-
ফরেক্স কখনোই চলে যাবে না কারন ফরেক্স হচ্ছে একটা আন্তর্জাতিক মুদ্রা ক্রয় বিক্রয়ের মার্কেট । বিশ্বের প্রায় সব দেশের মুদ্রা এই মার্কেটে লেনদেন হয়ে থাকে । তাই এই মার্কেট কখনো হারাবে না । ফরেক্সে যারা কাজ করে অর্থাৎ ট্রেডার এরা হারিয়ে যেতে পারে কিন্তু এই মার্কেট কখনো হারাবে না । ট্রেডাররা হারাবে কারন যখন কোন ট্রেডাররা ট্রেড করে লস করতে করতে আর কিছুই থাকে না তখন তারা আর ফরেক্সে কাজ করতে পারে না । এজন্য তারা ফরেক্স মার্কেট থেকে হারিয়ে যায় । ফরেক্সে ভালো ভাবে বুজগে কাজ করতে পারলে সারা জীবন ফরেক্সে কাজ করে যাওয়া যাবে ।
-
আসলে ফরেক্স একটি আন্তর্জাতিক বাজার তাই এই বাজার বন্ধ হওয়ার মত না । ফরেক্স মার্কেট এ কোটি কোটি মানুষ তাদের অর্থকে বিনিয়োগ করেছে টাকা উপার্জন এর জন্য তাই আমি মনে করি এই বিজনেস চলে যাবে না এটা কারো নিজস্ব প্রতিষ্ঠান নয় যে এটা চলে যাবে তাই এখানে আমরা ভাল মত আমাদের বিনিয়োগ করতে পারি ।
-
ফরেক্সকে নিয়ে সন্দেহ করা অমূলক এটা একটা আন্তর্জাতিক মানের ব্যবসা এটা দেউলিয়া হওয়ার কোন সম্ভাবনা আমি দেখি না । এই ব্যবসার সাথে বিশ্বের কোটি কোটি লোক জড়িত তো ফরেক্স নিয়ে অযথা দু্:চিন্তা করার মানে হয় না । ফরেক্স ব্যবসাকে স্হায়ী পেশা হিসেবে নেওয়া যেতে পারে ।
-
অামরা ধৈর্য্যের সহিত দক্ষতা অর্জন করতে হলে অবশ্যই অামরা অামাদের ফরেক্স মার্কেটকে হারাব না । অারমা লোভ না করে যদি এ্যানালাইসিস করতে পারি তাহলেই অামরা লাভবান হতে পারব । অামরা এ্যানালাইসিস ছাড়া ট্রেড করব না । যারা ফরেক্স মার্কেটে দক্ষতা অর্জন করতে পেরেছে তারা কখনোই বলবে না এই মার্কেট চলে যাবে ।
-
ফরেক্স একটি আন্তর্জাতিক বাজার তাই এই বাজার বন্ধ হুয়ার মত না । ফরেক্স মার্কেট এ কোটি কোটি মানুষ তাদের অর্থকে বিনিয়োগ করেছে টাকা উপার্জন এর জন্য তাই আমি মনে করি এই বিজনেস চলে যাবে না এটা কারন নিজস্ব প্রতিষ্ঠান নয় যে এটা চলে যাবে তাই এখানে আমরা ভাল মত আমাদের বিনিয়োগ করতে পারি ।
-
ফরেক্স একটি আন্তর্জাতিক মুদ্রাবাজার আর এই মুদ্রাবাজার আমি যতটুকু বুজেছি ১৯৯৫ সাল থেকে চলে এসেছে।আর এই মুদ্রাবাজারের সাথে সকল দেশের মুদ্রা জড়িয়ে তাই আমি মনে করি এই ব্যাবসা কখনোই চলে যাবার নয়।
-
ফরেক্স চলে যাওয়ার মত আমি কোন কারন খুজে পাচ্ছি না। তবে চলে যেতে পারে ব্রোকার। কারন একটা ব্রোকার জনগনের টাকা মেরে যেতেও পারে। কারন এ রকম অনেক হয়েছে। ব্রোকার সব ভালো নয়। ব্রোকার যদি আপনার সাথে চিটারি করে তাহলে আপনি বড় ধরনের লস করতে পারেন।
-
ফরেক্স কারো ব্যক্তি গত নয় যে এটা চলে যাবে। এটা একটা বড়ো মুদ্রা বাজার পৃথিবীর অনেক লোক এখান এ টাকা বিনিয়োগ করে ব্যবসায় করে। তাই এটা কন দিন জাবার নয়। আমি ম্নে করি ফরেক্স কন দিন যাবে না। তাই আমি সবাই কে বলব যে আপ্নারা নিশ্চন্ত ম্নে ফরেক্স এ ব্যবসা করে যান।
-
বিষয়টা আসলেই চিন্তার। ফরেক্স কি সত্যিই চলে যেতে পারে! যদি চলে যায় তবে আমাদের কি হবে।
তবে মনে হয় চলে যাবে না।
-
ফরেক্স একটি আন্তর্জাতিক বাজার। যা কারো ব্যাক্তিগত বাজার না, বা কারো নিয়ন্ত্রানাধীন ও না। ফরেক্স কারো দ্বারা প্রভাবিত হয় না। এখানে প্রতিনিয়ত ট্রেডাররা মার্কেট থেকে বিভিন্ন দেশের কারেন্সি বাই সেল করে থাকে এতে করে আমরা মার্কেট থেকে ভাল একটি প্রফিট পেয়ে থাকি । ফরেক্স বিজনেস করে এখন প্রতিটি দেশের মানুষ তাদের কর্মসংস্থান খুঁজে পেয়েছে তাদের বেকারত্ব কে কমিয়ে এনেছে তাই আমি মনে করে এমন বিজনেস কখনো চলে যাওয়ার মত নয় তাই এ জন্য অযথা টেনশন করার কোন প্রয়োজন নেই ।