-
প্রত্যেকটা বিজনেস এর ক্ষেত্রে ক্যাপিটাল গুরুত্বপূর্ণ একটি বিষয়। ক্যাপিটাল ছাড়া কোন বিজনেস সঠিকভাবে পরিচালনা করা সম্ভব নয়। ফরেক্স মার্কেটে বিজনেস করতে হলে অবশ্যই একজন ট্রেডার ক্যাপিটাল নিয়েই এ মার্কেটে অংশগ্রহণ করতে হবে। ক্যাপিটাল জিনিসটাই ফরেক্স মার্কেটের গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করে। কারণ ক্যাপিটাল ছাড়া কোন ট্রেডার এখানে ট্রেড করতে পারবেন না। সেক্ষেত্রে ক্যাপিটাল ভালো হলে ট্রেডে অংশগ্রহণ করে লাভবান হওয়া সম্ভব। তাই একজন ট্রেডার মোটামুটি ক্যাপিটাল নিয়েই ফরেক্স মার্কেটে প্রবেশ করে ট্রেডে অংশগ্রহণ করবে। তাহলেই সফলতা অর্জন করতে পারবে এ মার্কেট থেকে।,,,,,ধন্যবাদ।
-
ফরেক্স ট্রেড এর ক্ষেত্রে ক্যাপিটাল অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। কারন আপনি যখন কিছু না বুঝে হুটহাট করে বাই বা সেল করে ট্রেড ওপেন করে ফেললেন তখন মার্কেট আপনার বিরুদ্ধে গেলে ও আপনার কিছু করার থাকেনা। তখন যদি আপনার যথেষ্ট ব্যালেন্স থাকে তখন মার্কেট আপনার বিরুদ্ধে যাওয়ার পর ও আবার আপনার দিকে ফিরে আসবেই। তাই ব্যালেন্স এক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ।
-
ফরেক্স খুব সহজ বিষয় নয়। ফরেক্স ব্যাবসা করতে হলে ফরেক্স সম্পর্কে জানতে ও মানতে হবে। আবেগ দিয়ে ট্রেড করা যাবে না। ফরেক্সে মানি-ম্যানেজমেন্ট খুব গুরুত্বপূর্ণ। সুতারাঙ আপনার ক্যাপিটাল যত বেশি হবে আপনি তত বেশি লাভ করতে পারবেন।
-
ফরেক্স মার্কেট এ ক্যাপিটাল না থাকলে আপনার কোন মূল্য নেই তাই আপনাকে সবার আগে এই মার্কেট এ ট্রেড করতে হলে ক্যাপিটাল নিয়ে ট্রেড করতে হবে ক্যাপিটাল হল মূলধন যা আপনি ফরেক্স মার্কেট এ বিনিয়োগ করবেন এবং পরবর্তী সময়ে আপনি এ থেকে লাভ নিতে থাকবেন
-
ক্যাপিটাল অনেক বড় একটা ভূমিকা রাখে । মূলধন যত বেশি হবে আপনার লাভ করার সম্ভবনা তত ই বেশি থাকবে আবার আপনার লস হয়ে একাউন্ট জিরো হয়ে যাবার সম্ভবনাও কম থাকবে। কিন্তু সব ক্ষেত্রেই মানি মেনেজমেন্ট অবশ্য অবশ্যই মাইনা চলতে হবে । মানি মেনেজমেন্ট যদি আপনি না মানতে পারেন তাহলে আপনার লাভ নয় বরং লস হয়ে যাইতে পারে
-
যে কোন ব্যবসা এর জন্য ক্যাপিটাল খুব গুরুত্বপূর্ণ, তাই ফরেক্স বিজিনেস এর জন্য এই ক্যাপিটাল জরুরী,ফরেক্স বিজিনেস করতে হলে আপনার অব্যশই স্মার্ট ক্যাপিটাল থাকতে হবে তাহলে আপনি ভালো ভাবে এই বিজিনেস পরিচালনা করতে পারবেন,কিন্তু সাথে আপনার ভালো ট্রেডিং যানতে হবে,না এ আপনার ব্যালেন্স থাকলেও লস করতে হবে।
-
যে কোন ব্যবসা করতে গেলে সবার আগে দরকার হয় ক্যাপিটাল। ক্যাপিটালের উপর ডিপেন্ড করে আপনার বিজনেস নির্ধারন করা হবে যে আপনার বিজনেস কোন টাইপের হবে , ছোট হবে নাকি মাঝারি নাকি বড় । একটা প্রবাদ আছে যত গুড় তত মিঠা । আপনার ব্যালেন্স যত বেশি হবে আপনি তত স্মুথলি , রিস্ক ফ্রি ভাবে ট্রেড করতে পারবেন। এমন ভাবা যাবে না যে আমার বেশি ব্যালেন্স আছে এখন আমি বড় বড় লট নিয়ে বেশি বেসি ট্রেড করে বেশি প্রফিট করবো। তাহলে ভুল ভাবছেন
-
ফরেক্স থেকে বেশি আয় করতে পারবেন এটা ভুল, ফরেক্স এ টিকে থাকতে হলে আপনার মানি মেনেজমেন্ত এর নিয়ম অবশ্যয় অনুশরন করতে হবে নয়ত আপনার অ্যাকাউন্ট শুন্য হতে খুব বেশি সময় নিবে না, এবার আপনার যত বড় ক্যাপিটাল হাকুক না কেন। ক্যাপিটাল বেশি হলেই যে আপনি ফরেক্স থেকে বেশি আয় করতে পারবেন এটা ভুল, ফরেক্স এ টিকে থাকতে হলে আপনার মানি মেনেজমেন্ত এর নিয়ম অবশ্যয় অনুশরন করতে হবে নয়ত আপনার অ্যাকাউন্ট শুন্য হতে খুব বেশি সময় নিবে না, আপনি যদি ১;৫০০ লিভারেজ ব্যাবহার করেন, তাহলে আপনি ট্রেড করার সময় আপনার ব্রোকার আপনাকে সর্বোচ্চ্য ৫০০ গুন পর্যন্ত লোন দিবে।
-
আমি প্রকাশ করব যে অর্থের শীর্ষস্থানীয় সংস্থাটি ফরেক্স বিজ্ঞাপনগুলির জন্য একটি গুরুত্বপূর্ণ বাজি, তবুও বিপুল পরিমাণ অর্থ দিয়ে, ফরেক্স গ্র্যান্ডস্ট্যান ডে বিক্রয়কারীদের সংযোজন এবং দুর্ভাগ্য যেভাবে তা বিবেচনা করে আরও সুবিধা পাওয়া সম্ভব হবে না would । তাদের বাণিজ্য কাঠামো এবং ক্ষমতা উপর নির্ভর করে। আমি মনে করি না দীপিতের কোনও সমস্যা আছে
-
ফরেক্স মার্কেট থেকে প্রফিট করতে হলে দক্ষতার পাশাপাশি ভালো ক্যাপিটালের প্রয়োজন পরবে। কারন শুধু দক্ষতা দিয়ে তো ভালো আর্নিং করা সম্ভব নয় যদি মুলধনটা একটু ভালো এমাউন্টের না হয়। যদি পর্যাপ্ত ক্যাপিটাল নিয়ে ও দক্ষতার সহিত ট্রেড করা যায় তাহলে আমার মনে প্রতিদিনই ফরেক্স মার্কেট থেকে তার পক্ষে ভালো প্রফিট বের করা সম্ভব হবে।