-
রোবট এক ধরনের সফটওয়্যার, যার মাধ্যমে ট্রেড করলে অনেক বেশি লাভ করা সম্ভব। রোবট এমন কিছু বায়নিক সংখা দিয়ে প্রোগ্রাম বানানো যেটা দিয়ে নিদিষ্ট নিদিষ্ট কিছু এনালাইসিস সেট করা থাকে আর এটার মাধ্যমে টেডিং পরিচালনা করা হয়।কিন্তু ফরেক্স টপডিং এ মাঝে মাঝে কোন এনালাইসিস ই কাজ করে না।
-
আমি যতটুকু যানি তা শেয়ার করছি , রোবোট হল বিজ্ঞানে একটি অংশ যার সাহায্যে অনেক কঠিন কাজ অনেক দ্রুত ও সহজে করা যায় । তাই আমি মনে করি রোবট সে একিভাবে ফরেক্স এ সাহায্য করে থাকে ।রোবট এনালাইসিস সম্পর্কে কোন রকম ধারনা ছাড়া মুভিং এভারেজ এবং আর এস আই দেখে ট্রেড ওপেন এবং ক্লোস করবে। রোবট ব্যবহার করে অনেক লাভ ও হতে পারে।
-
রোবট সম্পরকে খুব একটা ধারনা ছিল না। কিন্তু উপরের কিছু পস্ট গুল দেখে বুজতে পারলাম রোবট কি? রোবট হল একটি সফটওয়ার। যা দারা আপনি ট্রেড করতে পারবেন। এতে আপনি সহজেই লাভবান হতে পারবেন। কিন্তু আপনার প্রফিট ৫০০০ এর হতে হবে। তাছাড়া আপনি এতে লাভ করতে পারবেন না।
-
আমি যতদূর জেনেছি, তাতে রোবট হল কিছু সেন্সরের সম্বয়ে গড় একটি সফটওয়্যার। যা ফরেক্স মার্কেট মুভমেন্ট নিয়ে সেন্সরের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করে এবং ট্রেডিং প্লান তৈরি করে। রোবট দিয়ে ট্রেডিং করাতে গেলে মূলধনের পরিমাণ বেশি থাকা প্রয়োজন। আর রোবটের মাধ্যমে ট্রেডিং করলে কিছুটা ঝুঁকি এবং আশঙ্কা মুক্ত থাকা যায়।
-
রোবট এক ধরনের সফটওয়্যার যার মাধ্যমে ট্রেড করে মুনাফা অর্জন করা যায়। কিন্তু কোন সফটওয়ার পারে না সঠিক করে কোন ট্রেড দিতে পারে নিজের কোশলে ট্রেড করতে পারলে আমি মনে করি আমাদের জন্য ভাল হতে পারে।এবং আমি মনে করি প্রথমে ডেমো একাউন্টে কিছুদিন ট্রেড করে যদি দেখেন লাভ হচ্ছে তার পর রিয়েল একাউন্টে ব্যবহার করা উচিত।তা না হলে আমরা অভিজ্ঞ ট্রাডার হতে পারবো না।
-
রোবট হলো এমন একটি জিনিস যেটা আপনার ট্রেড করার ক্ষেতে অনেক লাভ করে থাকে। যেমন আপনি শুধু রোবট সফট্যায়ার টা চালু করে যদি আপনি বসে থাকেন তাহলে সে একাই একজন মানুয়ের সেচে ভালো ট্রেড করবে এবং লাভ হবেই কিন্তু আপনি রোবট দিযে ট্রেড করতে গেলে আপনাকে অনেক টাকা ইনভেষ্ট করতে হবে। তাই রোবটা বাংলাদেশে অনেকটাই কেউ চলাই না করন বাংলাদেশে রোবট চলালোর মতো কার প্রফিট নাই। রোবট সাধারনত আমি এটাকেই বুঝে থাকি।
-
অনেকই নাকি রোবট দিয়ে ট্রেড করে। রোবট দিয়ে ট্রেড করলে নাকি অনেক ভাল মুনাফা পাওয়া যায়। অনেক আবার রোবট বিক্রর জন্য বিজ্ঞাপন দিয়ে থাকেন।রোবট এক ধরনের সফটওয়্যার, যার মাধ্যমে ট্রেড করলে অনেক বেশি লাভ করা সম্ভব। আমি নিজেও রোবট দিয়ে ট্রেড করচি। আমি প্রথমে ডেমো অ্যাকাউন্ট এ রোবট দিয়ে ট্রেড করি, দেখলাম আমার অনেক লাভ হল। কোন সফটওয়ার পারে না সঠিক করে কোন ট্রেড দিতে পারে। কারন সফটওয়ার কোন কিছু দেখে না। সে কোন রুল মানেনা।তার পর আমি রিয়েল অ্যাকাউন্ট এ রোবট দিয়ে ট্রেড করি।আমি বুঝতে পারিনা রোবট ফরেক্স মার্কেট এ কি ভাবে ট্রেড করে আমাকে অনেক বেশি মুনাফা এনে দিবি। আমি জানতে চাচ্ছি রোবট কি।
-
অনেকেই নাকি রোবট দিয়ে ট্রেড করে। রোবট দিয়ে ট্রেড করলে নাকি অনেক ভাল মুনাফা পাওয়া যায়। অনেক আবার রোবট বিক্রির জন্য বিজ্ঞাপন দিয়ে থাকেন। আমি বুঝতে পারিনা রোবট ফরেক্স মার্কেট এ কি ভাবে ট্রেড করে আমাকে অনেক বেশি মুনাফা এনে দিবে। আমি জানতে চাচ্ছি রোবট কি? রোবট দিয়ে ট্রেড করলে আসলেই কি অধিক মুনাফা পাওয়া যায়?
-
রোবট হল বিশেষজ্ঞ উপদেশ বা সফটওয়্যার আসলে ফরেক্স মার্কেটে রোবটের ব্যবহার অনেক হয়ে থাকে তবে বিভিন্ন রোবট তার নিজস্ব কায়দায় ট্রেড গ্রহন করে এবং তা অনেক ক্ষেতে ভাল লাভ জনক হয়ে থাকে যেমন আমি যে রোবট ব্যবহার করি তা মার্কেটের টেন্ডের দিকে একমিনিট পরপর একটা করে টেড নেয় যা ট্রেন্ড ধরে তাকলে একাউন্ট ডাবল করে দিতে পারে আবার ট্রেন্ড মিস করলে একাউন্ট জিরোও বানাতে পারে। সফটওয়্যার যার মাধ্যমে ট্রেড করে মুনাফা অর্জন করা যায়, রোবট নিজে নিজে ট্রেড করতে পারে। রোবোট দিয়ে ট্রেড করলে অনেক লস হতে পারে আবার অনেক লাভ ও হতে পারে এটা depend করে রোবট এর strategy এর উপর , ভালো রোবট পেতে হলে ভালো আমউন্ত খরচ করতে হয় । আমার মতে রোবট না ব্যবহার করে নিজে নিজে শিখে ত্রাদে করলে আর ভালো ফল পাবেনযার মাধ্যমে ট্রেড করে মুনাফা অর্জন করা যায়, পাশা পাশি সব রোবটই আপনাকে লাভ এনে নিবেনা। রোবট দিয়ে ট্রেড করতে হলে আপনাকে প্রচুর ইনভেস্ট লাগবে, অন্যথায় আপনার একাউন্ট শুন্য হতে বেশী সময় লাগবে না তাই রোবট ব্যবহার করতে হলে খুবই সাবধান থাকতে হবে
-
রোবট হলো এমন একটি জিনিস যেটা আপনার ট্রেড করার ক্ষেতে অনেক লাভ করে থাকে। যেমন আপনি শুধু রোবট সফট্যায়ার টা চালু করে যদি আপনি বসে থাকেন তাহলে সে একাই একজন মানুয়ের সেচে ভালো ট্রেড করবে এবং লাভ হবেই কিন্তু আপনি রোবট দিযে ট্রেড করতে গেলে আপনাকে অনেক টাকা ইনভেষ্ট করতে হবে। তাই রোবটা বাংলাদেশে অনেকটাই কেউ চলাই না করন বাংলাদেশে রোবট চলালোর মতো কার প্রফিট নাই। রোবট সাধারনত আমি এটাকেই বুঝে থাকি।