-
ফরেক্স ব্যবসা শেখানোর জন্য বাংলাদেশের অনেক জায়গায় ট্রেনিং দেওয়া হয় । আমি খুলনা থাকি আমি ট্রেনিং নিয়েছিলাম '' বয়রা বাজার মৌ মার্কেট ২য় তলা খুলনা '' এখানে আমাকে অনেক সুন্দর ভাবে ট্রেনিং দেন । যার সাহায্য আমি ফরেক্স মার্কেট এ এসেছি । যখন আমার কোন সমস্যা হয় তখন আমার ট্রেনিং মাষ্টারকে ফোন দিলে আমাকে সাহায্য করেন । আর ফরেক্স সম্পর্কে একা একা যানা যায় না । একজন দক্ষ ট্রেডারের কাস থেকে ট্রেনিং নেওয়া অনেক জরুনী । একা একা এ কাজ করা যায় না ।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করলে লস হবে এটাই স্বাভাবিক। কিন্তুু প্রফিট করে সেই লস আপনাকেই কাভার করতে হবে। ফরেক্স মার্কেটে যে লস করে না সে ভাল ট্রেডার না এটা ঠিক না। কারন ফরেক্স মার্কেটে অনেক ভাল ট্রেডার আছে যারা লাভ বেশি করে। খুব কম লস করে। আমার মনে হয় ফরেক্স মার্কেটে ভাল ট্রেডার লস করে না। লস করতে করতেই একজন ভালো ট্রেডার হয়। যে লস করেনা তাকে ট্রেডার বলা যায় কি যায়না তা জানিনা। তবে আমার মনে প্রতিটা ট্রেডারই কম বেশি লস করে।
-
বিষয়টি সম্পর্কে আমি একমত নয়। যে করে না সে ভালো ট্রেডার নয় এটা মাত্র শুনতে ভালো লাগে কিন্তু বাস্তবে এমনটা কখনোই সম্ভব নয়। যতই ভালো হোক বা খারাপ হোক না কেন ট্রেডার হিসেবে তাকে কখনো লস কখনো লাভ হবে এটাই মেনে নিতে হবে কিন্তু লাভ লস বিবেচনা করে ভালো ট্রেডার নির্বাচন করা ঠিক না।
আমার দেখা অনেক ভালো ট্রেডার তারা প্রায় সময় লাভ করে আবার কিছু সময় লস করে এটা পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করে।
-
এজন্য ভাল ট্রেডার হওয়ার জন্য ইচ্ছা করে লস করা দরকার নেই।কারণ ভাল ট্রেডার এমনিতেই হওয়া যায় না, অনেক সাধনা ,চেষ্টা করেই একজন ভাল ট্রেডার হতে হয়। ভাল ট্রেডার হতে গিয়ে তাকে অনেক পথ পাড়ি দিয়ে আসতে হয়। এজন্য প্রথম দিকে ডেমোতে অনুশীলন,ফরেক্স বিষয়ে পড়াশোনা করে অভিজ্ঞতা-দক্ষতা অর্জন করে ভাল ট্রেডার হয়েছে। অসংখ্যবার হয়ত তার প্রথমদিকে ব্যালেন্স জিরো হয়েছে,লস করেছে অনেক। কিন্তু এই লস করে করে তার যে অভিজ্ঞতা হয়েছে ,সেটাই তাকে সফলতার কাছে পৌছে দিবে।
-
ফরেক্স টেডিং এ লাভ লস দুটোই হবে আরও লস হওয়াটা মেনে নিতে হবে।তবে আমরা অতিরিক্ত লস নিবো না,তাই সব সৃয় sl/tpব্যাবহার করবো।sl হিট করে লস হওয়াও ভাল। কারন ঝুলে থাকা ভাল নয়।ঝুলে থাকলে প্রথমও ত টেড করা যায় না ২য় বেশি লস নিতে হয়।তবে ব্যালেন্স বেশি হলে ঝুলে থেকে ভাল প্রফিট পাওয়া যায়।
-
ফরেক্স মার্কেট এ নতুন কেউ আসলে অবশ্যই তাকে ফরেক্স মার্কেট থেকে লস করতে হবে। যে মনে করে যে আমি কখনেই ফরেক্স থেকে লস করব না সে তাহলে ফরেক্স ট্রেডার হতে পারবে না। ফরেক্স এ যে লস করবে সেই ফরেক্স থেকে লস করে শিক্ষা অর্জন করবে যাতে পরবর্তীতে সে কোন লস দিবে না। তাই ফরেক্স এ আসলে প্রথমে লস করতে হবে তারপর থেকেই লস থেকে বস হতে পারবেন। ধন্যবাদ।
-
আসলেই সত্য কথা যে ফরেক্স মার্কেট এ ট্রেড করে যে লস করেনা সে ফরেক্স মার্কেট সম্পর্কে কিছুই জানে না বা সে ফরেক্স মার্কেট এর একজন ভালো ট্রেডার নয়।কারণ লস না করলে বা না ভুল করলে আমরা কিছুই শিখতে পারবোনা।মানুষ বলতেই ভুল তাই আমাদের কে ভুল থেকেই শিক্ষা নিয়ে পরবর্তী পদেক্ষেপ নিতে হবে।লস করে ফরেক্স মার্কেট সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে হবে।সবাই জানি যে ফরেক্স একটি ব্যাবসা এবং সেটি হচ্ছে বিভিন্ন দেশের মূদ্রা আদান এবং প্রদান এর ব্যাবসা । আর যেহেতু ফরেক্স এ আমরা আমাদের ইনভেস্ট দিয়ে ব্যাবসা করতে আসি তাহলে এখানে লস করা তো এমন কোন বড় ব্যাপার না । কারন ব্যাবসা তো লাভ লস মিলিয়েই।
-
ফরেক্স ট্রেডিং করতে হলে কম বেশি সবাই লস করে। লস না করলে আসলে ফরেক্স সম্পর্কে বালো অভিজ্ঞতা অর্জন করা যায়। যে যতো বেশি লস করবে সে তত তাড়াতাড়ি ফরেক্স ব্যবসা তে উন্নতি করতে পারবে। আমি আপনার কথাটির সাথে এক মত। কারন লস ছাড়া ফরেক্স শিখা যায়। আপনি না চাইলেও আপনার এক বার না এক বার লস হয়ে যাবে।
-
এমন কোন ট্রেডার নেই যে সঠিক ভাবে বলতে পারে মার্কেট এখান থেকে অখানে যাবেই। জোর দিয়ে কেউ বলতে পারবে না। তবে ভাল ট্রেডারে গুন হল তারা লস লাভ মিলিয়ে মাস শেষে ভাল প্রফিট করে থাকে। এটার কারনেই প্রফেশনাল ট্রেডার রা বেশিদিন টিকে থাকে। এই টিকে থাকতে না পারা অন্যতম কারণ হল এখানে তারা যে পরিমাণ লস করে তার ভার বহন করতে না পারা । তবে লসটাকে যারা গ্রহণ করার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকবে এবং লস থেকে শিক্ষা নিবে তারাই এখানে ভাল অবস্থান সৃষ্টি করতে পারবে ।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করলে লস হবে এটাই স্বাভাবিক। কিন্তুু প্রফিট করে সেই লস আপনাকেই কাভার করতে হবে। ফরেক্স মার্কেটে যে লস করে না সে ভাল ট্রেডার না এটা ঠিক না। কারন ফরেক্স মার্কেটে অনেক ভাল ট্রেডার আছে যারা লাভ বেশি করে।আপনি আপনার ভুল যত ধরতে পারবেন তত আপনার ফরেক্স এ অভিজ্ঞতা বারবে এবং তা সংশোধন করতে জানতে হবে তা হলে ফরেক্স এ ভালো ট্রেডার হওয়া যাবে ।