আমারও তাই ধারনা যে ফরেক্স বিজনেসে একটি লাইফ টাইম বিজনেস। আমার কখনোই মনে হয় না যে এই বিজনেসে কখন থেমে যাবে।
Printable View
আমারও তাই ধারনা যে ফরেক্স বিজনেসে একটি লাইফ টাইম বিজনেস। আমার কখনোই মনে হয় না যে এই বিজনেসে কখন থেমে যাবে।
ফরেক্স এমন একটি বিজনেস যা কোন নির্দিষ্ট ব্যাক্তি বা কোম্পানির উপর নির্ভর করে না। এটি একটি লাইফ টাইম ব্যবসা। যদি আপনি একবার ট্রেডিং শিখে ফেলতে পারেন তাহলে আপনি ফরেক্স বিজনেস কে লাইফ টাইম বিজনেস হিসেবে নিতে পারেন। এখানে আপনি সবসময় ট্রেড করে যেতে পারবেন ও লাভ করতে পারবেন।
ফরেক্স অবশ্যেই একটা লাইফটাইম ব্যবসা । কেননা আমরা যারা ফরেক্স করি তারা জানি যে এটা কোন এক *দুদিনের ব্যবসা নয় বরং ফরেক্স হল অনেক দীর্ঘমেয়াদি একটা ব্যবসা যেখানে একবার দক্ষতা অর্জিত হলে আমরা কোন কষ্ট ছাড়াই শুুধু বিনিয়োগ করে নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে আয় করব । আর এতে সব চেয়ে যে সুবিধাটা বেশি হবে তা হল বৃদ্ধ বয়সেও অল্প পরিশ্রম করেও আয় করা যাবে ।
আমার মতে অন্যান্য ব্যবসার মত ফরেক্স ও লাইফ টাইম ব্যবসার আওতায় পড়ে। কেননা এখানে যে কোন পেশার মানুষ সারা জীবন ধরে কাজ করতে পারে। আর যদি ভালমত ফরেক্স নিজের আওতায় আনা যায় তাহলে তাহলে জিবনে অনেক কিছু করা সম্ভব।
ফরেক্র ট্রেডিং একটি আন্তজাতিক ব্যবসা ।এ ব্যবসা পৃথিবীতে একই নিয়মে পরিচালিত হয় । তাই নিজে ভালভাবে শিখে ফরেক্র ট্রেডিং করতে পারলে এ পেশায় প্রতিষ্ঠিত হওয়া যায় । ফলে ফরেক্র ট্রেডিং করে সুন্দর ভবিষ্যত গড়তে পারেন । তাই নিশ্চিতে এ ব্যবসা করতে পারেন ।
হতে পারে ফরেক্স মার্কেটে ট্রেড করা আপনার লাইফ টাইম ব্যবসা কারন ফরেক্স মার্কেটে আপনি যদি ট্রেডকরতে পারেন তবে আপ ই একান থেকে ভাল পরিমান টাকা ইনকাম করতে পারবেন আর এরজন্য আপনি এটাকে লাইফ টাইম হিসাবে নিতে পারেন বলে আমি মনে করি আপনি কি বলেন।
ফরেক্স অব্যশই লাইফটাইম ব্যবসা। আপনি সারা জীবন ফরেক্স করতে পারেন। এতে কোন সীম নির্দেশ নেই যে আপনি কর*্যতে পারবেন না। ফরেক্স আপনি যতদিন জীবিত আছেন তত দিন পর্যন্ত করতে পারেন। আপনি অন্যদের শিখাতেও পারেন।
ফরেক্স ট্রেডিং যেভাবে জনপ্রিয়তা লাভ করেছে তাতে করে ফরেক্স ট্রেডিংকে অনেকেই ফুলটাইম ব্যাবসা হিসাবে গ্রহন করেছে। ফরেক্স ট্রেডিংয়ের মাধ্যমে এখান থেকে মাসে যে পরিমান আয় করা সম্ভাব তা অনেক ভাল পেশায় থেকেও করা সম্ভাব না সেই কারনে অনেকেই এটিকে নিজের একমাত্র পেশা হিসাবে গ্রহন করেছে।
আপনি অনেক ভালো বলেছেন। কেননা ফরেক্সএমন একটা ব্যবসা যেটাতে স্ক্যাম না হওয়ার ব্যাপারে সর্বোচ্চ নিশ্চয়তা রয়েছে।অর্থাত ফরেক্সব্যবসা কখনই চলে যাবেনা অর্থাত ফরেক্সসারাজীবনেরব্যবসা। যতদিন পৃথিবীর বুকে অর্থের প্রচলন থাকবে ততদিনই ফরেকক্স ব্যবসা টিকে থাকবে।সুতরাং ফরেক্সককে লাইফ টাইম ব্যবসা বলতে পারেন।
ফরেক্স একটি লাউফ টাইম ব্যাবসা।।। এটি একটি আন্তর্জাতিক মানের অনলাইন ব্যাবসা।। এখানে যত দিন মুদ্রার প্রচলন থাকবে ততদিন ফরেক্স ব্যাবসা থাকবে।। আমরা যারা ফরেক্স ব্যাবসা করি তারা অবশ্যই সাড়া জিবন ফরেক্স ব্যাবসা করতে পারবো।। আমি নিজেও এক সময় চিন্তা করতাম ফরেক্স কি আমাদের ধুকা দিয়ে চলে যাবে।