-
ফরেক্স এ নতুন তাই আমার আপাতত প্রতি মাসে ৫০০ ডলার আয় করতে চাই। কারণ আমার টার্গেট সবার থেকে আলাদা এবং অনেক বেশি। তাই আমাকে আগামি তে এর থেকে অনেক অনেক বেশি টাকা প্রতিমাসে আমাকে আইয় করতে হবে। ফরেক্স মার্কেট এর বৈশিষ্ট্য এর মধ্যে একটি হচ্ছে ফরেক্স মার্কেট থেকে আনলিমিটেড আয় করার সুযোগ।তাই আসা আছে আমি ফরেক্স মার্কেট থেকে আমার মতকররে আয় করতে পারবো। তাই আমি এখনো ফরেক্স মার্কেট এ ট্রেড করে আয় করছি।
-
আমি দেখেছি যে লক্ষ্য স্থির রেখেও তা প্রতিপালন করা যায় না এখানে।কারন মার্কেট প্রতিদিন একই রকম যায় না।প্রতিদিন আয়ের টার্গেট ঠিক থাকলেও দেখা যাবে একদিন বড় লসে আছি,সেজন্য আমাকে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে।আমি মনে করি এর সহজ সমাধান হচ্ছে লস বেয়ার না করা।অথার্ৎ আমরা যদি লসের ট্রেড দীর্ঘদিন বেয়ার না করি তাহলে আমরা আবার নতুন ট্রেড করতে পারব।টার্গেট স্থির রেখে যদি কেউ লক্ষ্যে প্রতি দিন,প্রতি সপ্তাহে বা মাসে পৌছতে পারে তাহলে সেটা খুব ভাল হয়।আর একবার যদি লক্ষ্যে পৌছানো যায় তাহলে ঔদিন আর ট্রেড করা উচিত নয়,কারন ওভারট্রেড লোভের সমতুল্য।যারা ধীরগতিতে বুজে শুনে ট্রেড করে তারাই একাউন্ট টিকিয়ে রাখতে পারে।
-
ফরেক্স এ আমি নতুন। আমি ফরেক্স থেকে এখনো কোন টাকা আয় করতে পারি নি। আমি নতুন সদস্য। আমি শুধু এখন প্রাকটিস করে যাচ্ছি। আমার ইচ্ছে যে আমি ফরেক্স থেকে প্রতিমাস এ $300 ইনকাম করলেই আমার অনেক। তাই আমি অনেক পরিশ্রম ও ধৈর্য্য ধারন করে ফরেক্স করে যাচ্ছি। আশা কারি আমি সাফলতা অর্জন করবই।
-
আসলে আশা অনেক বড় । তাছাড়া আমি ফরেক্সে এ নতুন তেমন ভালো করে শিখা হয় নাই বিষয়গুলো তার পরে ও আশা করি 40$ মতো। আমি একজন ছা্ত্র তাই চিন্তা করি কম করেও যেন হাত খরচের টাকাটা উপার্জন করতে পারলেও ভালো হয় । ফরেক্স মার্কেট এ ভালো ট্রেড করার জন্য অনেক প্রশিক্ষণ নিয়েছি।সেই অভিজ্ঞতা কে কাজে লাগিয়ে আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করে যাচ্ছি।আমি আশাকরি আমি তা পূরণ করতে পারবো।
-
ফরেক্স এমন একটা বিজনেস সেখানে হুট করে যেমন একটা সিদ্দান্ত নেয়া যায় না তেমনি কয়েক ঘণ্টা পরে কি ঘটবে সেটা বলাও কষ্টকর। আমরা কিন্তু একেবারে ধীর হয়ে বলতে পারব না যে, এই মাসে আমি এত ডলার আয় করব। এক টি লক্ষ্য আছে যে আমি ফরেক্স থেকে দিনে মাসে কত আয় করবো। আমি ফরেক্স থেকে মাসে একশ ডলার আয় করতে চাই এটাই আমার লক্ষ্য আর সেই জন্য আমি প্রতিনিয়ত কঠোর প্ররিশ্রম করছি। আশা করি আমি সফল হবই।
-
আসলে অভিজ্ঞতার দিক থেকে আমি নিজেকে এখন ও একজন নতুন ট্রেডার বলেই দাবি করে থাকি কেননা যতটুকু অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি ততটুকু ফরেক্স ট্রেডিং এর জন্য খুবই সামান্য বলে আমার কাছে মনে হয়। তাই বর্তমানে আমার প্রথম লক্ষ্য হচ্ছে মার্কেটে টিকে থাকা তবে হ্যাঁ এই অবস্থায় আমি ফরেক্স মার্কেট থেকে প্রতিমাসে 50 থেকে 60 ডলার প্রফিট করতে পারলেই সন্তুষ্ট। কেননা আমি যদি মার্কেটে টিকে থেকে আমার কাঙ্খিত ডলার প্রফিট করতে সক্ষম হই তাহলে ধীরে ধীরে যেমন আমার অভিজ্ঞতা বৃদ্ধি পাবে ঠিক তেমনি আমার চাহিদা সাথে সাথে প্রফিট করার পরিমাণ বৃদ্ধি পাবে।
-
একজন মানুষ স্বাভাবিক ভাবেই অনেক আয় করতে চায়। একমাসে একজন ফরেক্স থেকে কত আয় করতে পারবে সেটা অনেক কিছুর উপর নির্ভর করে। যেমন তার মূলধন, দক্ষতা কেমন ইত্যাদির ব্যপার আছে। একজনের যদি মূলধন বেশি থাকে পাশাপাশি যদি তার দক্ষতাও থাকে, তবে নিঃসন্দেহে সে অনেক আয় করতে চাইবে এবং অনেক আয় করতে পারবেও। মোটামুটি প্রতিমাসে 40-50 ডলার আয় করতে চাই।
-
সবারই একটি লক্ষ থাকা উচিত এবং সে অনুযায়ী কাজ করা দরকার আর তাই আমি ফরেক্স এমন ভাবে শিখতে চাই যাতে আমার প্রত্যেক মাসে 500 ডলার আয় করতে চাই আর আমি জানি ফরেক্স ভালভাবে শিখতে পারলে খুব সমস্যা হবে না, ইচ্ছে থাকলে উপায় হয় এই কথাটি আমি মনে প্রানে বিশ্বাস করি।
-
আমি মনে করি ফরেক্স মার্কেট আয় করাটা আপনার যোগ্যতার উপর।আপনে যদি ফরেক্স মার্কেট ভাল অবিজ্ঞতা অর্জন করতে পারেন তাহলে আপনে ফরেক্স ব্যবসা ভাল টাকা আয় করতে পারবেন।আমি ফরেক্স মার্কেট এখনো নতুন আমি ফরেক্স মার্কেট সম্পর্কে এখনো শিখার অবস্তায় আসি।আপনি কম পুজি নিয়ে বেশি লাভ করতে গুলে ব্যবসায় লস করবেন । এই জন্য আপনি মাসে কত আয় করবেন এটা আপনার পুজির উপর লক্ষ রেখে আয় করতে হবে । আমার এখন মাসিক টার্গেট ২০ ডলার। ভবিষ্যতে আমার টার্গেট আরো বাড়বে।
-
একজন ফরেক্স ট্রেডার প্রতি মাসে কত টাকা আয় করতে চাই সেটা নির্ভর করে তার পজিশন এর উপর। একজন নতুন ফরেক্স ট্রেডারের ক্ষেত্রে তার মাসের টার্গেট সচরাচর খুব বেশি হয়ে থাকে না। অন্যদিকে একজন দক্ষ ও অভিজ্ঞ এক্ষেত্রে তার চাহিদা বা টার্গেট তুলনামূলকভাবে একটু বেশি হয়। আমার ক্ষেত্রে ফরেক্স মার্কেটে প্রতিমাসে টার্গেট দুইশত পঞ্চাশ ডলার আয় করা। অভিজ্ঞতা বৃদ্ধির সাথে সাথে এর টার্গেট বৃদ্ধি পেতে থাকে।