-
একাউন্ট জিরো হওয়া সত্যিকার অর্থেই অনেক কষ্টকর ব্যাপার । কারণ একাউন্ট জিরো হওয়া মানে নিজের বিনিয়োগকৃত টাকা হারিয়ে ফেলা । অথচ সেটা ব্যবস্থাপনার মাধ্যমে সেখান থেকে লাভবান হওয়ার আশা থাকলেও আমরা কিন্ত প্রতিনিয়ত লস করেই যায় । ফরেক্স মার্কেটে যারা ট্রেড করে তারা সবাই অনেক বেশি টেনশনে থাকি এই একটা ব্যাপার নিয়ে আর তা হল একাউন্ট জিরো । আসলে আমার এ পর্যন্ত একবার হযেছে । ইনশাআল্লাহ ভালভাবে চেষ্টা করলে পরবর্তীতে অবশ্যই ভালো করা যাবে ।
-
আমর একাউন্ট দুই বার জিরো হয়েছে। আমার মনে হয় বোনাস দিয়ে জিবিপি ইউএসডি পেয়ারে ট্রেড না করাই ভাল ।
-
আমার একাউন্টের ব্যালেন্স অসংখ্যবার জিরো হয়েছে যার হিসাব আমার জানা নাই আর জানতেও চাইনা৷আমি কখোনোও বুঝতামনা আমার একাউন্টের ব্যালেন্স রক্ষার্থে মানি মেনেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে৷আমার লিভারেজ ছিল অনেক বেশী,বড় লটে ট্রেড করেছি সবসময়ই,বেশী লাভের আশায় লোভে পড়ে ওভার ট্রেড করেছি প্রায়ই৷আর ব্যালেন্সও ছিল ছোট ছোট৷তাছাড়াও ট্রেডিং টেকনিক কিছুই জানতাম না৷তাহলে ব্যালেন্স জিরো না হয়ে যাবে কোথায় ?
-
আমার এই পর্যন্ত দুই বার ব্যালেন্স জিরো হয়েছে। আমি আসলে তখন ফরেক্স এর সম্পর্কে এত ধারনা ছিলো না। এবং মানি ম্যানেজমেন্ট কি বুঝতাম না। আর একটি জিনিস ছিল যা কিনা বেশী এমাউন্ট এর ট্রেড দেওয়া হয়েছিল। যার কারনে এখন আর এমন হয় না কারণ আমি এখন লাভ খুব কম করার চেষ্টা করি!
-
আমার এই পর্যন্ত ফরেক্স মার্কেটে তিন বার ব্যালেন্স জিরো হয়েছে। যেই সময় আমার ব্যালেন্স জিরো হয়েছে তখন আমি ফরেক্স সম্পর্কে তেমন একটা অভিজ্ঞতা ছিল না এমনকি একটা ট্রেডে লস হলে আরেকটা ট্রেড ওপেন করতাম না বুঝে তার কারণ হচ্ছে আগের লস কভার জন্য আরেকটা ট্রেড ওপেন করতাম। বিশেষ করে তখন আমি মানি ম্যনেজমেন্ট, টেকনিক্যাল এনালাইসিস ইত্যাদি বিষয়গুলো তেমন বুঝতাম না এজন্য এ্যাকাউন্ট জিরো হয়েছে তিনবার। এখন অনেক দিন ধরে ফরেক্স মার্কেটে টিকে আছি তার অন্যতম কারন হচ্ছে আমি উক্ত বিষয়গুলোর প্রতি বিশেষ জোড় দিয়ে কাজ করছি এবং এছাড়াও আরও বিভিন্ন ধরনের কৌশল আছে যেগুলো খুই দরকারি ফরেক্স এ ট্রেড করার জন্য।
-
সত্যি কথা বলতে আমি খুব কম পরিমানে লস করেছি এ পর্যন্ত আমি প্রায় ১২০ ডলারের মতো লস করেছি কিন্তু তা আবার ট্রেড করে ফেরত পেয়েছি । কারন প্রথম থেকেই আমি খুব কম লটে ট্রেড করতাম এবং আজ পর্যন্ত আমি ০.০১ এর বেশি লটে ট্রেড করিনি । এই ১২০ ডলার ফেরত পেতে আমার প্রায় ১ বছর সময় লেগেছে এবং আমি এখনও লস করি কিন্তু মাসের শেষে আমার মোট লাভই হয় ।
-
এই পর্যন্ত আমি ফরেক্স মার্কেটে অনেক বেশি লস খেয়েছি প্রায় ৬৮৫ ডলারের মত এছাড়া আর টুকটাক লস খেয়েছি সেটার তো হিসাবই নেই। আর এভাবে লস করতে করতে আমি ফরেক্স সম্পর্কে অনেক বেশি দক্ষ ও জ্ঞান অর্জন করতে সক্ষম হয়েছি। এমনকি নিজের লোভ আর ধৈর্য্যকে অনেক বেশি নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। তবে এখন যে ট্রেড করছি তাতে অনেক সংযত করে নিয়ে এসেছি আমার ট্রেডিং সিস্টেমকে। এখন আমি খুব একটা ট্রেডিং এ লস খাই না বরং লাভের পরিমাণটা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে।
-
আমি ফরেক্স মার্কেটে এক বার টাকা ইনভেস্ত করেছিলাম এবং তা দুদিন পরি জির হয়ে গেসে। তারপর থেকে আমি আর ইনভেস্ত করিনি। ডেমো ট্রেডেও অনেক বার জির হয়েছে। আশলে কারো আকউন্ত জির হয় না। আকাউন্তে কিছু থেকে যায় কিন্তু যা থাকে তাই দিয়ে আর ট্রেড করা যায়না। তাই এক হিসাবে একে জিরো আকাউন্ত ও বলা যায়।
-
এ পর্যন্ত আমার অনেক বার এ্যাকাউন্ট জিরো হয়েছে কিন্তু তাতে আমি থেমে থাকিনি। কারণ আমার যে ভুল গুলোর কারণে ফরেক্স মার্কেটৈ এ্যাকাউন্ট জিরো হয়েছে উক্ত ভুল গুলো খোজে বের করার চেষ্টা করছি যে কি কারণে আমি ক্ষতিগ্রস্থ হয়েছি। আর সেগুলো সংশোধনের মাধ্যমে আমি আমার এ্যাকাউন্টকে অনেক বেশি এখন মজবুত করতে পারছি।
-
ব্যবসা করতে গেলে লোভ লস যে কোন একটা হবেই, এটাই স্বাভাবীক। একজন নতুন ট্রেডারের কাছে ব্যালেন্স জিরো হতেই পারে। তাই বলে থেমে থাকলে চলবে না। আবার নতুন উদ্যোগ নিতে হবে। আমি নতুন ডেমো ট্রেড করছি এখনও ব্যালেন্স জিরো হয় নাই।