-
কতদিন ডেমো ট্রেড করা উচিত এটা জানতে হলে আগে আপনাকে জানতে হবে ডেমো ট্রেড কি আপনি কেন ডেমো ট্রেড করবেন।ডেমো ট্রেড হল সেই ট্রেড যেটা রিয়্যাল ট্রেডের মতই লাভ লোকসান সব কিছুই হবে বাট আপনার কোন ক্ষতি বা লাভ হবেনা এতে।এটা আপনি ট্রেডের প্র্যাক্টিস সেকশন বলতে পারেন।এখানে আপনি অনেক লস করে ফেললেও আপনার তেমন ক্ষতি হবেনা আবার অনেক বেশি লাভ করলেও আপনি উইথড্র দিতে পারবেন না।অর্থাৎ এতে আপনার হয়ত প্রফিটের লাভ নেই কিন্তু আমার মনে হয় এটাই আসল প্রফিট যে আপনি কিভাবে ট্রেড করবেন কখন ট্রেড করলে লাভ হবে কখন লস হবে।কোন সময় মার্কেটের গতিবিধি কেমন থাকবে তা জানতে পারবেন।এটাই তো আসল লাভ।আপনি যত বেশি ডেমোতে ট্রেডিং প্র্যাক্টিস করবেন আপনার দক্ষতা ও অভিজ্ঞতা তত বেশি হবে।আপনি একটা নির্দিষ্ট সময় ধরে আগে ডেমো ট্রেড করবেন যেমন প্রথম টার্গেট করতে পারেন আপনি একাধারে ৬ মাস ডেমোতে ট্রেডিং করবেন।এসময় অন্য কোন দিকে মন না দিয়ে শুধু ডেমোতে প্র্যাক্টিস করুন দেখবেন এই ৬ মাস পর ট্রেডের সবকিছুই আপনার কাছে ইজি হয়ে যাবে।কখন কেমন ট্রেড করবেন কেমন লটে ধরবেন সব জানতে পারবেন।এরপর আস্তে আস্তে রিয়্যাল ট্রেড শুরু করেন।পাশাপাশি ডেমোতেও কিন্তু প্র্যাক্টিস করতে হবে।এজন্য আমার মনে হয় প্রথমে কমপক্ষ ৬ মাস ডেমোতে একাধারে ট্রেড করে এরপর রিয়্যাল ট্রেড শুরু করেও তারপরও ডেমোতে প্র্যাক্টিস অব্যহত রাখতে তাহলেই একদিন আপনি সফল ট্রেডার হতে পারবেন।
-
আপনি ঠিকই বলেছেন ফরেক্স নিয়ে আপনার অভিজ্ঞতা না আসা পর্যন্ত ডেমো ট্রেড করা উচিত। অন্তত ৬ মাস ডেমো ট্রেড করা উচিত। যত বেশি ডেমো করবেন তত ফরেক্স সম্পরকে ধারনা বাড়বে। লাভ ও লস নিয়ে ধারনা বাড়াতে পারবেন ডেমো করলে।
-
আসলে ফরেক্সে আপনি কতদিন ডেমো ট্রেড করবেন এটার কোন নিদিষ্ট সময় নাই আমার মতে সবার আজীবন ডেমোতে ট্রেড করা উচিত। যারা ডেমো মনের ভিতর থেকে করে তারা এর মর্ম বুজতে পারবে।আর যদি আপনি শুধুই এমনি এমনি ডেমোতে অনুশীলন করেন তাহলে ঐ অনুশীলন এর কোন দরকার নাই। ডেমো হইল আপনার অভিজ্ঞতাকে কাজে বা যাচাই করার একটা ভাল উপায়। ডেমোতে অনুশীলন করে আপনার মনের সাহস ও ধৈর্য্য বাড়তে থাকবে।
-
ফরেক্স মার্কেটের ট্রেডিং করার জন্য ডেমো ট্রেড এর কোন বিকল্প নাই। ডেমো ট্রেড আপনাকে রিয়েল ট্রেডে দক্ষ ভাবে ট্রেডিং করার ক্ষমতা অর্জন করাতে পারে। আমার মতে একজন নতুন ট্রেডার কমপক্ষে ডেমো ট্রেডিং এ দুই মাস দক্ষতা অর্জনের পর রিয়েল ট্রেড অংশগ্রহণ করা। তবে যদি কেউ রেগুলার ডেমো ট্রেডিংয়ের ট্রেড করার অভিজ্ঞতা অর্জন করে তাহলে কোন সমস্যা নাই। ফরেক্স সম্পর্কে শেখার কোন শেষ নাই যতদিন এ মার্কেটে কাজ করবেন ততদিন শিখতে হবে। তাই ডেমো ট্রেড আপনাকে দক্ষ ট্রেডার বানাতে সাহায্য করে।,,,,,,ধন্যবাদ।
-
ডেমো ট্রেডিং জ্ঞান অর্জনের জন্য একটি বিশেষ মাধ্যম। ডেমো ট্রেডিং থেকে জ্ঞান অর্জন করে প্রকৃত ট্রেড করা সম্ভব। তাহলে খুব সহজেই সফলতা অর্জন করা যায়। ডেমো ট্রেডিং করার নির্দিষ্ট কোন টাইম এর সীমাবদ্ধতা নেই.... ধন্যবাদ।
-
আমি এটি দেখতে পাচ্ছি, যতক্ষণ না ডেমো অ্যাকাউন্টে এক্সচেঞ্জের চেয়ে সুবিধার ক্ষতি হ্রাস না হওয়া অবধি সুবিধা আদানের পরিমাণ দূরে থাকবে না, ডেমো রেকর্ডের উত্পাদনশীলতা প্রসারিত হবে। তবুও, আমি জানাব, প্রকৃত বিনিময় সত্ত্বেও, ডেমো অ্যাকাউন্টটি বিনিময় করুন এবং আপনি যদি সেই সুযোগটি খুঁজে পান তবে আমি বুঝতে পারি যে আপনি কোনও হারে বহু মাসের ডেমো অ্যাকাউন্টের বিনিময় করবেন।
-
ফরেক্স শেখার কোন শেষ নেই , যারা নতুন ট্রেডার তাদেরকে প্রথম ৮ মাস ভাল করে রিয়েল ট্রেড করার মত ডেমো করা ১০০% উচিত এতে করে তারা যেমন শিখতে পারবে ফরেক্স সম্পর্কে তেমনি জানতেও পারবে ।
-
ডেমো ট্রেড কত দিন করা উচিত এই নিয়ে বিভিন্ন ফোরাম ফরেক্স বন্ধুরা বিভিন্ন সময় উল্লেখ করে থাকেন কিন্তু এই বিষয়ে আমি যা বলবো সেটা হল যতক্ষন আপনার ট্রেডিং ধারনা পুরাপুরি পরিস্কার না হয় আপনি ততদিন ডেমো প্রাকটিস করবেন।
-
ডেমো ট্রেডিং এর নিদিষ্ট কোন অনুশীলনের কোন সময় সীমা নাই। আপনি যত বেশী ডেমো ট্রেড করবেন আপনার অভিজ্ঞতা তত বাড়বে। যত কেশী ডেমো ট্রেড করবেন আপনি তত বেশী মার্কেট সম্পর্কে বুজতে পারবেন। আমার মতে আজীবন ডেমো ট্রেড করা উচিত। আমার আসল মার্কেট এর সাথে সাথে সব সময় ডেমো মার্কেট এ অনুশীলন করতে থাকি আর দেখতে চাই আমি যা শিখলাম তা আমার কতটুকু কাজে লাগে। এখন আমার ইচ্ছা কিভাবে নিউজ ট্রেডিং এ লাভ করবো তা ডেমোতে অনুশীলন করতেছি।
-
ডেমো ট্রেডিং হল একজন ফরেক্স ট্রেডারের ফরেক্স ট্রেডিং জানার সর্ব প্রথম মাধ্যম। ডেমো ট্রেডিং এর মাধমে একজন ট্রেডার ফরেক্স ট্রেড সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে । ডেমো ট্রেডিং যত ভাল মত করা যায় বা শিখা যায় ততই ভাল । কারন ডেমো ট্রেডিং ভাল মত শিখলে রিয়েল ট্রেডিং তত ভাল ভাবে করা যবে । তাই ডেমো ট্রেডিং শিখার কোন নিদিষ্ট সময় নাই ।