনে করি আপনি লাভ করবেন। আপনাকে ভালো লাগার জন্য ভাল পোস্টিং এই বিনিয়োগের কারণে আপনি এটি ভাল পেতে পারেন I আমার মনে হয় আপনার পোস্ট করা শুরু করা উচিত your আপনার পোস্টিং যদি ভাল হয় তবে আপনাকে অবশ্যই এটি করতে হবে। আপনি লাফ দিতে সক্ষম হবেন এবং আপনি ভাল কথা বলতে পারবেন
-
বেলেন্স অনেক গুরুত্বপূর্ণ। তাই মানিমেনেজমান্ট এর বিকল্প নাই। আমাদের উচিত রিস্ক মেনেজমান্ট করা। তাই পিপ্স মেনেজমেন্ট করে ৫-১০ পিপ্স হাতে রেখে ট্রেড নিলেও ফরেক্স মারকেটে টিকে থাকা যায় আর সাথে এন্ট্রি থেকে ট্রেড নিলে ঝুঁকি অনেক কমে যাবে। তাই টেকনিক্যাল এনালাইসিস ফান্ডামেন্টাল এনালাইসিস আর সেন্টিমেন্টাল এনালাইসিস কাজে লাগিয়ে ট্রেড নিতে হবে।
-
ক্যাপিটাল বেশি হলেই যে আপনি ফরেক্স থেকে বেশি আয় করতে পারবেন এটা ভুল, ফরেক্স এ টিকে থাকতে হলে আপনার মানি মেনেজমেন্ত এর নিয়ম অবশ্যয় অনুশরন করতে হবে নয়ত আপনার অ্যাকাউন্ট শুন্য হতে খুব বেশি সময় নিবে না, আপনি যদি ১;৫০০ লিভারেজ ব্যাবহার করেন, তাহলে আপনি ট্রেড করার সময় আপনার ব্রোকার আপনাকে সর্বোচ্চ্য ৫০০ গুন পর্যন্ত লোন দিবে।
-
আমি মনে করি ফরেক্সে ক্যাপিটাল না থাকলে আপনার কোন মূল্য নেই তাই আপনাকে সবার আগে এই মার্কেট এ ট্রেড করতে হলে ক্যাপিটাল নিয়ে ট্রেড করতে হবে ক্যাপিটাল হল মূলধন যা আপনি ফরেক্স মার্কেট এ বিনিয়োগ করবেন এবং পরবর্তী সময়ে আপনি এ থেকে লাভ নিতে থাকবেন ।
-
যে ট্রেডার যত বেশি দক্ষতা অর্জন করে যত বেশি মুলধন এই ব্যবসায়ে লাগাতে পারবেন, তত বেশি বেশি লাভ করতে পারবেন এই ব্যবসায় থেকে। যেহেতু বেশি মুলধন বিনিয়োগ করলে বেশি লাভ হয় তাই অভিজ্ঞ ট্রেডারদের উচিত হবে বেশি মুলধন বিনিয়োগ করা।