সুদুরপ্রসারি পরিকল্পনা থাকলে ট্রেড করার পর ঘুমিয়ে পড়া সম্ভব। সাথে সাথে পর্যাপ্ত ব্যালেন্স থাকার প্রয়োজন আছে।
Printable View
সুদুরপ্রসারি পরিকল্পনা থাকলে ট্রেড করার পর ঘুমিয়ে পড়া সম্ভব। সাথে সাথে পর্যাপ্ত ব্যালেন্স থাকার প্রয়োজন আছে।
ট্রেড করার পর ঘুমানোর চেষ্টা করি। কিন্তু ঘুম আসতে চায় না। যদি কখনো ঘুম আসে ও কিছুক্ষণ পর আবার জেগে উঠি। এবং বারবার ট্রেড ফলো করতে থাকি।
আমি যখনই ট্র্রেড করি তখনই চিন্তা করি যে সে কোন দিকে মুভমেন্ট করতে পারে । যদি দেখি আমার চিন্তার বাহিরে ট্রেড অবস্থান করছে তাহলেতো আর ঘুম আসে না । আর যদি দেখি ট্র্রেড আমার অনূকুলে আছে তখন আমি ঘুমিয়ে পড়তে পাড়ি । কারন রাতের বেলা তো ঘুমানোর সময়ই। আবার অন্য সময় ট্রেড নিলে মার্কেটে কিছু সময় ঘোরাঘুরি করি। সবসময় নরমাল থাকি। কখনোই কোন এক্সট্রা প্রেশার নেই না ।
প্রথমে এনালাইসিস করে বের করি যে মার্কেট কোথায় যেতে পারে। তারপর আমি ট্রেড অপেন করি। তারপর সেই ট্রেড গুলোতে টেক প্রফিট এবং স্টপ লস সেট করে আমি নিশ্চিন্তায় ঘুমিয়ে থাকি। এতে আমি চিন্তা মুক্ত থাকতে পারি। তার জন্য আমার ট্রেডের উপর বিশেষ কোন ইফেক্ট পরে না কারন আমি সব সময় ট্রেড ওপের করে তার স্টপ লস এবং টেকপ্রফিট দিয়ে থাকি তো তার জন্য যদি আমি ঘুমিয়েও পরি তার পরও আমি নিশ্চিন্তে থাকেতে পারি ।
লং ট্রেড করলে স্টপ লস ও টেক প্রফিট ঠিকমত দিয়ে আমি ঘুমিয়ে পড়ি। এর জন্য তো ঘুম বাদ দিয়ে শরীর নষ্ট করা যাবে না। তবে যখন স্কাল্পিং করি তখন কোন অবস্থায় ট্রেড থেকে দূরে থাকি না।
ফরেক্স মার্কেট সবসময় আপনার অনুকুলে থাকবে এমন নয়। এমন অনেক সময়ই থাকে যখন মার্কেটেঅনেক বেশি মুভমেন্ট হয় আবার অনেক কম মুভমেন্ট হয়। এমন অনেক সময়ই হয়ে থাকে যখন আপনার ট্রেড লসে থাকে কিন্তু খুব বেশি লসে নয় বা স্টপলস থেকে অনেক দুরে সেক্ষেত্রে আপনি তো অবশ্যই লসে ট্রেড ক্লোজ করবেন না আবার না ঘুমিয়েও পারবেন না। তবে এটা স্বাভাবিক ট্রেড থাকা অবস্হায় ঘুম অনেক খারাপ হয় এমনকি বারবার ঘুম ভেংয়েও যায়।
ফরেক্স মার্কেট এ ট্রেড করে আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার।কারন ফরেক্স মার্কেট এ সারাদিন ট্রেড করার যাই।তাই আপনি যখন ইচ্ছা তখন ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারেন।আমি সাধারণত রাতে ফরেক্স মার্কেট এ ট্রেড করি।আর ট্রেড মার্কেট বুঝে ট্রেড করা উচিৎ যাতে অতিরিক্ত পেইন না নিতে হয়। ঘুম কম হলে শরীর খারাপ হয়ে যায় তাই এমন ট্রেড করা যাবেনা যেটা আমাদের ঘুম নষ্ট হওয়ার কারণ হয়।
ট্রেড করে জেগে থাকার কোন প্রয়োজন নেই। কারণ প্রতিটা ট্রেডিং এর সময় আমি tp & sl ব্যবহার করি। ফলে আমার একাউন্ট ঝুঁকি মুক্ত থাকে। কারণ 24 ঘন্টা মার্কেট দেখা তো আর সম্ভব নয় ।
জী ভাই আমিও আগে আমার ট্রেড ওপেন থাকলে ঘুমাতে পারতাম না,খুব মানসিক চিন্তা হতো,কিন্তু এর পর থেকে আমি নির্দিষ্ট লেভেল এ আমার টেক প্রফিট এবং স্টপ লস সেট করে দিতাম,এর পর থেকে এখনো আমি আর বেশি চিন্তা করিনা,যা হবে হোক,ম্যানি ম্যানেজমেন্ট ঠিক রেখে ট্রেড করি,তাই ঘুম আসলে নিজেকে রেস্ট নিয়,আপনিও তাই করতে পারেন।
লং ট্রেড্রার দের ঘুমিয়ে পড়লে চলবে তবে স্কাল্পিন ট্রেড্রার দের মারকেট নিয়ে বসে থাকতে হবে। আপনি যদি ভালো এনালাইসিস জানেন তাহলে আপনি ট্রেড নিয়ে ঘুমালে অসুবিধা নেই আর যদি নতুন হয়ে থাকেন তা হলে বলবো আগে ডিমো ট্রেডিং এ সময় দিন।