হ্যা দক্ষতা ছাড়া পরিনিতি ভাল হয়, যদি আপনার ভাগ্য ভাল থাকে, আর যদি আপনি দক্ষতা নিয়ে কাজে নামেন তাইলে আপনার লসয়ের পরিমান টা কমে যাবে..
Printable View
হ্যা দক্ষতা ছাড়া পরিনিতি ভাল হয়, যদি আপনার ভাগ্য ভাল থাকে, আর যদি আপনি দক্ষতা নিয়ে কাজে নামেন তাইলে আপনার লসয়ের পরিমান টা কমে যাবে..
সম্ভব, তবে সেটা আমার দৃষ্টিতে দূর্ভাগ্যের পূর্বাভাষ মাত্র। কেনো-না,আন্দাজের উপর ভিত্তি করে ট্রেড করলে হতো-বা হতে পারে কিন্তু সেটা ক্ষণকের জন্য বিন্দু মাত্র। আবার যখন পরবর্তিতে দির্ঘ্য সময়ের জন্য প্রতিটা ট্রেডেই লসের সম্মুখিন হতে হবে। তাই আমি বলি দক্ষতা অর্জন করেই ফরেক্স ট্রেডিং করা যতপোযুক্ত।
দক্ষতা ছাড়া কোন ব্যবসায় লাভ করা সম্ভব নয় ।তেমনি ফরেক্স এ দক্ষতা ছাড়া লাভ করা যায় না। আন্দাজে ট্রেডিং করে আপনি হয়তো দুই একটা লাভ করতে পারেন কিন্তু সফল হতে পারবেন না ।
দক্ষতা ছাড়া কোন ক্রমেই এই মার্কেট থেকে প্রফিট করা সম্ভব হবে না তাই আমাদের কে এখানে ট্রেড করতে হলে অবশ্যই একজন দক্ষ ট্রেডার হয়ে ট্রেড করতে হবে তা না হলে আমরা কেউ এই মার্কেট হতে কোন ভাবে লাভ করতে পারব না । ফরেক্স মার্কেট এ লাভ করা জন্য আমরা সবাই পাগল কিন্তু আমরা ধৈর্য নিয়ে টিকে থাকতে পারি না ।
দক্ষতা ছাড়াও প্রফিট সম্ভব। দক্ষতা ছাড়া প্রফিট সম্ভব তাদের জন্য যারা ফরেক্স মার্কেটে এসে ভাগ্যের উপর নির্ভর করে।
ফরেক্সে এ আয় করতে হলে অবশ্যই আগে দক্ষতা অর্জন করতে হবে .আগেই লাভ করার চিন্তা বাদ দিতে হবেআপনি আগে ভাল ভাবে জানুন.প্রচুর জানার পর তার পর প্রফিট নিয়ে ভাবুন. আপনি দক্ষতা অর্জন করার পর প্রফিট এমনিই আসতে থাকবে.তাই আমার মতে প্রফিট পেতে হলে আগে দক্ষতা অর্জন করতে হবে.
দক্ষতা ছাড়া ফরেক্সে কাজ করে লাভবান হওয়া সম্ভব না। ফরেক্স থেকে লাভবান হতে হলে অবশ্যই আপনাকে ফরেক্স সম্পর্কে দক্ষ হতে হবে। আপনি যদি ফরেক্সে দক্ষ না হন তাহলে আপনি কখনই ফরেক্স থেকে লাভবান হতে পারবেন না। ফরেক্স অনেক বিশাল একটি মার্কেটপ্লেস। তাই এখানে কাজ করতে হলে ফরেক্স সম্পর্কে অনেক অভিজ্ঞতার প্রয়োজন। ধন্যবাদ
দক্ষতা ছাড়া কোন ভাবেই প্রফিট অর্জন করা সম্ভব নয়। আর এই দক্ষতা অর্জনের জন্য ফরেক্স মার্কেট সম্পর্কে প্রচুর পরিমানের জ্ঞান আর পর্যাপ্ত পরিমানের অনুশীলনের প্রয়োজন। তাই কেউ যদি নিজেকে একজন দক্ষ ট্রেডার হিসেবে গড়ে তুলতে চায় তাহলে তার উচিৎ আগে ডেমো একাউন্টে সব ধরনের কৌশল অবলম্বন করে প্রচুর পরিমানের অনুশীলন করা। এরপর রিয়েল মার্কেটে প্রফিট অর্জনের উদ্দেশ্যে ট্রেডিং শুরু করা।
দক্ষতা ছাড়া কখনই কোন ট্রেডার ভাল আয় করতে পারবে না। তাই আগে দক্ষতা অর্জন করতে হবে ফরেক্সে ভাল আয় করার জন্য। কিছু সময় দিতে হবে এই দক্ষতা অর্জন করার জন্য
একদিনে তো কেউ দক্ষ হতে পারে না। দক্ষ হতে সময় লাগে। প্রছুর কাজ করতে হয়। এর জন্য পরাশুনা দরকার, দরকার অভিজ্ঞতা অর্জনের। ট্রেড করা শুরু করুন। ইচ্ছা আর উপায় থাকলে কাজ করতে করতে একদিন ঠিকই দক্ষ হয়ে উঠবেন। তাই দক্ষতা ছাড়া প্রফিত আশা করা যায় না। তবে হয়ে যায়। কখনও লাভ হবে, আবার কখনও লসও হতে পারে।