-
যদি হাতে সময় কম থাকে অথবা লং টার্ম ট্রেডিং করার ক্ষেত্রে স্টপ লস ব্যবহার করা হয়। স্টপ লস দিয়ে রাখলে আপনার সুবিধা অনুযায়ী ট্রেডিং অটো বন্ধ হয়ে যাবে। আমি মনে করি যারা প্রচুর পরিমানে ট্রেডিং করেন সাথে ইনভেস্ট অনেক বেশী তারা এর সুবিধা নিতে পারেন।
নতুন্দের এটা না ব্যবহার করাই ভালো।
-
আমরা অনেকে এমন আছি যে ফরেক্স করার পাশাপাশী অন্ন কাজ করে থাকি তাই আমরা ফরেক্স মার্কেটে ট্রেড করার সময় স্টপ লস দিয়ে থাকি । এতে করে পিপস যেন একটি নির্দিষ্ট সীমা ছাড়িয়ে যেতে না পারে এই সুবিধা পাওয়া যায় । একে স্টপ লস বল হয় ।
-
ফরেক্স মার্কেটে প্রতিটা ট্রেডারের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারন স্টপ লস আমাদের অ্যাকাউন্ট কে সুরক্ষিত রাখে।তাই আমারা মার্কেট এনালাইস করার পর একটি নির্দিষ্ট স্থানে স্টপ লস এবং টেক প্রফিট ব্যাবহার করি।স্টপ লস আপনার বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করে এখানে মাকেটের গতি যে কোন সময় পরিবর্তন করে।স্টপ লস ব্যবহার করে আপনি আপনার একাউন্টাকে মার্জিন কল থেকে বাচাতে স্বক্ষম হবেন।আর ট্রেডের লস টি যদি একটি নির্দিষ্ট পরিমান করতে চাই সেই ক্ষেত্রে আমরা স্টপ লস ব্যবহার করি।
-
বন্ধ হয়ে যাওয়াকে আমরা স্টপ বলি । যারা ফরেক্স মার্কেটে কাজ করে থাকে তারা বেশির ভাগ ট্রেডার গন এই পদ্ধতিতে ট্রেড করে থাকে ।
এতে করে ট্রেডার গন মার্কেটে না থাকলেও আপনা আপনি ট্রেড কোলজ হয়ে যাবে ।
-
আমাদের মধ্যে অনেক ট্রেডার আছে, যারা ফরেক্স এ ট্রেড করতে করতে অন্য কোন কাজও করে । তাদের জন্য স্টপ লস খুবই সুবিধার । কারন স্টপ লস এর মাধ্যমে আপনি আপনার লসকে নিয়ন্ত্রন করতে পারবেন । আমাদের মধ্যে অনেকের ট্রেড ওপেন করে কম্পিউটার এর সামনে বসে থাকা সম্ভব হয় না । স্টপ লস ব্যবহার করে আপনি আপনার একাউন্টাকে মার্জিন কল থেকে বাচাতে স্বক্ষম হবেন ।
-
স্টপ লস হলো ট্রেডার যতটুকু লসে ট্রেড ক্লোজ করতে চাই ততোটুকু লসে ট্রেড ক্লোজ হওয়া ট্রেড এমন একটা বিষয় যেখানে একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগুতে হয় ফরেক্স মার্কেটে যারা সফল ট্রেডার তারা একটি ট্রেডে কতটুকু লাভে ট্রেড ক্লোজ করবে তা আগে থেকেই ঠিক করে রাখে ট্রেড এর লসটি যদি একটি নির্দিষ্ট পরিমান করতে চাইয় সেই ক্ষেত্রে আমরা স্টপ লস ব্যবহার করি যদি মার্কেট স্টপলস অতিক্রম করে সেই ক্ষেত্রে দেখা যাবে যেখানে স্টপ লস দেওয়া আছে সেখানেই লস সহ ট্রেডটি ক্লোজ হয়ে যাবে ।
-
দুর্ভাগ্য থামাতে ব্যবহারের প্রয়োজনীয়তা ব্যাপক, দুর্ভাগ্য প্রতিরোধ আপনাকে উল্লেখযোগ্য দুর্ভাগ্য থেকে রক্ষা করে, এখানে বাজারের গতি যখনই পরিবর্তিত হয়, তাই আমাদের তদন্ত সাধারণত সুনির্দিষ্ট নাও হতে পারে এবং যেহেতু ফরেক্স 24 ঘন্টা খোলা থাকে, তাই বাজারটি আমাদের জন্য ধারাবাহিকভাবে থাকে। এর আগে হওয়ার আশা করা কল্পনার ক্ষেত্রের বাইরে নয় যাতে দুর্ভাগ্য থামিয়ে আমরা আমাদের রেকর্ডটি রক্ষা করতে পারি।
-
আমার মতে ফরেক্স মার্কেট নিজের ভালর জন্য স্টপ লস দিয়ে ট্রেড করা উচিত ফরেক্স মার্কেট এ যারা ভাল বা সফল ট্রেডার তারা স্টপ লস দিয়ে ট্রেড করে অনেক সময় দেখা যায় কোন নিউজ নাই মার্কেট এ তাও মার্কেট অনেক বেশি মুভ করে আর এই সময় আপনার যদি স্টপ লস না দেওয়া থাকে তাহলে আপনার অনেক বড় লস হতে পারে । এমনকি এটি দ্বারা আপনি নিজের লোভকে খুব সহজেই নিয়ন্ত্রণের রাখতে পারবেন। এজন্য আমি মনে করি প্রত্যেক ট্রেডারের ক্ষেত্রে স্টপ লস ব্যবহার করা উচিত।
-
স্টপ লস হচ্ছে আপনি কত পিপ নিয়ে ট্রেড করবেন। স্টপ লস আপনাকে মার্জিন কল থেকে বাচাবে। ফরেক্স মার্কেটে স্টপ লস অনেক গুরুত্তপূর্ন। স্টপ লস সেট না করলে আপনি অনেক লস ও করে ফেলতে পারেন ।তাই আমারা মার্কেট এনালাইস করার পর একটি নির্দিষ্ট স্থানে স্টপ লস এবং টেক প্রফিট ব্যাবহার করি যাতে আমাদের লস হলে যেনো লস বেশী না হয়।
-
ফরেক্স এ স্টপ লস হচ্ছে একটি গুরুপ্তপূর্ন একটি অংশ। যা আপনাকে মার্কেট এর লস এর গতি ঠেকাতে সাহায্য করে। স্টপ লস ব্যবহার করে আপনি আপনার একাউন্ট জিরোর হাত রেখে রক্ষা করে। মূলত স্টপ লস হচ্ছে আপনি কতটুকু লস দিয়ে আপনি আপনার লস ট্রেড টুকুু ক্লোজ করে দিবেন তাই বোঝায়।