-
বাংলাদেশেই এই ব্যবসাটার এখনো বৈধতা পাইনাই । যেই সব দেশে এই ফরেক্স ব্যবসার বৈধতা আছে সেই সব দেশে অর্থ নৈতিক অবস্থা অনেক ভালো । আমাদের বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা অন্য দেশের তুলনাই অত ভালো না । আমাদের দেশে ফরেক্স ব্যবসা যদি বৈধতা দেয়া হই তাহলে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা অনেক ভালো হবে ।শুধু তাই না, এটি একটি আন্তর্জাতিক বাবসা। তাই এটি কোন অবৈধ বাবসা না এবং অবৈধ হতে পারে না।
-
আপনি তো আর এখান থেকে সুদ গ্রহন করছেন না।তাই আমি বলবো ফরেক্স বৈধ ব্যবসা ধমর্ মতে ও। অবশ্য আপনি যদি swap/সুদ গ্রহন করেন তখন তা অবৈধ। বৈধ অবৈধ আপনার মধ্যে।পৃথিবীর সারা দেশে এই ব্যবসা প্রচলন আছে। তাই আমার মতে এই ফরেক্স ১০০% বৈধ। আমার মতে অন্যন ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে কিন্তু ফরেক্স বন্ধ হবে না।
-
ফরেক্স হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে একটি বড় ব্যবসা। এই ব্যবসায় বৈদেশিক মুদ্রার ক্রয় বিক্রয় হয়। দৈনিক অনেক মুনাফার লেনদেন হয়। কাজেই এটি একটি স্বাধীন ব্যবসা। এই ব্যবসাটি সারাবিশ্বে প্রচলিত সুতরাং বাংলাদেশের বৈধ নাকি অবৈধ সেটা নিয়ে আমাদের কোন চিন্তার কারন নেই। কেননা এটা অবশ্যই বৈধ হবে। বৈধ হবে এর জন্যই ফরেক্স অনেক অভিজ্ঞ সম্পন্ন ব্যক্তিরাই করে থাকে।
-
আমাদের সবচেয়ে বেশি দরকার ফরেক্স লিগ্যাল হিসাবে সরকার যাতে এক্সেপ্ট করে সেটা বুঝানোর উদ্দ্যোগ নেয়া।কিন্তু বিড়ালের গলায় ঘন্টা বাধবে কে ? আমি অন্তত দলে থাকতে রাজি আছি। আম্যরা অনেকেই ৫/১০ বছর কাজ করে যাচ্ছি, যেদিন থেকে ভিডিও ,পোস্ট ,এনালাইসিস করি সেই দিন থেকেই রিস্ক নিছি ।সারা পৃথিবিতে এক্সপ্টেড হলেও আন্তর্জাতিক সম্মান ,স্বিকৃতি অর্জন করলেও আমরা অবৈধ, চোরের মত (অনেকের ভাষায় ইললিগ্যাল)কাজ করে যাচ্ছি।আমাদের দেশে চাকরি ব্যাবসা নাই, স্টক মার্কেট চোরদের বাজার হয়ে গেছে।মানুষের মাঝে হতাসা ,কাজ নাই ,আয় নাই চারিদিকে হাহাকার মানুষ কিছু করতে চায় এতে আমার কোন সন্দেহ নাই।আর এই ফরেক্স যদি লিগ্যাল হয় ,সরকার যদি এইটার গুরুত্ব বোঝে ,এইটার প্রপার ট্রেইনিং এর উদ্দ্যোগ নেয় তাহলে এইটা দেশের অর্থনিতিতে অনেক ভাল কিছু হতে পারে ইনশাল্লহ।ডলার ,পাচার হবে ,মানি লন্ডারিং এই কথা গুলার উত্তর হল এর জন্য একটা বার/রেস্ট্রিকশন রাখতে হবে (ইচ্ছামত যে কোন পরিমান ,যে কেউ চাইলেই ডিপোসিট করতে পারবে না এবং কিছু রুলস সেট করতে হবে),প্রপার শিখার ব্যাবস্থা রাখতে হবে কত ডলার ইনভেস্ট করবে কত % লাভ-লস করতে পারবে সেটা নির্ধারিত থাকতে পারে ।আসলে ইচ্ছা থাকলে অনেক কিছু আলোচনার আছে এবং সবাই মিলে একটা কাঠামো দাড় করান যেতে পারে ইনশাল্লহ্। আমার সাথে যারা একমত কমেন্টস করেন, আপনাদের মত দেন কিভাবে কি করা যেতে পারে।সবার সম্মিলিত চেষ্টা অনেক বড় বাধা দূর করতে পারে ,অনেক কিছু অর্জন করতে পারে ইনশাল্লহ্*।
-
ফরেক্স ট্রেডিং কি বাংলাদেশে বৈধ ?
অনলাইন ফরেক্স ট্রেডিং কি বৈধ ? বাংলাদেশ ব্যাংক এর একটি প্রজ্ঞাপন দেখলাম যে বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স ছাড়া বৈদেশিক মুদ্রা কেনাবাচা অবৈধ এবং দন্ডনীয় অপরাধ । তা হলে আমরা যারা অনলাইনে ফরেক্স ট্রেডিং করি তারা কি করব । আমাদের কি লাইসেন্স করতে হবে ?যারা ট্রেডিং এ অভিজ্ঞ আশা করি তারা বিষয় টা জানাবেন ।সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।
-
বেশিরভাগ অনুন্নত এবং উন্নয়নশীল কিছু দেশে বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয় বৈধ নয়। যেমন; বাংলাদেশে এটা বৈধ না। বাংলাদেশ থেকে একমাত্র শিক্ষা ও চিকিৎসা ইস্যু ছাড়া বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয় নিষিদ্ধ। ফরেক্স মার্কেটে যেহেতু বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয় হয় সেহেতু ফরেক্স বাংলাদেশে বৈধ নয়। কিন্তু ফরেক্স এর কিছু কিছু ব্রোকারে ডলার ডিপজিট না করেও কেবল ফোরামে পোস্ট করে বোনাস অর্জন করে মুলধন হিসেবে এটা বিনিয়োগ করার সুযোগ আছে। সেই ক্ষেত্রে ডলার কিনে ডিপজিট করার প্রয়োজন হচ্ছে না। এই সুবিধা থাকায় ধনী বা গরিব সর্বোস্তরের মানুষ ফরেক্স মার্কেটে ট্রেড করার সুযোগ পাচ্ছে এবং এতে আত্মকর্মসংস্থানও বাড়ছে। অন্যদিকে জিডিপির পরিমাণও বৃদ্ধি পাচ্ছে যা দেশ উন্নায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিন্তু এই বিষয়গুলি সঠিকভাবে তুলে ধরার মত কোন ব্যাক্তি এখনো পর্যন্ত নেই। আমি মনে করি ফরেক্সের প্রয়োজনীয়তা সম্পর্কে সরকারের কাছে সঠিকভাবে কোন কতৃপক্ষের দ্বারা তুলে ধরতে পারলে একদিন অবশ্যই ফরেক্স বাংলাদেশে অনুমতি পাবে।
-
ফরেক্স একটি আন্তর্জাতিক মুদ্রা বাজার। এই মার্কেট এ প্রতিদিন বিলিয়নের উপরে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার লেনদেন হচ্ছে। পৃথিবীর সবচেয়ে বড় মার্কেট হচ্ছে ফরেক্স মার্কেট। সেজন্য ফরেক্স বাংলাদেশে বৈধ না অবৈধ না ভেবে ট্রেড করে যাওয়া উচিত। কারন ফরেক্স থেকে ভালো একটা পরিমান ডলার প্রতি মাসে অনেকেই উত্তোলণ করছে।
-
আমার মতে, ফরেক্স ব্যবসাকে ১০০% বৈধ মনেকরি। এর কারণ হল এই ব্যবসাটি হল বিভিন্ন রাষ্ট্রের মুদ্রার সাথে দাম ওঠা নামা করা । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা বৈধ বলে অন্যদেরকে উৎসাহ প্রদান করব তাহলেই সকলে সফলতা অর্জন করতে পারব।
-
ফরেক্সে কাজ করতে হলে বা ব্যবসা করতে হলে এতে ব্যাংক এর মাধ্যম লাগে। ফরেক্স একটা আন্তর্জাতিক, ব্যবসা এখানে ব্যবসা করতে হলে নিজের পরিচয় , ব্যাংক এস্টেটমেন্ট ইত্যাদি প্রয়োজন । ফরেক্সে কাজের মাধ্যমে অনেকে তাদের, নিজেদের আর্থিক অবস্থার উন্নতি করছে । যদি এটি বৈধ ব্যবসা না হতো তাহলে হয়ত এই ব্যবসা বন্ধ করে দেওয়া হতো বিদেশ সরকারের মাধ্যমে কিন্তু তা হয়নি। তাহলে মনে হয় ফরেক্স কোন অবৈধ ব্যবসা না বৈধ ব্যবসা । তাই অনেকে এই ব্যবসা করে থাকে ।
-
ফরেক্স একটি আন্তর্জাতিক ব্যবসা। এটি আন্তর্জাতিকভাবে পদক্ষেপ নেয় যে কোনও বাণিজ্য আইনী হতে পারে। আইনী বা অবৈধ ব্যবসায়ের মানের উপর নির্ভর করে, যদি তা অবৈধ হয়, ব্যবসা বেশি দিন স্থায়ী হবে না। ফরেক্স যা আমরা করি তা অবশ্যই আইনী হতে হবে, কারণ এটি একটি আন্তর্জাতিক ব্যবসা এবং এই ব্যবসাটি দীর্ঘকাল ধরে চলেছে এবং এখন বাংলাদেশের অনেক লোক এই ব্যবসা করছেন, তাই বলা যেতে পারে যে ফরেক্স একটি আইনী ব্যবসা।