-
আমি একজন নতুন ট্রেডার । আর নতুন ট্রেডার হিসেবে এখনো ফরেক্স ক্যারিয়ার শুরুর পথে । আর এই অবস্থায় নিজেকে অবশ্যই বলতে পারব না যে সফল কিনা ব্যার্থ । আর সফলতা ব্যার্থতা নির্ভর করবে আমাদের কাজের উপর । তবে আমি ভবিষ্যতে একজন ভালো দক্ষ ও সফল ট্রেডার হতে চায় । আর সফলতা নির্ভর করবে ধারাবাহিক ভালো রেজাল্ট এর উপর । এখানে রেজাল্ট বলতে কাজের গতিকে বুঝানো হচ্ছে । প্রতিদিন একটু একটু ভালো করার মধ্য দিয়েই ভালো ও সফল হওয়া যায় ।
-
আমি ফরেক্স মার্কেটের সাথে প্রায় ২ বছর ছয় মাস ধরে আছি, আমি আমার অ্যাকাউন্ট এখন পর্যন্ত একবারি জিরো করেছি। আমি এখন পুরোপুরি সফল নই কারন আমার এখন অনেক কিছু জানার বাকি আছে, আমার যা মনে ফরেক্স মার্কেট এ আসল শিখাতা আরাম্ভ ফরেক্স এ যোগ দেয়ার এক বছর পর থেকেই, কারন তখন আমি নিজেই বুঝতে পারি যে আমার দুর্বলতা গুলো কোথায় কোথায়।
-
এখন নিজেকে সফল ট্রেডার বলার সাহস হয় নি।। মাত্র শুরু করলাম।। আরো অনেক পথ পাড়ি দিতে হবে।। তবে সফলতার মূলমন্ত্র জানতে হবে।। এনালাইসিস বুজতে হবে, মার্কেট ট্রেন্ড ধরতে হবে, বুজে শুনে ট্রেড দিতে হবে।।
-
ফরেক্স মার্কেট এ আমরা সকলেই আসি ট্রেড করে সফলতার অর্জন করার জন্য অনেকেই আমরা সফল হই আবার অনেকই সফল হতে পারি না । তবে আমি একদিন সফল হব বলেই আমি মনে করি ।
-
আমি এখনো নিজেকে ফরেক্সে সফল ট্রেডার মনে করিনা । কারন আমি এখনো ফরেক্সে ভাল করে ট্রেড করতে পারি না । অল্প অল্প ট্রেড করে আমি ফরেক্স থেকে লাভ করছি । আমি যদি ফরেক্সে ভাল ট্রেড করতে পারতাম তাহলে আমি নিজেকে সফল ট্রেডার হিসাবে দাবি করতে পারতাম । ফরেক্স এমনি একটা ব্যবসা যেখানে কাজ করে টাকা আয় করতে হলে ট্রেডিং দক্ষতা ভাল থাকা দরকার । কারন ট্রেডের উপর ফরেক্সের লাভ / লস নির্ভর করে ।
-
আমি এখনো সফল বলে দাবি করতে পারিনা কারন আমার এখনো লস হয় । তবে আমি আসারাখি আমি সফল হব কারন আমি প্রথম যত ট্রেড ওপেন করি তআর ৯০% প্রফিট হয় । কিন্ত বেশি লাভের জন্ন আবার যখন ট্রেড ওপেন করি থকনি আগে যা আয় করেছিলাম তাতো যায় সাথে আরো কিছু যায় আরথাত লোভ সামলাতে পারলেই আমি সফল ।
-
ব্যক্তিগতভাবে বলতে গেলে আমি সফল ট্রেডার না কারন আমি এখনও মাঝে মাঝে ট্রেড এ লস করি আমি যখন দেখব আমার ট্রেড এ কোন লস নেই তখন আমি নিজেকে একজন সফল ট্রেডার ভাবা সুরু করব । এখানে আমরা সফলতার জন্যেই এই মার্কেট এ পদার্পণ করেছি তাই সফলতা নিয়েই আমরা ফিরবো ।
-
না নিজেকে এখনো সফল ট্রেডারের কাতারে নিতে পারিনি। তবে প্রতিনিয়ত আমি ফরেক্স সম্পর্কে নতুন নতুন ধারনা লাভ করছি। অনেক কিছুই শিখছি। বলতে গেলে এখনো আমি ফরেক্স এ নতুন। আর ফরেক্স এ সফল হতে হলে আমাকে অনেক কঠোর পরিশ্রম করতে হবে। তবে আমি দিন দিন আমার লসের পরিমান কমিয়ে আনতে সক্ষম হচ্ছি। যখন দেখব আমি মাথা ঠান্ডা রেখে মার্কেট বুঝে ট্রেড করতে পারছি। এবং লস না করে কম বেশি লাভ করতে পারছি সেদিন মনে করব কিছুটা হলেও ফরেক্স এ সফল হতে পেরেছি।
-
একজন ট্রেডার তখনোই সফল ট্রেডার হতে পারে যখন সে ধৈর্য্য ধারণ করে তারপর এই ব্যবসা শুরু করে । আমরা কখনোই ধৈর্য্য হারাব না তাহলেই আস্তে আস্তে উন্নতি করতে পারব । আমি এখনো পর্যন্ত সফল ট্রেডার হতে পারি নি কিন্তু চেষ্টা করতেছি সফল হওয়ার জন্য ।
-
আমি একজন সফল ট্রেডার এই কথা এখন ও বলতে পারব না। কারন আমি এখন ও ভুল ট্রেড করে থাকি। তবে আমি চেষ্টা করছি একজন সফল ট্রেডার হতে। যেইদিন আমি ভুল ট্রেড করা বন্দ করব সেই দিন আমি মনে করব যে আমি সফল ট্রেডার । কম করে হলে আমার ৮০% ট্রেড সঠিক হলে আমি নিজেকে সফল ট্রেডার বলব।ফরেক্স করতে হলে আমাদের কে সফলতা অর্জন করতে হবে তাহলে আমরা এখানে ভাল কিছু করতে পারব ।