-
ফরেক্স কেন করব? এই প্রশ্নের উত্তর ব্যাক্তিবিশেষের উপর নির্ভরশীল । একেক জন ট্রেডার একেকভাবে এই প্রশ্নের উত্তর দিবে । তবে আমি মনে করি যে এই প্রশ্নের সবার কাছেই কমন একটা উত্তর হল আমরা ফরেক্স করব ইনকামকরার জন্য । আসলেই আমরা কিন্ত ফরেক্স করার মুল ও প্রধান উদ্দেশ্য হল ইনকাম করা । আমরা যত বেশি ইনকাম করার জন্য ফরেক্স এর সাথে লেগে থাকব তত বেশি ইনকাম করতে পারব ।
-
আমরা ট্রেড করলে ব্রোকার কি লাহবান হয়। কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। এই সম্পর্কে আমার জানা নেই কেই জানলে আমাদেরকে সাথে শেয়ার করুন আমরাও জানতে পারব।
-
ব্রোকার হাউজ উভয়েই লাভবান হয়ে থাকি কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। আপনি যদি খেয়াল করে থাকেন তা হলে দেখবেন আপনি আমি যখন ট্রেড করি সেই সময় ট্রেডের শুরুতেই কিছু লসে ট্রেড ওপেন হয় আর এটি হল ব্রোকার কমিশন যার কারনে লসে ট্রেড ওপেন হয়। আর এই ব্রোকার কমিশনকে আবার সিস্টেম কমিশন বলেও অভিহিত করা হয়ে থাকে।
-
জিবনের উন্নতির উদ্দেশ্যেই আমরা ফরেক্সে আসি। ফরেক্সে অভিজ্ঞতা থাকলে খুব অল্প সময়ের মধ্যেই ফরেক্স থেকে জিবনকে গড়ে নেয়া সম্ভব। ফরেক্স একটি সাধীন ব্যাবসা। ফরেক্সে পার্ট টাইম বা ফুলটাইম কাজ করা যায়। ধন্যবাদ
-
পৃথিবীর অন্যন্য ব্যবসার মত ফরেক্স ও খুব জনপ্রিয় হয়ে উঠছে। এর অনেক সুবিঘা রয়েছে। ফরেক্স থেকে দ্রুত যে পরিমান টাকা আয় করা সম্ভব তা অন্য কোন ব্যবসায় সম্ভব না। আর তাছারা আর্থিক অবস্থা পরিবর্তনের জন্য ফরেক্স খুব সুন্দর একটা রাস্তা বলে আমি মনে করি।
-
আমি ফরেক্স করি ফরেক্স থেকে দক্ষতা অজন করব বলে আমার মনে হয় ফরেক্স মাকেটে আমার পরিশ্রম দিয়ে যদি দক্ষতা অজন করতে পারি তবে আমি ফরেক্স থেকে আয় করতে পারব | তাই আমি ফরেক্স থেকে আয় করার জন্য ফরেক্স মাকেটে পরিশ্রম করছি আশা করি ফরেক্স থেকে আয় করতে পারব |
-
ফরেক্স হলো একটা ব্যবসা সবাই টাকা চায় কিন্তু টাকা ইনকাম করার বা কাজ করার মত যায়গা খুজে পাওয়া যায় না কিন্তু আপনি ফরেক্স এ যেমন ইচ্ছা তেমন অর্থ দিয়ে ব্যবসা করতে পারবেন।তাছারা ফরেক্স একটি স্বাধীন ব্যবসা তাই কে চায় না স্বাধীন ভাবে কাজ করতে এ কারনে ফরেক্স সবাই এত পছন্দ করে।
-
ভাই ফরেক্স করি ফরেক্স থেকে আয় করব বলে ফরেক্স থেকে আয় করে জিবনের পথ কে আরও সুন্দর করার জন্য | আমি মনে করি ফরেক্স থেকে আয় করে চলার পথা পরিওবতন করা সম্ভব | ফরেক্স থেকে আমরা আয় করে অনেক টাকার মালিক হতে পারি তাই আমরা ফরেক্স করে থাকি |
-
আমরা ফরেক্স ব্যবসা করব যাতে করে আমরা স্ববলম্বী হতে পারি । আর এই স্বাবলম্বীর মাধ্যমেই আমরা একদিন লাভবান হতে পারব । অতএব আপনারাও সব সময় মার্কেটে একটা চিন্তাই করবেন যে কিভাবে লাভবান হওয়া যায় । সুতরাং আমরা সব সময় মার্কেটে বেশী বেশী সময় দেওয়ার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব ।
-
আমি যখন ফরেক্স মার্কেটে এসেছিলাম তখন আমি শুধু মাথায় রেখেছিলাম যে এই মার্কেটের বৈশিষ্ট্যগুলো অন্য যে কোন ব্যবসা হতে আলাদা তাই অামি ফরেক্স করব । কিন্ত বর্তমানে আমি ফরেক্স করে আরো বেশি করে জানতে পারছি ফরেক্স এমন একটা পেশা কিংবা ব্যবসায় এটা কাউকে আসার জন্য জোর করে না বরং এর বৈশিষ্ট্য দেখে মানুষ নিজেই চলে আসে এবং আকর্ষিত হয় এই ব্যবসা করার জণ্য ।