-
বর মূলধন নিয়ে ব্যাবসা আরাম্ভ করলে কিছু সুবিধা আছে, যেমন মানি ম্যানেজমেন্ট এর হিশাবতা আরও শক্ত ভাবে করা যায়, যেটা আমারা ছোট অ্যাকাউন্ট করতে পারিনা। কারন অধিকাংস ত্রেদার ২০০ থেকে ৫০০ এর বেশি ডলার এর বেশি ইনভেস্ত করেন না ( আমি নতুনদের কথা বলছি), তখন অধিকাংশ সময় তারা মানি ম্যানেজমেন্ট এর নিয়ম অনুশরন না করে একটু বেশি ঝুকি নিয়ে থাকেন
-
বড়ো মুলধনে ফরেক্স মার্কেটকে টিকিয়ে রাখা সম্ভব হয় যদি কিনা মানি ম্যানেজমেন্ট সম্পর্কে ভালো অভিজ্ঞতা থেকে থাকে তাহলে । ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো অভিজ্ঞতা ও মানি ম্যানেজমেন্ট সম্পর্কে ভালো অভিজ্ঞতা অর্জন করা থাকলে অল্প মুলধন ইনভেস্ট করে ও ট্রেড করে একাউন্টকে টিকিয়ে রাখা সম্ভব হয় এবং ভালো অর্থ উপার্জন ও করা যায়,,,, ধন্যবাদ ।
-
বড় মুলধন হলেই যে আপনি ফরেক্স মার্কেটে টিকে থাকবেন বিষয়টি নিশ্চিত করা বলা কখনোই সম্ভব নয়। যখন বেশি মুলধন থাকে তখন আসাটাও বেশি থাকে যা আপনার লসের কারন হতে পারে। আর ফরেক্স এ ম্যানি ম্যানেজমেন্ট মেনে চলার উপরেই তা নির্ভর করবে।
-
হাই গাইস, যদি আপনি এই বাজারে ভুলগুলি এড়াতে চান তবে পরিস্থিতি মোকাবেলার জন্য আপনাকে একটি ভাল ব্যবসায়ের দক্ষতা অর্জন করতে হবে, পেশাদার ব্যবসায়ী হওয়ার জন্য আপনার অবশ্যই জ্ঞান এবং জ্ঞান থাকতে হবে, এবং বিশেষত অভিজ্ঞতা থাকতে হবে, তবে আপনার আপনার লক্ষ্য অর্জনে সফল হওয়ার একমাত্র উপায় হ'ল ডেমো অ্যাকাউন্ট, আমি আপনাকে প্রচুর অধ্যয়ন এবং বিশ্লেষণ করার পরামর্শ দিচ্ছি, বাজারে প্রবেশের সঠিক সন্ধান করতে এবং ভাল লাভের সাথে পৌঁছানোর জন্য পৌঁছে যাবার জন্য, শুভকামনা
-
আমি মনে করি বড় মূলধন টিকে থাকতে সাহস যোগায়। কারন বড় মূলধন হলে আমাদের মনে একটা সাহস য়োগায়। বড় মূলধন হলে আমরা ট্রড করে সাহস পাই। আর ফরেক্স ট্রড করা আগে আমরা যদি মানিম্যানেজম্যান টের দিকে না তাকাই তাহরে আমাদের ফরেক্স অনেক ক্ষতি হতে পারে।
-
বেশি মুলধন হলে যে ব্যবসা ভাল হবে তার কোন নির্চয়তা নেয় এই বিষয়ের ওপর যদি তার কোন জ্ঞান না থাকে কম মুলধন হলেও যা আবার বেশি হলেও তা একই রকম। যারা এই কাজ সর্ম্পকে ভাল জ্ঞান আছে তাদের কথা অন্য রকম। আর ভাল জ্ঞান থাকাও যদি মুলধন কম থাকে তাহলে আবার বেশি লটে ট্রেড ওপেন করা যায় না। তাই বলা যায় যে বেশি মুলধন থাকার পাশাপাশি ভাল জ্ঞান থাকা প্রয়োজন হয়।
-
হ্যা আমি মনে করি বড় মূলধন নিয়ে ফরেক্স করলে ফরেক্স মার্রকেটে টিকে থাকা সম্ভব এতে করে মনোভল বাড়ে অনেক যা ছোট মূলধন এর ক্ষতরে হয় না । ছোট মূলধনে অনেকটা ট্রেড করতে সমস্যা হয় ।
-
যদি বিষয়টি সম্পর্কিত কোনও তথ্য না থাকে, সেই সময়ে ধীরে ধীরে যে ব্যবসায়টি ধীরে ধীরে মূলধন থাকে সে ক্ষেত্রে এই বিষয়টির সাথে কোনও তথ্য না থাকলে ঘটনাটি আরও ভাল, তবুও এটি সমতুল্য। এই কাজের বিষয়ে দুর্দান্ত তথ্য রয়েছে এমন ব্যক্তির প্রকাশগুলি অনন্য। আর কী, গ্রহণযোগ্য তথ্য সহ, মূলধন কম থাকার অফারে, সেই সময়ে এক্সচেঞ্জটি পার্সেলে খোলা যায় না। সুতরাং এটি খুব ভালভাবে বলা যেতে পারে যে ক্রমবর্ধমান মূলধন থাকা ব্যতীত, দুর্দান্ত তথ্য প্রয়োজন।
-
মানি ম্যানেজমেন্ট ফলো করলে ছোট মূলধন নিয়েও ফরেক্সে তিকে থাকা যায়।এক্ষেত্রে মূলধনের পরিমাণটা কোন বিষয় না।মানি ম্যানেজমেন্ট না মানলে অনেক বড় অ্যামাউন্টের মূলধন নিয়েও ফরেক্সে টিকে থাকা অসম্ভব।
-
আসতে পারে সেটা আমরা বলতে পারব না। কি আসল সেটাই আমি দেখে থাকি। আর মার্কেট এ হাই ইমপ্যাক্ট নিউজ থাকলে মার্কেট বেশি মুভ করে থাকে। মার্কেট এ নিউজ এর সময় আমি ট্রেড থেকে বিরত থাকি। ফরেক্স মার্কেটে নিউজ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে আপনার মূল্যবান মতামতে ভালোই জানতে পারলাম। আসলে ফরেক্স ট্রেডিং এ দক্ষ ট্রেডার হতে হলে এনালাইসিস করতে পারা এবং