-
আমি মনে করি লাভ/লোকসান জিবনের একটি অংশ... লস এর পর কার না খারাপ লাগে।। ঠিক তেমনি আমারও কারাপ লাগে। কিন্তু লস এর কথা নিয়ে দিন কাটালে থো কপালে ভাত জুতবেনা... তাই লস হলা আমি আবার পুর দমে কাজ শুরু করি যেই ভুল গুলো ছিল থা ঠিক করে লস এর পরিমান কমিয়া আনার চেষ্টা করি এবং পরিশেষে লক্ষ অর্জন করি।
-
ফরেক্স এ আমি লসের পর যা করি তা হল, আমি মনোযোগ সহকারে দেখি যে কী ভাবে বা কী জন্য আমার লস হয়েছে। আর যেখান থেকে লস হয়েছে তা ভাল করে দেখে তা অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করি যাতে আমার আর কোন সময়তে লস না হয়।
-
অোমি যখন ফরেক্স এ প্রথম আসি তখন ফরেক্স এ লস হলে মাথা গরম হয়ে যেত তখন আমি আরো বেশী লট ধরে লস করতাম আবার লস করতাম আর একাউন্ট জিরো হত । তবে এখন ফরেক্স এ লস হলে মাথা ঠান্ডা রাখার চেষ্টা করি আর মাতা ঠান্ডা রাখি । আমি বুঝার চেষ্টা করি লস কেন হল । আর একটু বেশ লস করলে এই দিন আর ট্রেড করি না ।
-
আমি যদি ফরেক্স মার্কেট থেকে কয়েকটা টেড পর পর লস করি তা হলে আমি আর সেই দিন টেড করি না তারপর ও যদি আমি লস করতেই থাকি তা হলে আমি ওই সপ্তাহে আর টেড করি না আমি যদি বেশি লস করে ফেলি তা হলে আমি বাহিরে বেরাতে যাই তা হলে মন ভাল থাকে আমি তারপর ভাল মনে আবার টেড করা শুরু করি এটা করলে আমার লস এর পরিমান কমে যাই আর ভাল লাভ ও করতে পারি
-
ফরেক্সের একটি কারেন্সি নাম ।অন্যান্য কারেন্সি চেয়ে গোল্ড দ্রুত উঠানামা করে । কেননা গোল্ড আর্ন্তজাতিক বাজারে শীর্ষে অবস্হান করে ।তাই গোল্ড ট্রেড করার সময় সর্বদা লিবোরেজ এবং পিপস এর দিকে খেয়াল রাখতে হবে যাতে করে গোল্ড উঠানামা করলেও কোনো প্রকার সমস্যা হয় না । তাই আমরা যখন গোল্ড ট্রেড করবো তখন চিন্তা ভাবনা করে ট্রেড করবো যাতে করে সমস্যা না হয় । অবশ্যই তাহলে ঝুকিমুক্ত থাকা সম্বব । ঝুকিমুক্ত থাকা সর্বদা উচিত ।
-
লস এর পর আমি যা করি তা হল, যেখান থেকে লস হয়েছে সেখান থেকে আমি ভাল করে প্রাকটিস করি এবং তা ভাল করে খুতিয়ে দেখি যে আমার কী ভা্বে লস হলা। আর তা থেকে আমি অনেক কিছু শিখে জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করি।
-
সব ধরনের ব্যবসায়ে লাভ লোকসান স্বাভাবিক। আমি যখন লস করব তখন লসের কারনটি নির্নয় করে তার সমাধান এর চেষ্টা করব বলে আশা রাখি।কারন লসের প্রকৃত কারন খুজে বের করতে পারলেই আমি লাভের সন্ধান খুজে বের করতে পারবো।
-
আসলে ফরেক্সে যখন আমার লস হয় সেই সময় আমি সর্ব প্রথম লসের কারন কি তা অনুসন্ধানের উপরই সর্ব প্রথম বেমি দৃষ্টিপাত করি আর যতক্ষন না প্রর্যন্ত লসের কারন খুজে না পাই ততক্ষন প্রর্যন্ত আমি ট্রেড করা থেকে নিজেকে বিরত রাখি।
-
কথাই আছে লস না করলে লাভ করা যায় না। আর আমি ফরেক্স থেকে লস করলে আগে দেখি লস টা কেন হল লস এর কারন খুজে দেখার চেষ্টা করি আর পরে যাতে এই ভুল টা না করি সেই মত কাজ করে যায়। আর আমার মনে হয় সবার এই কাজ টাই করা উচিত। ফরেক্স এ লস করলে কনো সমস্যা নেই আপনি ভাল করে ট্রেড শিখতে পারলে সে লস তুলে নিতে পারবেন।
-
লসের পর একটা সাধারন বিষয় হচ্ছে মন খারাপ হয়। এটা সবার ক্ষেত্রে হয়ে থাকে। তবে লসের পর ভেংগে না পড়ে লসের কারন খুজে বের করতে হবে। ভবিষ্যতে যেন এরকম ভুল আর বা অয় সে জন্য পদক্ষেপ গ্রহন করতে হবে। তাহলে আস্তে আস্তে নিজের ভুল গুলি শুধরে নিতে পারবেন। এতে করে আপনার ফরেক্স স্কিল আরো ডেবেলপ হবে। আর সফল হওয়ার পথ সুগম হবে। তাই লস হওয়ার পর মাথা ঠান্ডা রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে।