-
হ্যা, আমি রিয়েল ট্রেডিং করি।ফরেক্সে অনেকদিন যখন ডেমো করতাম ভাবতাম খুব দ্রুতই রিয়েল ট্রেড করবো।এভাবে গত একমাস পূর্বে রিয়েল ফরেক্স ট্রেডিং জগতে প্রবেশ করেছি।রিয়েলের ট্রেডিং নিতে অনেক ইমোশন এবং ভাবনা হয়।কেননা এখানে লাভ লসের একটা বাস্তব হিসাব হয়।তবে অনেকদিন ডেমো করেছি বলে খুব বেশি ভয়ও লাগে না।
-
ভাই আমি ২০১৮ সাল থেকে এই বিজিনেস এ জইন করি,প্রায় ১ বছর এর মতো একটানা ডেমো তে আমি অনুশীলন করি,ডেমো তে ভালো করার পর এই ১ বছর আমি রিয়েল ট্রেডিং করছি,মোটামুটি ভালো ভাবেই এই বিজিনেস পরিচালনা করতে পারছি,ফরেক্স নিয়ে অনেক আশা চেষ্টা চালিয়ে যাছি,দেখা যাক কতদূর যেতে পারি,রিয়েল ট্রেড এর পাশা পাশি আমি এখনো ডেমো তে অনুশীলন করছি।
-
সত্যিই আমি কয়েক দিন আগে রিয়েল ট্রেড শুরু করেছিলাম। সত্যিকারের বিনিময় শুরু করার আগে আপনার একটি ডেমো অ্যাকাউন্ট খুলতে হবে এবং একটি শালীন পথের সাথে দক্ষতা অর্জন করা উচিত। এই মুহুর্তে যখন আপনার কাছে একটি বিস্তৃত তথ্য উপলব্ধ থাকে এবং কীভাবে পরীক্ষা করতে হয় তা নির্ধারণ করে, আপনার একটি আসল রেকর্ড থাকতে পারে। আমি এটি দেখতে চাই, আপনি প্রথমে একটি খাঁটি রেকর্ড খোলার এবং কম স্টোর দিয়ে শুরু করার অফ অফ সুযোগটি ভাল। এর পরে আপনি যখন চান যে আপনি গ্রহণযোগ্য উপকৃত করছেন সেই অফ সুযোগটি, তখন আপনি সেই সময়ের মানুষটির বিনিময় করতে আরও বেশি সঞ্চয় করতে পারবেন।
-
ট্রেড করারা আগে ডেমো ট্রেড করা উচিৎ তা হলে ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করা যায়। রিয়েলের ট্রেডিং নিতে অনেক ইমোশন এবং ভাবনা হয়।কেননা এখানে লাভ লসের একটা বাস্তব হিসাব হয়।তবে অনেকদিন ডেমো করেছি বলে খুব বেশি ভয়ও লাগে না।
-
আমি প্রথমে ডেমোতেই ট্রেড করেছি। তবে পরবর্তীতে মনে হল রিয়েল ট্রেড না করলে পুরোপুরি শেখা সম্ভব নয়। আর তাই এখন সিদ্ধান্ত রিয়েল ট্রেড করে লাভ লস এর ভিত্তিতে বাস্তব অভিজ্ঞতা অর্জন করা ছাড়া সফলতার আর অন্য কোন উপায় নেই।
-
আমি এখন ফরেক্সের রিয়াল মার্কেটে ট্রেড করি যখন আমি একেবারে নতুন ছিলাম সেই সময় আমি নিয়মিত ভাবে ডেমোতে ট্রেড করেছি সেখান থেকেই মূলত আমার ট্রেডিং বিষয়ে বাস্তব অভিজ্ঞতা লাভ হয়েছে আর সেই জ্ঞানের আলোকে এখন আমি রিয়াল মার্কেটে ট্রেড করে ভাল সাফল্য পাবার চেষ্টা করছি । এর মাধ্যমে আমি ফরেক্স মার্কেট থেকে আয় করতে পারতেছি।ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আমি ফরেক্স মার্কেট এ দৈনিক ২-৩ঘন্টা সময় দিই।
-
না আমি রিয়েল ট্রেড করি না। এখান থেকে যদি কিছু টাকা ইনকাম হয় তা দিয়ে ট্রেড করবো।কিন্তু সামনে রিয়েল ট্রেড নিয়ে ভাবছি।
-
সলে ফরেক্স এ রিয়েল ট্রেড করা অনেক বড় একটা বিষয়। না যেনে বুজে ত আর এখানে আমরা ট্রেড করতে পারি না। রিয়েল ট্রেড এ আমার এখন ও তেমন কোন প্রফিট হয় নি। তবে আশা করছি হবে। তবে এটা সত্য যে আমি অনেক দিন ডেমোতে কাজ করেছি এবং ভাল রেজাল্ট করায় রিয়েল এ পা বারিয়েছি।আসলে আমি রিয়েল ট্রেডিংয়ে পাশাপাশি অনেকদিন ডেমো ট্রেডিং করে যাবো বলে সিধান্ত নিয়েছি।
-
হ্যা আমিও বহুদিন যাবত্ত্র ডেমো ট্রেড করেছি এই কিছুদিন হল রিয়েল ট্রেড করছি আমার ডিপোজিট খুব বেশি না ৫০ ডলার দিয়ে রিয়েল ট্রেড শুরু করেছি।এই এক মাসে বেশি প্রফিট অর্জন করতে পারিনি মাত্র ৪০।এজন্য আপনি ওঁ ফরেক্স মার্কেটে খুব অভিজ্ঞ হবেন আপনি ফরেক্স মার্কেট খুব ভালো করে এনলাইসিস করতে পারবেনব
-
আমরা একটা রিয়াল ট্রেড করার সময় অনেক বেশি সিরিয়াস থাকি , কিন্তু আমরা চাইলেও ডেমোতে এত বেশি সিরিয়াস হতে পারি না । তবে হ্যাঁ ডেমোতে ট্রেড করে অবশ্যই আগে ফরেক্স এর বিভিন্ন বিষয় হাতে কলমে শিখে নিতে হবে । তারপরেই রিয়াল ট্রেড করতে হবে । ডেমোতে সফল হলেই তারপর রিয়াল ট্রেড করতে হবে ।