-
আসল বিনিময়ে, আমি বুঝতে পেরেছিলাম যে ডেমোতে যেমন করেছিলাম তেমন জেনুইন ডেমো করতে পারিনি। যেহেতু আমি ফরেক্স সম্পর্কে চিন্তা না করে ডেমো করছি। জেনুইন যখন আমি শুরু করি তখন ফরেক্স সম্পর্কে কিছুই ভাবেন বলে মনে হয়। ডেমোতে, এটি এমনভাবে উপস্থিত হয়েছিল যেন আমি প্রসারিত ফোরেক্স এক্সচেঞ্জ ছাড়াই বেশি কিছু করতে পারি। আমি এটি করতে অক্ষম ছিলাম, আমার একটি দুর্দান্ত চুক্তি জানতে হবে, একটি টন পড়তে হবে, এক টন নগদ দিতে হবে। $ 25 সুবিধা। আমি একটি 5 ডলার পুরষ্কার পেয়েছি তবুও, আরও প্রতিষ্ঠিত ভাইবোনদের মধ্যে একটিতে 5 টাকার বিনিময়ে নাম লেখানো হয়েছে। বাই এবং, এই অতিরিক্ত এটি সহ প্রয়োজন। প্রত্যেকেই এই ডলারের মতো আমার কাছে Godশ্বরের কাছে আবেদন করবে
-
ডেমো একাউনত এ আমরা উদাসীন ভাবে ট্রেড করি আর রিয়েলে করি ইমোশনাল হয়ে এই হল আমাদের সমস্যা এই সমস্যা কে যদি আমরা দূর করতে না পারি তাহলে কিছুতেই আমরা পারব না ফরেক্স মার্কেট থেকে লাভ করতে আমাদের কে বেশী করে এখানে লাভ করার জন্য বেশী দক্ষতা অর্জন করতে হবে ।
-
ডেমো ট্রেড হল এমন একটি প্লাট ফরম যেখনে ট্রেড চর্চা করা হয় । ডেমোতে লস না হলে তার রিয়েল ট্রেডে লস হবে না কারন রিয়েল ট্রেড করার আগে বারবার দেমো চর্চা করতে হয় যা একজন দক্ষ ট্রেডার তৈরি করতে সক্ষম হয় । ডেমোতে ইচ্ছামত ট্রেড করা যায় এবং এখনে কোন বিনিয়োগ করতে হয় না আর রিয়েলে বিনিয়োগ করে ট্রেড করতে হয় । ডেমতে লাভ হলে সে লাভের টাকা পাওয়া যায় না আর রিয়েলে লাভের টাকা ওঠানো যায় । ডেমোতে ভালমত ট্রেড কপ্রতে পারলে রিয়াল ট্রেড করতে সহজ হবে ।
-
ডেমো একাউন্ট কে আপনি যদি সিরিয়াস ভাবে নেন যে এটাই আমার আসল ইনভেস্ট আর এই মনে করি যদি আপনি ট্রেড করেন এবং ৬ মাস ডেমো তে প্রাকটিস করেন তাহলে অবসসই আপনি রিয়েল একাউন্ট ও ডেমো একাউন্ট এর মতো লাভ করতে পারবেন | ডেমোতে ট্রেড করা আর রিয়েল ট্রেড করা একই বেপার | শুধু আপনাকে ডেমো প্রাকটিস টা সিরিয়াস ভাবে করতে হবে |
-
রিয়েল ট্রেড করতে গিয়ে বুঝলাম, ডেমোতে যেভাবে লাভ করেছি রিয়েলে সেভাবে করতে পারছিনা ডেমোতে ইচ্ছামত ট্রেড করা যায় এবং এখনে কোন বিনিয়োগ করতে হয় না আর রিয়েলে বিনিয়োগ করে ট্রেড করতে হয় যখন মানুষ দেখবে ডেমো একাউন্ট এ ট্রেড করে আয় করা যাই তখন তারা রিয়েল একাউন্ট এ ট্রেড করার প্রতি আগ্রহী হবে তাই ডেমো একাউন্ট এ ট্রেড করে লোভ করাটা খুব সহজ করে দেই ।
-
আমি ও আপনার কথার সাথে একমত আছি । আমরা যারা নতুন ট্রেডার তারা কিছুদিন ডেমো ট্রেডিং প্রাকটিস করে নিজেদেরকে অনেক বড়ো দক্ষ ট্রেডার মনে করি । কিন্তু না,,,, ডেমো ট্রেডিং এ লাভ করাটা যতোটা সহজ ঠিক তেমনি ভাবে রিয়েল ট্রেডিং মার্কেট থেকে লাভ করাটা ততোটাই কঠিন । তাই আমাদের উচিত ধৈর্য্য ধরে টিকে থাকা এবং বেশি বেশি করে ডেমো ট্রেডিং প্রাকটিস করে ভালো অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করা,,,,,,, ধন্যবাদ ।
-
এই কথার সাথে আমি একমত। ডেমো একাউন্টে আপনি যত স্বাধীন ভাবে ট্রেড করতে পারবেন রিয়েল ট্রেডে তা করা যায় না। কারন একটি ভুলের জন্য অনেক লস হয়ে যেতে পারে। আমি ট্রেড করে লস করেছি রিয়েল ট্রেড থেকে। ডেমো একাউন্টে আমার লাভ হত অনেক কিন্তু রিয়েল ট্রেডে তার বিপরীত।
-
ডেমো একাউন্টে আপনি যত স্বাধীন ভাবে ট্রেড করতে পারবেন রিয়েল ট্রেডে তা করা যায় না।ডেমোতে ইচ্ছামত ট্রেড করা যায় এবং এখনে কোন বিনিয়োগ করতে হয় না আর রিয়েলে বিনিয়োগ করে ট্রেড করতে হয় । ডেমতে লাভ হলে সে লাভের টাকা পাওয়া যায় না আর রিয়েলে লাভের টাকা ওঠানো যায়
-
আমি বর্তমানে ডেমোতে ট্রেড করা শিখছি। এখনও রিয়েল ট্রেড করার রিস্ক নিচ্ছি না। তবে আমি মনে করি ডেমো এবং রিয়েল ট্রেড করার ক্ষেত্রে শুধুমাত্র ভার্চুয়াল এবং রিয়েল ডলার ছাড়া আর কোন পার্থক্য না থাকলে দুটি ব্যাপারই একই। তবে আমি রিয়েল ট্রেড করাকে যারা ভয় পাচ্ছেন তাদের জন্য বলব, ডমোতে তাদের লস করার ভয় ছিল না কিন্তু রয়েল ট্রেড করতে তাদের ভেতর শুধুমাত্র ভয় এবং শঙ্কার কারণে মানসিক বিপর্যস্ত হচ্ছেন ফলে ট্রেড করতে কিছুটা অসুবিধার সম্মুখিন হচ্ছে।
-
হুম এই বিষয়টি একদম সত্য। ডেমোতে লাভ করা যতটা সহজ রিয়েলে ততটা সহজ না কারন ডেমোতে চিন্তা মুক্ত ট্রেড করা যায় ট্রেডে যদি অনেক লসও হয় তাতে কিছু যায় আসেনা আর রিয়েলে প্রতিটি ট্রেডেই চিন্তা কাজ করে লস হয়ে যাবে বা একাউন্ড জিরো হয়ে যাবে এই সব। তবে যদি আপনি ভাল ভাবে ডেমো থেকে ফরেক্স সম্পর্কে অনেক জ্ঞান অর্যন করতে পারে তাহলে রিয়েল ট্রেডও অনেক সহজ হয়ে যাবে।