-
ফরেক্স মার্কেট টা সবার জন্যেই উন্মুক্ত। আসলে যে যেভাবে সময় নিয়ে ফরেক্সে কাজ করে আয় করতে পারে। ফরেক্স মার্কেটে কাজ করতে হলে ভাল হয় একটা নির্দিষ্ট সময় নিয়ে কাজ করা। যারা বেশী সময় নিয়ে কাজ করবে সে তত বেশী সফল হতে পারবে। তাই ফুলটাইম কাজ ভাল। আর যারা পার্ট টাইম করে তারা তো স্বাভাবিক ভাবে একটু কমই সুবিধা পাবে।
-
ফরেক্স মার্কেট এ ট্রেডার দুই ধরনের পার্ট টাইম ট্রেডার ও ফুল টাইম ট্রেডার। পার্ট টাইম ট্রেডার সবসময় ট্রেড করে না তারা নানান ব্যবসা অথবা চাকরির পর অবশর সময়ে ট্রেড করে থাকেন। আর ফুল টাইম ট্রেডাররা সবসময় ট্রেড করেন আর ট্রেডের নানান দিক নিয়ে কৌ শল ব্যবহার করেন।
-
ফরেক্স মার্কেট এ ফুল টাইম ট্রেডার বেশী সাকসেস হয়ে থাকে কারন তারা মার্কেট এ যথেষ্ট পরিমাণে সময় দিতে পারে যা পারত টাইম ট্রেডার দিতে পারে না । তাই ফরেক্স করতে হলে আপনাকে ফুল টাইম সময় দিয়েই এই মার্কেট হতে উপার্জন করতে হবে ।
-
ফরেক্স মার্কেটে সাধারণত প্রতিটি ট্রেডারকে প্রথমত পার্ট টাইম ট্রেড করা উচিত। কারণ আপনি যখন ফরেক্স মার্কেট প্রবেশ করবেন তখন সাধারণত অনেকেই ফরেক্স মার্কেট সম্পর্কে তেমন বেশি জ্ঞান অর্জন নেই তাই আমি মনে করি প্রথমে পার্ট টাইমই ট্রেড করা দরকার। আর আপনি যখন মার্কেট সম্পর্কে অধিক বেশি জ্ঞান অর্জন করতে সক্ষম হবেন এমনকি ফরেক্স এনালাইসিস, ডেইলি চার্ট ইত্যাদি বিষয় সম্পর্কে আপনি ভাল অর্জন করতে পারবেন। তখনই আপনি ফরেক্স মার্কেটে ফুল টাইম সময় দেওয়াটা ভাল হবে এবং অর্থ উপার্জনও আপনার বৃদ্ধি পাবে।
-
অধিকাংশ ট্রেডার জানে না যে বাই করতে হবে না সেল করতে হবে। প্রাইস একটু ... তা নাহলে দেখা যাবে একটি ট্রেডে আপনার প্রফিট ৫০ পিপসে $৫, আরেকটি বড় রিস্ক নিয়ে করা ট্রেডে লস ৫০ পিপসে $৫০. ...
-
পার্ট টাইম ট্রেডাররা সাধারণত অন্য চাকুরী অথবা ব্যবসার পাশাপাশি এই ব্যবসা করে থাকেন কিন্তু ফুল টাইম ট্রেডাররা এই ব্যবসা তাদের পেশা হিসেবে নিয়ে থাকেন, তাই বলা চলে ফুল টাইম ট্রেডারার পার্ট টাইম ট্রেডারদের থেকে বেশি মুনাফা করে থাকে। আর আমার জানামতে এই ব্যবসা পেশা হিসেবে তারাই গ্রহণ করে থাকেন যাদের পর্যাপ্ত অলস অর্থ রয়েছে এবং যাদের পর্যাপ্ত পরিমাণের জ্ঞান এবং অভিজ্ঞতা রয়েছে।
-
আসলে আমি ফরেক্স মার্কেটকে এখনও ফুল টাইম হিসেবে দেখছি না কেননা আমি এই মার্কেট সম্পর্কে একদম নতুন জ্ঞান অর্জন করছি বলতে গেলে আমি প্রাইমারী লেভেলে আছি। তবে মার্কেট সম্পর্কে আমি এতটা বুঝতে পেরেছি, যদি আমি ফরেক্স সম্পর্কে সঠিক তথ্য ও দক্ষতাগুলো প্রয়োগ করে এবং মার্কেট এনালাইসিস এর মাধ্যমে ট্রেডিং কৌশল পরিচালনা করতে পারি তাহলে অবশ্যই আমি ফরেক্সকে ফুল টাইম হিসেবে ব্যবহার করব। যতদিন পর্যন্ত আমি মার্কেট সম্পর্কে ভাল অভিজ্ঞ না হতে পারব তত দিন পর্যন্ত এখানে পার্ট টাইম হিসেবেই কাজ করে যাব।
-
পার্ট টাইম ট্রেডিং করে অনেকে তাঁর ডিপোজিট হারায় কিন্তু ফুল টাইম ট্রেড করতে গেলে এমন হয় না কারন ফুল টাইম করলে আপনি সারাক্ষণ কম্পিউটার নিয়ে বসে থাকবেন একটু পর পর আপনি মার্কেট দেখতে থাকবেন এতে করে আপনার লস হওয়ার হাত থেকে আপনি বেচে যাবেন ।
-
ফরেক্স আসলে পার্ট টাইম বা ফুল টাইম এর বিষয় না। কারণ ফরেক্স মার্কেট এর সাইকোলজি বুঝাটা ব্যপার। যেকোন সময় ট্রেড করা যায় যদি মার্কেট এর সাইকোলজি বুঝতে পারেন আর সাথে যদি দক্ষতা থাকে। ফরেক্স মার্কেট এ সব সময় থাকার কোন প্রয়োজন নাই দিনে ২/৩ বার দেখলেই হয়। যদি মার্কেট এ সব সময় থাকেন তাহলে আপনার মানসিক সমস্যা হয়ে যেতে পারে এবং ট্রেডিং এ আপনার লস হওয়ার সম্ভাবনাটা বেশী। সুতরাং ফরেক্স ট্রেড করতে হলে বেশী ট্রেড করা যাবে না কম ট্রেড করতে হবে।
-
হ্যা ভাই এখানে আপনি দুই ধরনের ব্যক্তি পাবেন,একজন পার্ট টাইম ট্রেডার ও দ্বিতীয় জন হলেন ফুল টাইম ট্রেডার। তো পার্ট টাইম ট্রেড যারা করে থাকেন তারা মূলত চেষ্টা করেন যে সামান্য কিছু পরিমাণ ইনকাম যদি এখান থেকে বের করা যায় তাহলে কিছুটা সুবিধা হত, এরকম একটা চিন্তা ভাবনা তাদের, মানে কম্প্রোমাইজ করে চলা আরকি। তবে যারা ফুল টাইম ট্রেডার, তাদের চিন্তা চেতনা কিছুটা ব্যতিক্রম, তারা তাদের বিজনেজকে কিভাবে গ্রো করা যায় সেটা নিয়েই তারা সর্বদা কাজ করে চলেছেন।