ফরেক্স মার্কেটে ব্যাবসা করতে হলে পরিকল্পনা করে ট্রেডিং করতে হবে,পরি কল্পনা ছাড়া কোন কার্য সম্পাদন সঠিক ভাবে করা যায় না,তাই সঠিক নিয়মনিতি ও পরিকল্পনা অনেক দূরে এগিয়ে নিতে পারেন এবং সফলতা পেতে পারেন,তাই পরিকল্পনা করে ট্রেডিং করুন লস হবেনা।
Printable View
ফরেক্স মার্কেটে ব্যাবসা করতে হলে পরিকল্পনা করে ট্রেডিং করতে হবে,পরি কল্পনা ছাড়া কোন কার্য সম্পাদন সঠিক ভাবে করা যায় না,তাই সঠিক নিয়মনিতি ও পরিকল্পনা অনেক দূরে এগিয়ে নিতে পারেন এবং সফলতা পেতে পারেন,তাই পরিকল্পনা করে ট্রেডিং করুন লস হবেনা।
ফরক্স মার্কেটে দেখা জায় যে ফরেক্স মার্কেটে ৯৫% ফরেক্স ট্রেডার ফরেক্স মার্কেটে ট্রেদ করতে গিয়ে লস করে কারন ফরেক্স মার্কেটে ৮০% ফরেক্স ট্রেডার কোন ট্রেডিং প্লান ছাড়া ফরেক্স মার্কেটে ট্রেড করে তাই দেখা জায় যে ফরেক্স মার্কেটে কোন ট্রেডিং প্লান ছাড়া কোন ফরেক্স মার্কেটে সফল হওয়া জায় না তাই সবসময় ট্রেডিং প্লান নিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হবে ।
আমরা যদি ৮০ % প্লান না জানি তাহলে কিভাবে তা প্রয়োগ করব। আমরাতো স্কূলে যাবার আগেই পন্ডিত। ফলে পন্ডিতরা আমাদেরকে দেখে পালায়। আমরা ফরেক্সে এসে প্রাইস লাইনের আগে ও পিছে এমন দৌড় লাগাই যে, প্রাইস লাইন ছিড়ে কোথায় যে পড়ে তা আর খুঁজে পাই না। শেষে দেখি প্রাইস লাইন ঠিকই আছে শুধু আমি চিত্ত ( চিৎ ) রথে পড়ে আছি।
আমাদের ট্রেড করার আগে ফরেক্স মার্কেটে প্লান করে ট্রেড করতে হবে ফরেক্স মার্কেটে যারা নতুন ট্রেড করেন তারা ট্রেড প্লান ছাড়া করে তাই মার্কেটে লস করে। আমি যখন মার্কেটে বসি তখন আমার কাছে খুব ট্রেড করতে ইচ্ছা করে তাই আমার প্রথম একাউন্ট জিরো হয়েছে । এখন আর সেই ভুল কম হয়।
আমি আপনার সাথে পুরোপুরি একমত। কারন সত্যিকারে ফরেক্সে শতকরা ৮০% ট্রেড প্লান ছাড়া হয়ে থাকে। ফরেক্সে পুরোনো এবং দক্ষ ট্রেডারের চাইতে নতুন ট্রেডারের সংখ্যা বেশি।আর নতুন ট্রেডাররা না বুঝে আন্দাজে প্লান ছাড়া ট্রেড করে এবং অধিকাংশ সময় লস করে। এজন্য আমি মনে করি ফরেক্সে শতকরা ৮০% ট্রেড প্লান ছাড়া হওয়ার মূল কারন নতুন ট্রেডাররা।
ফরেক্সে বেশীরভাগ ট্রেডারই কোন প্রকার এনালাইসিস ছাড়া ট্রেড করতে পছন্দ করে।বিশেষ করে নতুনদের মধ্যে এটার প্রকোপ বেশী দেখা যায়।যেটা ফরেক্স থেকে ঝরে পড়ার পিছনে অন্যতম একটা কারন।তাই আমাদের অবশ্যই এই ধরণের বদঅভ্যাস ত্যাগ করতে হবে।যদিনা আমরা একজন সফল ট্রেডার হতে চাই।
আমি মনে করি যারা ফরেক্সে নতুন তারাই কেবল ট্রেড প্লান ছাড়া ট্রেডে এন্ট্রি নিয়ে থাকে । আমি এদের দোষ দিচ্ছি না । কারণ তারা হয়তো জানে না । কেউ কি আর জেনে শুনে টাকা জলে ঢালতে চায় ? যেদিন তারা জানতে পারবে কি করে ট্রেড করতে হয় সেদিন হয়তো আর এই রকম ভুল করবেনা ।
অধিকাংশ ট্রেডার ফরেক্স মার্কেটে লস করে প্লান ছাড়া ট্রেড করার কারনে । শতকরা প্রায় ৮০ থেকে ৯০ জনই ট্রেডা করে কোন প্লান ছাড়া যার ফলে লস করে অকালেই অনেকে এই মার্কেট হতে ঝরে পড়ে । মার্কেট থেকে লাভ করা বা লস করা কোন ভাগ্যের ব্যাপার নয় । এটা সম্পূর্ণ ভাবে নির্ভর করে ব্যক্তির অভিজ্ঞতা, মার্কেট এ্যনালাইসিস, মানি ম্যানেজমেন্ট, প্লানিং ইত্যাদির উপর । তাছাড়া ফরেক্স না শিখে না বুঝে অনেকে ট্রেড করার কারনেও লস করে থাকে ।
হতে পারে এটা আপনার নিজের একান্ত মতামত। তবে সত্যতাটা এটা নাও হতে পারে। হয়তো আরো অনেক কম হতে পারে। প্ল্যান ছাড়া ট্রেড করে থাকেন সাধারনত নতুন ট্রেডাররা। তাদের অলমোস্ট সব ট্রেডই প্ল্যান ছাড়া হয়। শিক্ষানবিস দের প্ল্যান বিহীন ট্রেডের সংখ্যা কিছুটা কম থাকে।
আমি মনে করি প্লানিং নিয়ে যে কোন কাজ করলে তার মধ্যে আশানুরূপ ফল পাওয়া যায় বলে আমি মনে করি । তাও ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হলেও আমাদের কে প্লান করে ট্রেড করতে হবে তাহলে আমরা এই মার্কেট থেকে ভাল লাভ করতে পারব । প্লান ছাড়া ট্রেড করে বলেই মানুষ এই মার্কেট এ এত বেশী লস করে থাকে ।