-
হ্যাঁ, স্কাল্পিং আমার খুবই পছন্দের একটা ট্রেডিং স্টাইল। তবে স্কাল্পিং এর সময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে ঐ সময়টাতে যেন কোন মেজর নিউজ না থাকে। এটা ইকোনোমিক ক্যালেন্ডার দেখে সেট করে নিতে হবে। সাধারণত দিনের বেলা অর্থাৎ দুপুর পর্যন্ত টাইমটা স্কাল্পিং এর জন্য বেস্ট। কারণ, ঐ সময় নিউইয়র্ক স্টক মার্কেট বন্ধ থাকে। ঐ টাইমে খুব একটা মেজর নিউজ থাকে না।
-
আমি স্ক্যাল্পিং মোটেও সাপোর্ট করিনা৷কারন স্ক্যল্পিং অনেক রিস্কি ট্রেডিং৷M1 চার্ট থেকে M30 চার্টে প্রাইস মুভমেন্টে খুব Noisy বা কোনো Clear নিদের্শনা থাকেনা৷স্ক্যাল্পিংএর এই বেশি প্রফিটের আশায় নতুন ট্রেডারদের দ্রুত পতন ঘটে৷আর রাত ১১ টার পর অবশ্যই তেল মেখে ঠান্ডা মাথায় আমি ঘুমাই ও আপনারাও ঘুমাবেন৷অবশ্যই সুস্হ থাকতে হবে৷
-
আমি বলবো স্ক্যাল্পিং এর মাধ্যমে যেহেতু ভালো প্রফিট করা যায় তাই আমি অবশ্যই স্ক্যাল্পিং পছন্দ করি। তাছাড়া স্ক্যাল্পিং সিস্টেমের মাধ্যমে অল্প পুজিঁ দিয়ে বেশী মুনাফা লাভ করা যায় । সুতরাং অবশ্যই স্ক্যাল্পিং সিস্টেমে ট্রেড করাটা উত্তম এবং আমি স্ক্যাল্পিং সিস্টেমে ট্রেড করা খুব পছন্দ করি।
-
স্ক্যাল্পিং ট্রেড তারাই করতে পারে যারা এই মার্কেটে দক্ষ । কারণ স্ক্যাল্পিংয়ের মাধ্যমে অনেক এ্যাকাউন্ট চলে যায় । এই এ্যাকাউন্ট যদি ধরে রাখতে চাই তাহলে অবশ্যই অামাদের দক্ষতা অর্জন করতে হবে । স্ক্যাল্পিংয়ের মাধ্যমে অামরা হঠাৎ অায় করতে পারি অাবার এ্যাকাউন্ট চলে যায় হঠাৎ ।
-
স্কাল্পিং আমি পছন্দ করে থাকি। লোয়ার টাইম্ফ্রেমে স্কাল্পিং খুবই মজার। অল্প সময়ের মধ্য প্রফিট আনতে পারা যায়। আর মার্কেট এ ১৫-২০ পিপ মুভ সব সময় দিয়ে থাকে। মার্কেট এ সুযোগ আমাদের কাজে লাগাতে হবে। সুযোগ বার বার আসে না। যখন স্ক্লাপিং এর সুযোগ পাব ট্রেড করব।
-
ফরেক্স মার্কেটে স্ক্যাল্পিং এর মাধ্যমে যেহেতু ভালো প্রফিট করা যায় তাই আমি অবশ্যই স্ক্যাল্পিং পছন্দ করি। তাছাড়া স্ক্যাল্পিং সিস্টেমের মাধ্যমে অল্প পুজিঁ দিয়ে বেশী মুনাফা লাভ করা যায় । সুতরাং অবশ্যই স্ক্যাল্পিং সিস্টেমে ট্রেড করাটা উত্তম এবং আমি স্ক্যাল্পিং সিস্টেমে ট্রেড করা খুব পছন্দ করি।
-
আমি যখন ফরেক্স মার্কেট এ জইন করি তখন স্কাল্পিং ট্রেড করতাম এখন আর স্কাল্পিং ট্রেড করি না কারন এখন আর আমি আগের মত সময় পাইনা তাই আমি এখন লং টাইম এ ফরেক্স মার্কেট এ ট্রেড করি তবে স্কাল্পিং ট্রেড করে অনেক মজা আছে আপনি স্কাল্পিং ট্রেড করলে কম সময় এ অনেক বেশি ডলার লাভ করা যাই আর দিনের ট্রেড দিনে বন্ধ করা যাই
-
না আমি স্ক্যাল্পিং মোটেও পছন্দ করি না। কারণ স্ক্যাল্পিং তাদের জন্যই প্রযোজ্য যারা ফরেক্স মার্কেটে অভিজ্ঞ এবং পেশাদার ট্রেডার। যেহেতু আমি ফরেক্স মার্কেটে নতুন এবং অল্প কিছু দিন ধরে এখানে আসছি সেহেতু আমার এই মার্কেট সম্পর্কে তেমন একটা ধারণা নেই। তাই আমি স্ক্যাল্পিং মোটেও পছন্দ করি না। আমার মতে স্ক্যাল্পিং নতুন ট্রেডারদের জন্য খুবই ভয়ংকর একটা সিস্টেম কারণ এটার মাধ্যমে আপনি অল্পতেই ভাল প্রফিট অর্জন করতে পারবেন আবার অল্পতেই আপনি জিরো হয়ে যেতে পারেন। এজন্য আমি মনে করি দক্ষ ও অভিজ্ঞ না হওয়া পর্যন্ত কখনও স্ক্যাল্পিং করা উচিত নয়।
-
আমি স্ক্যাল্পিং পছন্দ করি
ভালই লাগে
তবে ধরা খাওয়ার সম্ভাবনা খুব বেশি
আমার মতো জারা নতুন তাদের স্ক্যাল্পিং মোটেও করা উচিত নয়
-
ফরেক্স এ যখন ট্রেড সুরু করি তখন শুধু স্কাল্পিং করতাম। আসলে স্কাল্পিং করে ও লাভবান হওয়া যায়। কিন্তু ফরেক্স এ টিকে থাকা হলে স্কাল্পিং করা রিস্ক। কারন যর বেশি ওপেন করব সাথে সাথে আমাদের থেকে ব্রোকার স্প্রেড কেটে নিচ্ছে।