-
ফরেক্স মার্কেটে আমরা লস করে থাকি আমাদের অজ্ঞতার জন্য তাই ফরেক্স মার্কেটে বেশির ভাগ ট্রেডার লস করে অভার কনফিডেন্স এর জন্য অনেক ট্রেডার এনালাইসিস না করে ট্রেডিং করা, ফরেক্স মার্কেটে স্টপ লস আর টেক প্রফিট ব্যাবহার না করা, ফরেক্স মার্কেটে আমাদের ভাল করে এনালাইসিস করে ট্রেডিং করতে হবে।
-
ফরেক্স মার্কেট এ লসের অনেক কারন থেকে থাকে তাইউ আমাদের কে লাভ করার জন্য সব সময় ভাল করে ট্রেডিং শিখতে হবে তাহলে আমাদের লস কমে যাবে লস কমলে আমরা এখানে থেকে বেশী করে ট্রেড করে আয় করতে পারব । তাই আমাদের কে সব সময়ে লসের কথা মাথায় রাখতে হবে তাহলেই লাভ সম্ভব ।
-
ফরেক্স মার্কেটে লসের অনেক কারন আছে । তবে নতুনরা প্রায়ই লস করে থাকে এবং এটাই স্বাভাবিক । ফরেক্স ট্রেড করতে হলে অভিজ্ঞতা ও দক্ষতা দরকার ।এজন্য প্রথম থেকেই ফরেক্স ট্রেডে লোভ না করে ধৈর*্য ধরে শিখতে হবে এবং অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করতে হবে ।এছাড়াও মার্কেট এনালাইসিস করা , মানি ম্যনেজমেন্ট করতে না পারলে লস হবে ।
-
ফরেক্স মার্কেটে লসের কারন হল-
১।ট্রেড নিয়ে অতিরিক্ত লোভ করে ফেলা।
২।মানি ম্যানেজম্যান্ট ঠিক না রাখা
৩।মার্কেট এনালাইসিস না করে ট্রেড ওপেন করা
৪।অতিরিক্ত ট্রেড ওপেন করা
৫।ট্রেড নিয়ে ওভার কনফিডেন্স করা।
-
ফরেক্স লসের অনেক গুলো কারণ কারণ রয়েছে। তার মধ্য অন্যতম হল, ১, ফরেক্স সম্পর্কে ভাল জ্ঞান না থাকা। ২, মানি ম্যানেজম্যান্ট না জানা ৩, মার্কেট এনালাইসিস না করা ৪, ধর্য্য না থাকা ৫, লোভ বেশি করা, ৬, অতি আবেগময়ী হওয়া, ইত্যাদি।
-
আমার মতে লস করার প্রধান কারন হল ফরেক্স মার্কেট সম্পর্কে অবিজ্ঞতার অভাব , দক্ষতার অভাব , এবং আবেগের কারনে ট্রেড করা এ সকল বেপারে সচেতন হতে পারলে আমরা আমাদের লস কে প্রতিরোধ করতে পারব । ফরেক্স মার্কেট এ লস কমাতে হলে আপনাকে লোভ করা পরিহার করতে হবে তাহলে এখানে আমরা আমাদের লস কে কমিয়ে নিয়ে আসতে পারি ।
-
ফরেক্স এ লস করেন নি এমন ট্রেডার আমার অজানা।সকলেই কম বেশি লস করেছেন ফরেক্স এ ।ফরেক্স এ লসের অন্যতম প্রধান কারন বেশি লোভ।লোভের কারনে যে সকল ট্রেডার অনেক বেশি প্রফিটের আশায় বেশি দিপোজিট করে বড় ট্রেড করেন সে সকল ট্রেডার নিজের অদক্ষতার কারনে খুব তাড়াতাড়ি একাউন্ট লস করে ক্ষতির সম্মুখিন হন।কারন তারা ভালো ভাবে ফরেক্স না শিখেই দক্ষতা অর্জন ছাড়াই ট্রেড শুরু করে।তাই আমাদের সকল ট্রেডারের উচিৎ নিজেকে ফরেক্স ট্রেডার হিসেবে দক্ষ করে গড়ে তোলা।
-
ফরেক্স মাকেটে থেকে অনেক লস করে থাকে আমি মনে করি অধয্য , অদক্ষতা, অপরিশ্রমি , লোভ এর কাড়ণে | ফরেক্স থেকে লাভ করতে হলে আপনাকে এধরনের কাজ কে জয় করতে হবে তবেই আপনি ফরেক্স থেকে লস করবেন না লাভ করবেন আশা করি |
-
লসের কারণ অনেক থাকে আর তা নিদ্দিষ্ট করে বলাটাও কঠিন । ফরেক্সে আমরা সাধারণত ট্রেড করে থাকি লাভবান হওয়ার উদ্দেশ্য নিয়েই । আমরা যারা ট্রেডিং করি তারা সবাই প্রত্যশা করি লাভবান হওয়ার জন্য । কিন্ত প্রত্যশা আর প্রাপ্তির মিল যখন হয়না তখন আমরা হতাশ হয়ে পড়ি । তাই লস হওয়ার ক্ষেত্রে কোন কারণগুলো দায়ী তা চিহ্নিত করে ব্যবস্থা নিতে পারলে তবেই আপনি সফল হতে পারবেন ।
-
ফরেক্স মার্কেটে লসের অনেক গুলো কারন আছে ।আর প্রধান কারন হল মার্কেতে বেশি পরিমান লোভ করে ফেলা।ফরেক্স মার্কেটে তার নিজস্ব নিয়মে চলে তাই কখনো মার্কেটে অভার শিউর হওয়া যাবে না।সব সময় মাথাই রাখতে হবে মানি ম্যানেজ ম্যান্ট মেনে ট্রেড করতে হবে।