-
ফরেক্স ট্রেড করলে প্রতিদিন বিভিন্ন দেশের কারেনসি সম্পর্কে আমাদের ধারনা রাখতে হবে। কোনদেশের অর্থনীতি খারাপ করছে আর কোন দেশের অর্থনীতি ভালো করছে। আর প্রতিদিন যে নিউজগুলো প্রকাশিত হয় তা আমাদের নজরে রাখতে হবে। তা না হলে মার্কেট যে কোন সময় বড় ধরনের লসের সমুখীণ হতে পারি।
-
ফরেক্স মার্কেট এ নিউজ অনেক গুরুত্বপূর্ণ আমাদের কে বেশী করে এই মার্কেট হতে ভাল করে আমাদের কে লাভ করতে হবে এ জন্য আমাদের কে ভাল করেন নিউজ পরতে হবে নিউজ সম্পর্কে জেনে নিতে হবে নিউজ বুঝতে পারলে এ থেকে আমাদের আয় করা অনেক সহজ হয়ে যাবে বলে আমি মনে করি ।
-
হাই বন্ধুরা সবাই কেমন আছেন। ফোজিয়ার হ্যাঁ এই বিবৃতিতে কোনও সন্দেহ নেই b তবে যখন আমরা সহজ বা কঠিন কিছু কাজের প্রশ্ন করছি তখন যতটা গুরুত্বপূর্ণ তা বিবেচনা করা উচিত নয় এটি জীবন এবং আরামদায়ক হওয়া খুব কঠিন হওয়া উচিত যাতে আমাদের এটি অর্জনের জন্য কঠোর প্রচেষ্টা করা উচিত we ফরেক্স ক্ষেত্রে সাফল্যের ভাল সম্ভাবনা তৈরি করুন যদি আমরা এর নিয়মগুলি অনুসরণ করি এবং আমরা বিধিগুলি অনুসরণ না করি তবে যে কোনও ক্ষেত্রে সাফল্য পাওয়া আমাদের পক্ষে শক্ত হবে।
-
ফরেক্স নিউজ টা পড়া বেশ জরুরী একটা ব্যাপার। ফরেক্স নিউজ টাই মূলত ফান্ডামেন্টাল এনালাইজ। এই এনালাইজ ছাড়া যদি আপনি একটা ট্রেড নিয়ে নেন তাহলে আপনার অনেক বেশি লস হবার সম্ভবনা আছে। কারন যখন নিউজ প্রকাশ হয় তখন মার্কেট খুব দ্রুত মুভ করে আর প্রায় ২০০ পিপ পর্যন্ত মুভ করতে পারে । সো এইটা অনেক গুরুত্বপূর্ন
-
একজন নতুন ট্রেডার হিসাবে আমি মনে করি নিয়মিত ফরেএক্স নিউজ পড়লে মার্কেট সম্পর্কে জানা যায় সেটা ট্রেড করার জন্য খুব গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। এছাড়াও বিভিন্ন দেশের অর্থনৈতিক অবস্থা কোন দিকে যাচ্ছে , উন্নতি নাকি অবনতি সেটা জানা যায়। অর্থনৈতিক অবস্থা জানলে আমি মনে করি বুঝে ট্রেড নেওয়া যায়। এজন্য আমাদের নিয়মিত ফরেক্স নিউজ পড়া উচিত।
-
ব্যাক্তিগত ভাবে আমি বলবো নিউজের মাধ্যমে আপনি যে ইনফরমেশন টা পাবেন সেটা অন্য কোন ভাবে পাবেন না। ফরেক্স মার্কেটে যদি আপনি একটু ভাল ভাবে ট্রেড করতে চান , নিজেকে টিকিয়ে রাখতে চান, একটু প্রফিট করতে চান চাহলে নিউজ আপনাকে পরতেই হবে । নিউজ না পড়ে আপনি ট্রেড নিবেন বাই এর আর মার্কেট চলে যাবে সেলে আপনি কিছুই লাভ করতে পারবেন না
-
পরিক্ষার সময় যেমন প্রশ্ন পড়াটা খুবই জরুরী তেমনি ফরেক্স মার্কেটে ট্রেড ওপেন করার আগে ফরেক্স নিউজ পড়াটা ও জরুরী । ফরেক্স নিউজ পড়লে মার্কেট সম্পর্কে ভালো অভিজ্ঞতা অর্জন করা যায় এবং সেই সাথে মার্কেটের অবস্থা কেমন হবে মার্কেট কোনদিকে মুভমেন্ট করবে সবকিছু জানতে পারা যায় এই ফরেক্স নিউজ পড়লে । তাই আমি মনে করি প্রতিদিন ফরেক্স নিউজ পড়ে তারপর ভাব বুঝে ট্রেড ওপেন করা,,,,, ধন্যবাদ ।
-
আপনি যদি ট্রেড করার আগে ফরেক্স নিউজটি দেখে থাকেন তবে আপনি ভাল বাণিজ্য করতে পারেন। ইংরেজিতে এমন অনেক সাইট রয়েছে যেখানে ফরেক্স নিউজ সর্বদা আপডেট থাকে। এবং আপনাকে অবশ্যই ব্যবসায়ের আগে সংবাদটি পড়তে হবে। এটি আপনার ক্ষতির ঝুঁকি হ্রাস করবে। সেই কাজটি, কারণ আপনাকে সাফল্যের জন্য কঠোর পরিশ্রম করতে হবে, তাই করুন। আপনি এটি থেকে সবচেয়ে উপকৃত হবেন। এবং অবশ্যই, ভাল জন্য ফরেক্স সংবাদ পড়া গুরুত্বপূর্ণ।
-
প্রতিদিন নিউজ পড়া অত্যন্ত জরুরি। নিউজের মাধ্যমে আমরা অনেক অজানা তথ্য জানতে পারি। নিজেদের অভিজ্ঞতা বিনিময় করা যায়। লেখালেখি করে আয় করাও সম্ভব।
-
প্রতিটি দেশের অর্থনৈতিক অবস্থা প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে এবং প্রতিটি দেশের অর্থনৈতিক অবস্থার উপর নির্ভর করেই ওই দেশের মুদ্রার প্রাইস উঠানামা করে। নিউজ এর মাধ্যমেই প্রতিনিয়ত এই সব আপডেট দেওয়া হয়। নিউজগুলো অনুসরন করলেই বোঝা যাবে যে কোন দেশের মুদ্রার প্রাইস বাড়তে পারে এবং কোন দেশের মুদ্রার প্রাইস কমতে পারে। তাই সঠিকভাবে মার্কেট এনালাইসিস এর জন্য নিউজ পড়া অতি জরুরী। তাছাড়া নিউজ পড়া অ্যানালাইসিসেরই অংশ।ফান্ডামেন্টা অ্যানালাইসিস নিউজ এর উপর নির্ভর করেই করা হয়।