-
হ্যা ভাই আপনি সত্যই বলেছেন যে, এখানে ট্রেড করা বা নেওয়াটা অনেক সহজ কিন্তু প্রফিট করাটা আসলেই অনেক কষ্টসাধ্য দুঃসাধ্য বলা যায়। তবে কোন কাজকে কঠিণ মনে করে সেটা থেকে নিজেকে বিরত রাখা সবথেকে বড় ভুল হবে। তাই আমাদেরকে সর্বাত্বকভাবে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সেটাকে জয় করতে জানতে হবে। কারন এখানে লস যেমন রয়েছে সেরকম দ্বিগুণ পরিমাণে লাভও করা সম্ভব।
-
আমার জানামতে ফরেক্স মার্কেটে অনেক ট্রেডার আছে যারা শুধু ডিপোজিট করে আর জিরো হয়ে যায়। আবার ডিপোজিট করে কিছুদিন পরে আবার জিরো হযে যায় কিন্তু তারা ফরেক্স থেকে না সরে ট্রেড করতেই থাকে। ফরেক্স মার্কেটে ট্রেড করা খুব সহজ কিন্তু ফরেক্স মার্কেটে টিকে থাকাটা খুব কঠিন। ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে ভালভাবে ফরেক্স বুঝতে হবে। তাহলে ফরেক্স মার্কেটে টিকে থাকা যাবে।
-
আসলে প্রথম দিকে এই ফরেক্সকে অনেক সোজা মনে হয়। কিন্তু এটা নির্ভর করে যে ট্রেড করবে সে কতটা পারদর্শী। আমার কাছে এটাকে অনেক কঠিন মনে হয়। আমার অনেক পরিসশ্রম করতে হএ অল্প লাভের জন্য।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করা ্অনেক সহজ। আপনি চাঈলে নিউ ্অডার এ ক্লিক করে বাঈ ্অথবা সেলে ক্লিক করলে আপনার একটি ট্রেড করা হয়ে যাবে। কিন্তু ট্রেড করলেঈ আপনার লাভ হবে না ট্রেডটি আপনার অনুকুলে যেতে হবে । এজন্য আপনি চাঈলেঈ লাভ করতে পারবেন না। লাভ করার জন্য আপনাকে এনালাঈসিস করতে হবে।
-
তড়িঘড়ি কোন কাজই যেমন সফলতা আনতে পারে না তেমনি ধিরস্থিরভাবে কাজ টেকশই/মজবুত হতে পারে। সেজন্য প্রফিট করা যতই সহজ হোক না কেন ফরেক্স মার্কেট-এ বুঝে ট্রেড করা উচিৎ। ফরেক্স মার্কেট-এ টিকে থাকা অনেক বড় চালেঞ্জ। ফরেক্স মার্কেট-এ কেনা ও বেচায় লাভ থাকায় প্রফিট করা নিশ্চিত। প্রয়োজন কেবলমাত্র দক্ষতা, মেধা ও মননশীলতা।
-
আমরা জানি ফরেক্স মার্কেটে ২ ভাবে লাভ করা যায় দাম বারলেও লাভ হয় আবার দাম কমলেও লাভে হয় এই দুভাবেই ফরেক্স মার্কেট থেকে লাভ করা সম্ভব।ভালো ভাবে ট্রেড করলে লসের সম্ভাবনা নেই।ফরেক্স মার্কেটে ট্রেড করতে আসা উচিত সময় নিয়ে।তড়িঘড়ি কোন কাজই যেমন সফলতা আনতে পারে না তেমনি ধিরস্থিরভাবে কাজ টেকশই/মজবুত হতে পারে সেজন্য প্রফিট করা যতই সহজ হোক না কেন ফরেক্স মার্কেট-এ বুঝে ট্রেড করা উচিৎ।ফরেক্স থেকে টাকা আয় করতে হলে আগে ট্রেড সম্পরকে জানতে হবে।তাই আমি বলি যে ফরেক্স এ ট্রেড করা অনেক সহজ প্রফিট করা নয়।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করা ্অনেক সহজ। আপনি চাঈলে নিউ ্অডার এ ক্লিক করে বাঈ ্অথবা সেলে ক্লিক করলে আপনার একটি ট্রেড করা হয়ে যাবে। কিন্তু ট্রেড করলেঈ আপনার লাভ হবে না ট্রেডটি আপনার অনুকুলে যেতে হবে । এজন্য আপনি চাঈলেঈ লাভ করতে পারবেন না। লাভ করার জন্য আপনাকে এনালাঈসিস করতে হবে।
-
আমার মতে ফরেক্স ব্যবসায় মার্কেট সম্পর্কে আপনার এই মন্তব্য অনেকটাই সত্যি । যারা অল্প কাজ করে বেশী লাভবান হতে চায় তারা কখনও লাভবান হতে পারে না, কারণ তা সম্ভব না । ফরেক্স ব্যবসায় মার্কেটে তাদের ট্রেড করতে আসা উচিত যারা কাজ করে সময় নিয়ে প্রফিট করতে পারবে তাদের । যদি সময় বেশী দেয়া যায় তবে প্রফিট করা যায় । এজন্য আপনাকে পরিশ্রমী ও দক্ষ হতে হবে।
-
ফরেক্স এ ট্রেড এবং নিয়মিত প্রফিট করা কঠিন। একটা কার্যকরী ট্রেড করার জন্য অনেক অভিজ্ঞতা অার দক্ষতার প্রয়োজন। না বুঝে ট্রেড করলে ও অনেক সময় প্রফিট হতে পারে কিন্তু নিয়মিত প্রফিট করতে গেলে নিজেকে একজন দক্ষ ট্রেডার হিসেবে গড়ে তুলতে হবে। না বুঝে করা কোন কাজ বেশিদিন টেকে না এজন্য দক্ষতা বাড়াতে হবে ট্রেডিং এ প্রফিট অটোমেটিক হতে শুরু করবে।
-
মি বিশবাস করি যে ফরেক্স এ ট্রেড করা অনেক সহজ প্রফিট করা নয় । কারন সবাই মনে করে যে ফরেক্স টাকা আয় করার জন্ত্র। বুত ফরেক্স ব্যবশাতে অনেক লস অ আছে। তাই ফরেক্স থেকে টাকা আয় করা খুব সহজ নয়। ফরেক্স থেকে টাকা আয় করতে হলে আগে ট্রেড ও কারেঞ্চি সম্পরকে জানতে হবে। তাই আমি বলি যে ফরেক্স এ ট্রেড করা অনেক সহজ প্রফিট করা নয় ।