-
ফরেক্স এ আমি বেশীর ভাগ রাতে ট্টেড করে থাকি। ফরেক্স মার্কেট যেহেতু ২৪ ঘন্টা খোলা থাকে তাই যে কোন সময়ে ফরেক্স করা যায়। ফরেক্স মার্কেট এ আমি দিনে করতে পারি না । কারন আমি দিনে অনেকটা ব্যস্তার মাঝে থাকি যার কারনে এই ফরেক্স দিনে করতে পারি না তাই আমি রাতে ফরেক্স এ ট্টেড করি।
-
আমি ফরেক্সে রাত্রে ট্রেড করি কারন আমি সারাদিন পড়াশুনা নিয়ে ব্যস্ত থাকি । ার রাত্রে ট্রেড ওপেন করার আর একটা কারন আছে যে রাত্রে ট্রেড করতে মার্কেট আনালাইসিস করতে কোন জামেলা হয় না। ফরেক্সে ট্রেড করার জন্য মার্কেট আনালাইসিস করা অতান্ত জরুরি বিষয়। মার্কেট আনালাইসিস এর উপর ফরেক্সের লাভ নির্ভর করে। টাই আমি রাত্রে ট্রেড করি।
-
আসলে সারাদিন প্রচুর কাজে ব্যাস্ত থাকি যার কারণে নিদ্দিষ্ট সময় নিয়ে কাজ করার কোন সুযোগ পায় না । সে ক্ষেত্রে আমি অবশ্যই অনেক বেশি পরিমাণে আমার নিজের কাজকে বেশি প্রাধান্য দিব । ফরেক্স আমি অনেক উপভোগ করি । আর সেটা সবসময় রাতে করতে আরো বেশি ভাল লাগে । তাই আমি সর্বদা রাতে ট্রেড করতে পছন্দ করি ।
-
মি সময় পেলেই ট্রেড করি। তাছাড়া ট্রেড করা উচিত মার্কেট এর অবস্থার উপর। মার্কেট যেকোনো সময় ওঠানামা করতে পারে। তাই সময় বুঝে সময়ের কাজ করা উচিত বলে আমি মনে করে থাকি। ফরেক্সে ট্রেড করার জন্য তাই উপযুক্ত সময়ে ট্রেড করা উচিত।
-
আমি ট্রেড তখনই করি যখন আমি দেখি যে মার্কেট শান্ত অবস্থায় থাকে । অতএব বেশী বেশী এ্যানালাইসিস করতে থাকব তাহলেই আমরা লাভবান হতে পারব । অার অামরা সব সময় নিউজের সময় মার্কেটে ট্রেড করব না তাহলেই আমরা লাভবান হতে পারব । সুতরাং আমরা সব সময় এই ফরক্সে মার্কেট ধৈর্য্যের সহিত কাজ করতে হবে তাহলেই আমরা লাভবান হতে পারব ।
-
ভাই আমি ফরেক্স মাকেটে থাকি ৪ থেকে ৫ ঘন্টা এর মধ্যে আপনি দিনে বা রাতে সব সময় ট্রেড করি | আমার ট্রেড করার কোন নিদিষ্ট সময় নেই ধন্যবাদ|||||||||||
-
আমার ট্রেড করার জন্য নির্দিষ্ট কোন সময় ধরা নেই। কিংবা প্রতিদিনই যে ট্রেড করতে হবে তার ও কোন নিয়ম আমার নেই। আমার মাসিক কোন টার্গেট থাকে না। তবে আমার একটি টার্গেট থাকে তা হল আমার এ্যাকাউন্ট ব্যালেন্স ধরে রাখা। আমি চাই লাভ যাই হোক আমাকে আমার ব্যালেন্স ধরে রাখতে হবে। কখনোই এ্যাকাউন্ট জিরো করা চলবে না।
-
ফরেক্সে সবসময় মার্কেট এর মুভমেন্ট ভালো থাকে না। আমি মনে করি লন্ডন ও নিউইয়র্ক সেশনের ওভারল্যাপ সময়টাই আমাদের জন্য ট্রেডের সবচেয়ে উপযুক্ত সময়। কারন এই সময় মার্কেট অনেক বেশি উঠানামা করে। তাই এই সময় ট্রেড করলে আপনার ভালো একটা প্রফিট করার সম্ভাবনা থাকে।
-
আমি কোন নির্দিষ্ট টাইমে ট্রেড করি না মার্কেট দেখি নিউজ দেখি তারপর যদি মনে করি এখন ট্রেড করা উচিত তখন ট্রেড করি।আর এতে করে ভালো ফল আশা করতে পারি।
-
ফরেক্স ব্যবসা আমি পার্টটাইম হিসেবে নিয়েছি। আমি প্রতিষ্ঠানি চাকুরী করি। দিনে সময় পাই না ট্রেডে বসার জন্য । তাই আমার ট্রেডিং কৌশল এবং ট্রেডিং পরিকল্পনা দৈনন্দিন জীবনের সাথে মিল রেখে সাজিয়েছি।সকাল ভোরে ৫-৬ টা পর্যন্ত। এবং রাতে ৮ টা থেকে ১১টা পর্যন্ত।