-
Forex পেশা হিসাবে নিতে পারেন কিন্তু একটু সমস্যা আছে আর তা হচ্ছে, ফরেক্স এমন একটি ব্যবসা আপনাকে শারিরিক কোন পরিশ্রম নেই আর কোন কাজ যদি শারিরীক পরিশ্রম না থাকে সেখানে ডাইবেটিস এর মতো আরো জটিল রোগে ভোগাতে পারে। আর এই জন্য ফরেক্স পেশা হিসাবে না নিয়েও ব্যবসা করা যায়। তাছাড়া এর সাথে অন্য কোন কাজে যদি আপনি জড়িত থাকেন তবে সেই কাজও কিন্তু আপনার ফরেক্স ট্রেডিং এর সাহায্য করতে পারে। ফরেক্স মার্কেট এর সামনে যতো বসে থাকবেন ততো সমস্যা হতে পারে। সুতরাং বুঝতেই পারছেন কি করা দরকার্
-
বিজনেস হিসেবে ফরেক্স খুবই লাভজনক একটা বিজনেস। কিন্ত ফরেক্সকে পেশা হিসেবে নিতে গেলে অনেক চিন্তা ভাবনা করে এগোতে হবে। কারণ, ফরেক্স খুবই রিস্কি একটা বিজনেস। এখানে টিকে থাকতে গেলে একসাথে অনেকগুলো জিনিস মাথায় রাখতে হবে। জিদের বশে বা আবেগের বশে বা লোভের বশে কোন ট্রেড নিলেই বিপদ আসন্ন।
-
আমরা জানি ফরেক্স একটি লাভজনক ব্যবসা। অন্য যে কোন ব্যবসা থেকে ফরেক্স এ বেশি লাভ করা যায়। ভালকরে ফরেক্স শিকতে পারলে অন্য যে কোন পেশা থেকে বেশি আয় করা সম্ভব। কিন্তু ফরেক্স ব্যবসায় অনেক ঝুকি বিদ্যমান। তাই ফরেক্স পেশা হিসাবে নিতে গেলে আনেক জেনে বুঝে ও শিখে নিতে হবে। আমি মনে করি ফরেক্স সহযোগি পেশা হিসাবে নেয়া উচিৎ
-
যেহেতু ফরেক্স হলো বিশ্বব্যপী সকলের জন্য উন্মূক্ত স্বাধীন ব্যবসা৷ঘরে বসে স্বাধীনভাবে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম উত্তম ক্ষেত্র ৷ শিক্ষিত যে কেউ ইচ্ছা ও সুবিধা মত সুযোগ কাজে লাগিয়ে পরিবারকে আর্থিকভাবে আরোও সচ্ছ্বল ও উন্নত করতে পারেন৷ফুল টাইম পার্ট টাইম যেদিন ইচ্ছা ট্রেড করলেন৷এক সপ্তাহে বা এক মাসে এক দুই টা ট্রেড করলেন৷
-
ফরেক্স দিনদিন অনেক ফেমাছ হয়েই যাচ্ছে। এর জন্য অনেকে এটা পেশা হিসেবে নিয়েছে।পেশা হিসেেবে নেয়ার ফলে ফরেক্স কাজ করতে হলে অনেক ধারনার প্রযোজন হয় আর আমরা এই ধারনা পাবো কোথায় পেতে হলে আমাদের ট্রেনিং নিতে হবে। আর যারা ফরেক্সের ট্রেনিং দেয় তারাও এটি পেশা হিসেবে নিয়েছে কারন এতে করে তাদের ও অনেক অর্থ উপারজন হয়।
-
আমিও আপনার সাথে একমত। আমি যদি এখান থেকে ভালো লাভ করতে পারি তাহল্র আমি কেন এটাকে পেশা হিসাবে নিবো না। আমার মনে হয় পেশা হিসাবে এটার অনেক সুবিধা আছে যা অন্যান্য ব্যবসায় নেই। এটাতে আপনি স্বাধীন ভাবে কাজ করতে পারবেন। এর স্বাধীনতাই হচ্ছে একটা মানুষের সবচেয়ে বড় চাওয়া বলে আমার কাসে মনে হয়।
-
পেশা হিসেবে ফরেক্স ট্রেডিং একটি উন্নতমানের ট্রেডিং ব্যবসা। ফরেক্স ট্রেডিং একজন ট্রেডার পৃথিবীর যে কোন জায়গা থেকে শুধুমাত্র একটি ইন্টারনেট সংযুক্ত কম্পিউটার বা স্মার্ট ফোনের সাহায্যে এ ব্যবসা করতে পারে। ফরেক্স ট্রেডিং ব্যবসায়ে আয়ের *নির্দিষ্ট কোন সীাম নেই তাই একজন ট্রেডার এখান থেকে তার ইচ্ছে অনুযায়ী ইনকাম করতে পারে। এ ব্যবসা কারো অধীনে করা লাগে না এটি একটি স্বাধীন ব্যবসা।তাই একজন ট্রেডার ফরেক্স ট্রেডিং করে নিজের জীবনকে অনেক আভিজাত্যের মাধ্যমে কাটাতে পারে। তবে এ জন্য ফরেক্স ট্রেডিং ভালভাবে শিখতে হবে।
-
ফরেক্স পেশা হিসাবে অনেক উপকারি বলে আমি মনে করি ,কেননা কেউ যদি ফরেক্স ট্রেড রেগুলার কতে চান তাহলে আপনি একে পেশা হিসাবে নিতে পারেন। আমি মনে করি যে কেউ ফরেক্স কে পেশা হিসাবে নিয়ে ভালফল পেতে পারেন। আমি মনে করি ফরেক্স করতে তিনি যদি এটাকে পেশা হিসাবে নেন তাহলে তিনি জেন ফরেক্স ডেম ট্রেড করে ফরেক্স এনালাইসিস করে নিতে হবে আমি মনে করি ফরেক্স করতে হলে আপনি ডেমো ট্রেড করে ফরেক্স শিখতে হবে , তাহলে সে রিয়েল ট্রেড করে সফল হতে পারবে।:woo:
-
বিশ্বের অনেক লোক ফরেক্স কে পেশা হিসাবে নিয়েছে। ভাল করে কাজ শিখে আপনি ফরেক্স এ কাজ করলে এর মাধ্যমে আপনি আপনার সব আশা পুরন করতে পারেন। তবে অন্য চাকরির পাশাপাশি ও আপনি ফরেক্স এ কাজ করে পারেন। ভাল ট্রেড জানলে আপনি ভাল চাকরি থেকে ও ফরেক্স থেকে বেশি আয় করতে পারবেন। তাই আপনি শুধু ফরেক্স কে ও পেশা হিসাবে নিতে পারেন।
-
আপনি যদি প্রকৃত ফরেক্স ট্রেডিং বিষয়ে অভিজ্ঞতা অর্জন করে থাকেন তবে আমি আপনাকে বরব আপনি ফরেক্স ট্রেডিংকে নিজের পেশা ানুসরে গ্রহন করে একান থেকে অনেক বেমি আয় করতে পারবেন।তবে প্রতিটি ক্ষেত্রেই আপনাকে অবশ্যই ট্রেডিং জ্ঞানের পূর্ন ব্যাবহার নিম্চিত করে তার পরেই ট্রেডিং সিদ্ধান্ত গ্রহন করতে হবে।