আমি ফরেক্সকে এখন পাট-টাইম আয়ের সুযোগ হিসেবে নিয়েছি । আমি ফরেক্স সম্পকে বেশি কিছু জানি না । আমি ডেমো ট্রেড করতেছি, সাথে সাথে শিখতেছি । আশা রাখি ভবিষ্যতে প্রফেশনাল ট্রেডার হিসেবে থাকব ।
Printable View
আমি ফরেক্সকে এখন পাট-টাইম আয়ের সুযোগ হিসেবে নিয়েছি । আমি ফরেক্স সম্পকে বেশি কিছু জানি না । আমি ডেমো ট্রেড করতেছি, সাথে সাথে শিখতেছি । আশা রাখি ভবিষ্যতে প্রফেশনাল ট্রেডার হিসেবে থাকব ।
ফরেক্স একটি কর্মসংস্থান তাই এটি কোনো শখের বিষয় হতে পারে না। এখানে সবাই আসে ইনকাম করতে কেউ শখের বসে আসে না। মআর শখের বসে কেউ যদি ট্রেড করে তবে মনে করতে হব তার অনেক টাকা সে তাই লস করতে আসছে।
ফরেক্স কে প্রথমে শুধু ইনকামের একটি দিক মনে করে শুরু করেছিলাম কিন্তু তা আস্তে আস্তে শখে থেকে পেশায় রুপান্তরিত হওয়ার পথে । আমি মনে করি যে ফরেক্সকে শখের হিসেবে নিতে পারে এমন শতকরা সংখ্যা হল এক পারসেন্ট এর কম বা বেশি হতে পারে । আসলে ফরেক্স হল একটা আন্তর্জাতিক ব্যবসা এবং এই ব্যবসা আমরা সবাই করি পেশা হিসেবে এবং টাকা ইনকামের এক ও অভিন্ন উদ্দেশ্য নিয়ে ।
আমার মতে ফরেক্স যেহেতু একিট রিক্সি মার্কেট এই ফরেক্স এ সবাই আসে টাকা আয় করতে আবার কেউ শখ এ ফরেক্স করতে পারে। কিন্তু আমি বলব যে যারা ফরেক্স মার্কেট সম্পর্কে অনেক দক্ষতা ও অভিজ্ঞতা আছে তারা ফরেক্স করে আয় করতে পারেন এবং শখ মেটাতে পারেন। আর যারা ফরেক্স সম্পর্কে কোন জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা নেই তারা ফরেক্স এ না আসাই ভাল। আমি ফরেক্স এ আয় করার জন্য সময় দিয়ে থাকি এবং আমার ইচ্ছে যে আমি পেশা হিসেবে ফরেক্স করব। কোন শখে নয়।
ফরেক্সে ট্রেডিং আমার কাছে এখন শুধুমাত্র একটি পেশা নয় নেশা ও বলতে পারেন কারন এখন আমি ফরেক্সে ট্রেড না করে একটি মুহত্ব ও থাকতে পারি না। আর আমি মনে করি এটি এই কারনেই হয় কারন এখানে রয়েছে। আসলে ফরেক্স হল একটা আন্তর্জাতিক ব্যবসা । আর এই ব্যবসা আমরা সবাই করি পেশা হিসেবে এবং টাকা ইনকামের এক ও অভিন্ন উদ্দেশ্য নিয়ে । তবে পৃথিবীর অসংখ্য ট্রেডার ফরেক্সকে একটা ব্যবসা ও পেশা হিসেবে নিয়েছে ।
ফরেক্স কে আমি আমার পেশা হিসেবেই নিয়েছি ।। এবং ফরেক্স কে পুজি রেখেই সামনে এগিয়ে জেতে চাই ।। আর ফরেক্স পেশা হিসেবেও খারাপ্না ।। যে যাই বলক না কেন আমি সরেক্স কে টাকা বানানর মেশিন ই বলব ।।তবে দুএকজন হয়তো শখের বসে ফরেক্স ট্রেডিং করতে পারে।।এই দুএকজন শখের বসে ফরেক্স করলেই তো আর ফরেক্স ট্রেডিং শখ হতে পারে না।।সুতরাং ফরেক্স কোনো শখ নয় একটা পেশা।।
ফরেক্স বর্তমান পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় আন্তর্জাতিক ব্যবসা। বৃহত্তম এই মুদ্রা বাজারে প্রতিদিনের গড়ে লেনদেন প্রায় ৫.৫ট্রিলিয়ন ডলার। সুতরাং এটা কোন খেলা বা লটারী মনে করে শখের বশত:করে কোন লাভ নেই। শখ হিসাবে করতে গেলে কিছু টাকা খোয়ানো ছাড়া আর কিছুই নয়। কারণ এটা খেলা বা লটারী নয়। শখ করে করার মত কিছু নয়। এটা যেহেতু ব্যবসা তাহলে ফরেক্স সম্পর্কে ভালভাবে জেনে , বুঝে এবং শিখে টাকা ইনভেস্ট করে পেশা হিসাবে নিয়ে কঠোর পরিশ্রম করে সফল হওয়ার চেষ্টা করতে হবে।
ফরেক্স কে আমি পেশা হিসেবে নিব , যেহেতু ফরেক্স থেকে টাকা আয় করা যায় তাই ফরেক্স পেশা হিসেবে বেছে নিব। ফরেক্স সব শ্রেণীর মানুস কাজ করতে পারে। আপনি ছাইলে ফরেক্স কে ফুল টাইম বা পার্ট টাইম হিসেবে নিতে পারেন ।
ভাই ফরেক্স মার্কেটে ট্রেড করতে আমার ভালো লাগে সেই দিক থেকে বিবেচনা করলে ফরেক্স মার্কেটে ট্রেড করে আমার বর্তমানে শখ । কিন্তু বাস্তবে করতে ফরেক্স মার্কেট থেকে আমরা যখন অর্থ উপার্জনের জন্য ট্রেড করি তখন সেটা কি আর শখ হিসেবে নেয়া যায় না সেটা হয়ে যায় পেশা । ফরেক্স মার্কেট বর্তমান সময়ে খুবই জনপ্রিয় একটা মার্কেট এবং দেশের তরুণ সমাজ ফরেক্স ট্রেডিংকে বিষয় হিসেবে নিতে খুব আগ্রহী এখন । তাই আপনি আপনার ইচ্ছা মত ফরেক্স ট্রেডিংকে পেশা হিসেবে নিতে পারেন আবার শখ হিসেবে নিতে পারেন ।
আমরা জানি ফরেক্স একটি আন্তর্জাতিক মুদ্রা কেনা বেচার বাজার। এখানে ব্যবসা করে আপনি প্রচুর অর্থ উর্পাজন করতে পারবেন। কিন্তু তার জন্য আপনাকে ফরেক্স সম্পর্কে ভালো করে জ্ঞান অর্জন করতে হবে। ফরেক্স কে আপনি পেশা হিসেবে নেবেন না শখ হিসেবে নিবেন এটি নির্ভর করে আপনার উপর। আপনি চাইলে পেশা হিসেবেও নিতে পারেন আমার শখ হিসেবেও নিতে পারেন। বর্তমানে আমি ফরেক্সকে এখন পাট-টাইম আয়ের সুযোগ হিসেবে নিয়েছি । আমি ফরেক্স সম্পকে বেশি কিছু জানি না । আমি ডেমো ট্রেড করতেছি, সাথে সাথে শিখতেছি । আশা রাখি ভবিষ্যতে প্রফেশনাল ট্রেডার হিসেবে থাকব ।