-
আমাদের দেশে দেখা যায় যে গৃহীনিরা দিনের বেশির ভাগ সময় অলস ভাবে পার করে এই অলস সময় টা যদি ফরেক্স এর পিছনে ব্যায় করা যায় তাহলে নিজের পরিবারের পাসাপাশি দেশের অর্থনীতির উন্নয়ন এ বড় ভুমিকা রাখতে পারেন ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য বেশি কিছু দরকার নাই গৃহিনীদের পরিবারের অনেক দিক সামলাতে হয় তাই তাদের পক্ষে বাড়ির বাইরে গিয়ে কিছু করা সম্ভব হয়ে উঠেনা ফরেক্স মার্কেট এ ট্রেড করা বেশি সহজ তবে তার জন্য আমাদের কে ফরেক্স মার্কেট সম্পর্কে ভালোভাবে জানতে হবে ।
-
ফরেক্স বিজনেস গৃহিনীরা ও করতে পারেন যদি আপনার শিক্ষা থাকে তাহলে গৃহিনীরা ফরেক্স করতে পারেন বলে আমি মনে করি।তাই তাদের শিক্ষা জ্ঞ্যান কৌশলী হতে হবে আর জ্ঞ্যানী কৌশলী ট্রেডার হতে গেলে ফরেক্স শিখতে হবে।আর ফরেক্স কি তা না জেনে ফরেক্স করলে আপনি লস করবেন তাই গৃহিনিদের ফরেক্স শিখে ফরেক্স করতে পারলে আমি মনে করি।ফরেক্স থেকে গঘিনীরা অনেক টাকা আয় করে সুবিদা নিতে পারেন।
-
ফরেক্স ট্রেডিংয়ের কাজ মুলত ঘরে বসেই করা হয়ে থাকে আবার যদিও অনেক ট্রেডার গুুপ করে বা অনেকে একসাথে অফিস করে কাজ করে তাই যেহেতু ফরেক্স ঘরে বসে করা যায় আর যেহেতু একজন গৃহিনী ঘরের কাজই করেন তাই তিনি ঘরের কাজের অবসরে ফরেক্স কেরে নিজেকে স্বাবলম্বী করতে পারেন বা বাড়তি আয় করতে পারেন আর অনেক ক্ষেত্রেই এক জন গৃহিনীর পক্ষে এরুপ আয়ের জন্য বাহিরে যাওয়া সম্ভব নয় । ধন্যবাদ।
-
বেকারদের জন্য ফরেক্স অনেক ভালো একটা বিষয়।বর্তমানে ফরেক্স একটি জনপ্রিয় ব্যাবসা এবং যে কেউ এটা শিখে এখান থেকে আয় করতে পারে বিদায় বেকারদের জন্য এটা অনেক চমতকার একটা সুযোগ।এটা তাদের জন্য এক প্রকার আশির্বাদই বলা চলে।তাই আমি মনে করি বেকার সমস্যা দূর করতে ফরেক্স বেশ সহায়ক হবে। । আমার মনে হয় ফরেক্স মার্কেট গৃহিনীদের জন্য এক অনন্য আইয়ের উৎস হতে পারে, কারন এই মার্কেট থেকে আয় করার জন্য ঘরের বাহিরে যাওয়ার প্রয়োজন পরেনা। তবে এই জন্য গৃহিনীদের ভাল মানের ত্রাইনিং এবং পড়াশোনার দরকার।
-
পরিবারের গৃহিণীরা বাসাই বসে ফরেক্স করে অনেক মুনাফা আয় করতে পারে । তারা পরিবারের কাজের পাশাপাশি অনেক সময় পেয়ে থাকে ঐ সময় টা তারা ফরেক্স মার্কেট এর উপর দিলে অনেক অর্থ আয় করার সুযোগ পাবে । এখানে সুবিধা বলতে আমি বুঝাচ্ছি যে ফরেক্স করতে যে সময় এবং পরিশ্রম করতে হয় তা উভয়ই বাঙালি গৃহিণীদের কাছে রয়েছে । সংসারে কাজ করার পরেও তাদের হাতে পর্যাপ্ত সময় থাকে এবং এটাকে কাজে লাগিয়ে তারা এখান থেকে একটা ইনকাম করতে পারে ।
-
ফরেক্স থেকে গৃহিণীরা অনেক সুবিধা নিতে পারবে। তারা তাদের অবসর সময়ে এই কাজ করে পরিবারকে সাহায্য করতে পারে । পরিবারের আয়ের তাদের অবদানের অন্নতম উৎস হতে পারে ফরেক্স।
-
গৃহিণীরা ইচ্ছা করলেই ফরেক্স সময় দিতে পারেন। সারাদিনের কর্মব্যস্ততার ফাঁকে অবসর সময় থেকে কিছুটা সময় ফরেক্সে ইনভেস্ট করলে আর্থিকভাবে যথেষ্ট সাপোর্ট পাওয়া যায়।
-
সারাদিনের কর্মব্যস্ততার ফাঁকে অবসর সময় থেকে কিছুটা সময় ফরেক্সে ইনভেস্ট করলে আর্থিকভাবে যথেষ্ট সাপোর্ট পাওয়া যায়। তাই গৃহিণীদের জন্য ফরেক্স হতে পারে আর্থিক সাপোর্ট এর একটা উত্তম প্ল্যাটফর্ম।
-
সকল গৃহিণীদের ফরেক্স এ স্বাগতম। কেননা তারা ইচ্ছা করলে সারাদিনের কাজের ফাঁকে অবসর সময়টা ফরেক্সে ইনভেস্ট করতে পারেন। এতে করে আর্থিকভাবে যথেষ্ট লাভবান হওয়া সম্ভব।
-
ফরেক্স গৃহীনিদের জন্য সবচেয়ে উপযুক্ত পেশা । কেউ যদি ফরেক্স ভালো করে শিখে নিতে পারে এবং ফরেক্সে দক্ষতা অর্জন করতে পারে তাহলে তার আর অন্য কোন চাকুরী বা ব্যাবসা করার প্রয়োজন পড়বে না ।গৃহিনীদের পরিবারের অনেক দিক সামলাতে হয় তাই তাদের পক্ষে বাড়ির বাইরে গিয়ে কিছু করা সম্ভব হয়ে উঠেনা । আমাদের দেশের মহিলারা যদি একবার এ পেশায় স্বাবলম্বী হতে পারে তবে এ দেশের চেহারা পাল্টাতে খুব বেশি সময় লাগবে না।