ফরেক্স একটা ধৈযশীল ব্যবসা। আপনি যদি ফরেক্স শুরু করতে চান তাহলে আপনাকে অবশ্যই ধৈযশীল হতে হবে। আপনি যদি ধৈয ধরে ফরেক্স করতে থাকেন তাহলে আপনি অবশ্যই সফলতা পাবেন। ফরেক্স এ যেমন লসের সম্ভাবনা আছে তেমনি লাভ ও করা যায়
Printable View
ফরেক্স একটা ধৈযশীল ব্যবসা। আপনি যদি ফরেক্স শুরু করতে চান তাহলে আপনাকে অবশ্যই ধৈযশীল হতে হবে। আপনি যদি ধৈয ধরে ফরেক্স করতে থাকেন তাহলে আপনি অবশ্যই সফলতা পাবেন। ফরেক্স এ যেমন লসের সম্ভাবনা আছে তেমনি লাভ ও করা যায়
আমরা সবাই অবগত যে, আমাদের লাভ লস উভয় নিয়ে ই আমাদের এই ফরেক্স বিজনেস। এখানে যে শুধু আমরা সবসময় লাভই করে যাব তা কিন্তু নয়। লাভের পাশাপাশি আমাদের অনেক সময় লসের বুঝা ও টেনে নিতে হয়। এটা আমাদের সবাইকে স্বাভাবিক হিসেবে মেনে নিতে হবে। তবে লসের মাধ্যমে আমরা নতুন অভিজ্ঞতা অর্জন করতে পারব এবং একসময় নিজেকে দক্ষ একজন ট্রেডার হিসেবে গড়ে তুলতে পারব। তখন লাভ ও গুনতে ভালো লাগবে। তাই আমি ও মনে করি, আজ যারা লস করছেন, সামনে উনারাই লাভ করবেন।
আজকে যারা লস করছেন সামনে তারাই লাভ করবেন এটাই স্বাভাবিক হওয়ার কথা। তবে কথা হচ্ছে যিনি লস করছেন তিনি কি এর থেকে শিক্ষা গ্রহণ করছেন কিনা। যদি সে সঠিক শিক্ষা গ্রহণ করে থাকে তবে সে অবশ্যই পরবর্তীতে লাভ করতে পারবে ।
আসলে সব সময় সবাই একরকম থাকে না এটাই স্বাভাবিক। আখন ফরেক্সে যারা ট্রেড করে লস করছে তারা আগামীতে ঠিকই ফরেক্স থেকে প্রচুর প্রফিট করতে সক্ষম হবে। কারণ, তার যে সব এনালাইসিস গুলো ভুল হচ্ছে তা সে এখন থেকেই যদি এড়িয়ে চলে তাহলে সে নিঃসন্দেহে আগামীতে প্রফিট করবেই। ধন্যবাদ
ফরেক্সে এখন যারা লস করছেন তারা সারাজীবন অবশ্যই লস করবেন না। আজ তারা হারছে কিন্তু কাল তারা জিতবেই। ফরেক্স শিখতে হলে আপনাকে লস করতেই হবে। আপনি যতক্ষণ না লস করবেন ততক্ষন পর্যন্ত আপনি বুঝতে পারবেন না। লস করার পর আপনি দক্ষ ট্রেডার হতে পারবেন। এজন্য আজ যারা লস করছেন তারা আগামীতে ঠিকই প্রফিট করবে। ধন্যবাদ
প্রিয় বন্ধু আপনি একদমই ঠিক বলেছেন কারন আ্জকে যারা লস করবে তারাই আগামিতে লাভ করবে কারন আপনি লস করছেন এটা যেমন ঠিক তেমনি আপনি লসের মধ্যো দিয়ে কেন আপনার এমন লস হল বা হচ্ছে সেই বিষয়ে কিছু বাস্তব ধারনা লাভ করছেন যা্ আগামিতে আপনার অভিজ্ঞতা হিসাবে আপনাকে লাভ উপহার দিবে আশা করি। ধন্যবাদ।
কথায় আছে হারতে হারতে শিখা যায়। আপনি যদি লস করেন তাহলে অবশ্যই সেটি ভাল ভাবে মনে থাকবে।আমি মনে করি এখন লস খেলেও আপনি এক সময় লাভবান হবেন যদি ধৈয্য ধরেন।কারন ফরেক্ফরেক্স এ সফলতার চাবিকাাঠি হল ধৈয্য।তাই বলবো লসের ভয় পেয়ে ফরেক্স শিখা বন্ধ রাখবেন না আজ লস খেলেও কাল আপনি সফল।
লাভ লস নিয়ে ফরেক্স মার্কেট,,,,, ব্যবসায় লস হতেই পারে তাই বলে মন খারাপ করলে চলবে না,,,, আমার এটা দেখতে হবে যে কোন জায়গায় আমার ভুল হয়েছে,,,, সেই ভুল গুলো দেখে ঠিক করতে হবে,,,, সেই ভুল গুলো ঠিক করে নতুন করে আবার কাজ শুরু করতে হবে,,, ধন্যবাদ
যেকনো ব্যবসাতেই লাভ লস থাকবেই। ফরেক্স এর ব্যতীক্রম নয়। অনেক অভিগ্য ফরেক্স ট্রেডারা বলে থাকেন যে ফরেক্সে ৯৫% বিনিয়োগকারীর তাদের প্রথম বিনিয়োগ লস করে থাকেন।আমিও নিজেও এই ৯৫% বাহিরে না। তবে যথাযথ জ্ঞান আর অভিগ্যতা আমাদের ফরেক্সের লস থেকে বাচতে পারে।
আজ যার লস করছে আগামীতে তারাই লাভের মুখ চোখ দেখবে এটাই স্বাভাবিক । কারণ একজন ট্রেডার যখন লস করে তখন সে লসের কারন গুলো ভালো করে মনে রাখে যাতে পরবর্তিতে এরকম লস না হয়। আর তাই সে পরবতীতে যখনই ট্রেড করে তখনই পূর্বের যাওয়া লসের দিকে মন দেয় আর সেই দিকগুলো এড়িয়ে চলে যার ফলে আর লস হয় না বিপরীতে লা্ভ হয়। তাই আজ যারা লস করছে তারা আগামী দিনে বা সামনে তারাই লাখ করবে। ধন্যবাদ।