আমি ডেমো প্র্যাকটিস করেছি 6 মাস। কিন্তু ডেমো প্র্যাকটিস করে আমি অনেক কিছু শিখেছি। ডেমো প্র্যাকটিস না করলে আমি বুঝতেই পারতাম না ট্রেড কিভাবে করতে হয়। আর আমার জানা মতে যে কোন কাজ ডেমো করাটাই ভালো সেটার থেকে অনেক কিছু শেখা যায়।
Printable View
আমি ডেমো প্র্যাকটিস করেছি 6 মাস। কিন্তু ডেমো প্র্যাকটিস করে আমি অনেক কিছু শিখেছি। ডেমো প্র্যাকটিস না করলে আমি বুঝতেই পারতাম না ট্রেড কিভাবে করতে হয়। আর আমার জানা মতে যে কোন কাজ ডেমো করাটাই ভালো সেটার থেকে অনেক কিছু শেখা যায়।
ডেমো ট্রেড হচ্ছে ফরেক্স ট্রেডিং এর প্রাথমিক ধাপ।আপনি যত ডেমো ট্রেড প্র্যাক্টিস করবেন ট্রেডিং এ তত অভিজ্ঞ হতে পারবেন।ডেমো ট্রেড আপনি কমপক্ষে ৬ মাস প্র্যাক্টিস করেই রিয়্যাল ট্রেড শুরু করতে পারেন।তবে রিয়্যাল ট্রেড করলেও আপনি পাশাপাশি ডেমো প্র্যাক্টিস করবেন।তাহলে আরো দক্ষ হতে পারবেন।আমি একজন নতুন ট্রেডার হিসাবে ফরেক্স শুরু করেছি।আমি চাই ডেমোতে পরিপক্ক হয়েই রিয়্যাল ট্রেড শুরু করতে।
ডেমো ট্রেড করার জন্য নির্দিষ্ট কোন সময় নেই। আপনি জতদিন ইছছা করতে পারেন। তবে সাধারনত কমপক্ষে এক বছর ডেমো ট্রেড করা উচিত। ডেমো ট্রেড করলে আপনার অভিজ্ঞতা বাড়বে, আপনি অনেক্কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। অনুশিলন পুরনাঙ্গ হবে। আপনি ভালো ভাবে ট্রেড করতে পারবেন।
ডেমো ট্রেড একান্ত জরুরি রিয়েল ট্রেডে সফলতা পাওয়ার জন্য। লাইভ ট্রেড শুরু করার অাগে ১৫ দিন ডেমোতে ট্রেড করেছি। এর ফলে ট্রেড সম্পর্কে অভিজ্ঞতা তৈরি হয়েছে কিছুটা। আমি এখনো লাইভ ট্রেডের পাশাপাশি ডেমোতে প্রাকটিস করে যাচ্ছি। যত বেশি ট্রেড করা যাবে তত বেশি অভিজ্ঞতা বাড়বে ডেমোতে যেহেতু লাভ লসের ভয় নেই সেহেতু ফ্রি ট্রেড করে অভিজ্ঞতা বাড়াতে পারছি। আমি সবসময় লাইভ ট্রেডের পাশাপাশি ডেমোতে ট্রেডিং অনুশীলন করতে চাই।
প্রাকটিস করার জন্য ডেমো ট্রেড করা দরকার। আপনি যত বেশি ডেমো ট্রেড করবেন ফরেক্স মার্কেটে আপনি তত ভাল করবেন। আপি প্রায় ০৩ মাস ডেমো ট্রেড করেছি। এখনও রিয়েল ফরেক্স মার্কেটে ট্রেড করার পাশাপাশি আমি ডেমো মার্কেটেও করে যাচ্ছি। এতে আমার অভিজ্ঞতা বৃদ্ধি পাচ্ছে আর ট্রেড এ ভাল করতে পারছি।
আমি ফরেক্স এ লং টাইম ডেমো অনুশীলন করেছি,আমি ২ বছর একটানা ডেমো অনুশীলন করি,আর যখন ডেমো তে সফলতা পাই তখন রিয়েল এ জইন করি,আমি রিয়েল ট্রেড করি কিন্তু এখনো ডেমো তে অনুশীলন চালাছি,আমি ফরেক্স এ একজন সফল ট্রেডার হতে চাই,তাই কন্টিনিউ ডেমো অনুশীলন করছি।
ফরেক্স ট্রেডিং করতে হলে ডেমো ট্রেডিং গুরুত্ব অপরিসীম। আপনি রিয়েল ডেমো করার আগে অবশ্যি ভালো করে ডেমো প্র্যাকটিস করা উচিত।তার পর রিয়েল ডেমো করা ভালো।এতে ভালো ট্রেডার হওয়া যায়।ট্রেডিংকরতে অনেক সুবিধা হয়।তবে ডেমো ট্রেডিং করতে একএকজনের এক একসময় লাগে।সবাই অল্প সময়ে শিখতে পারেনা। সবার মেধাশক্তি এক না।অনেকের বছর লাগে আবার অনেকে কয়েক মাসেই ভালো ডেমো ট্রেড করতে পারে।আপনি কত তারাতারি শিখতে পারবেন এটা আপনার নিজের মেধার ওপর নির্ভর করে।আপনি অল্প সময়েও ডেমো ট্রেড করে রিয়েল ডেমো ট্রেড করতে পারেন। আবার রিয়েল ডেমো ট্রেডের পাশাপাশিও ডেমো ট্রেডিং শিখতে পারেন
আমি কতদিন ডেমো ট্রেড করার আগে আমি বলতে চাই আসলে ডেমো ট্রেড মানে কি কেন ডেমো ট্রেড করা হয় এগুলো নতুন ট্রেডারদের জন্য খুব জরুরী।ফরেক্স মার্কেট ডেমো ট্রেড ট্রেডিং শেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ।আজ যাদেরকে দক্ষ এবং অভিজ্ঞ ট্রেডার হিসাবে জানেন সকলেই কিন্তু ডেমো ট্রেডের কারণেই আজ এত দক্ষ এত অভিজ্ঞ।ডেমো ট্রেড হল রিয়্যাল ট্রেডের মতই পার্থক্য ডেমোতে আপনি লস কিংবা লাভ যাই করেন না কেন তাতে আপনার তেমন লাভ ক্ষতি হবেনা অর্থাৎ লস হলে আপনারর কোন ক্ষতি হবেনা তেমনি লাভ হলেও আপনি উঠাতে পারবেন না।অর্থাৎ ডেমো ট্রেড হচ্ছে প্র্যাক্টিস সেশম।এখানে ব্রোকাররা তাদের ট্রেডারদের দক্ষ করে তুলতে এই ট্রেডের ব্যবস্থা করে দিয়েছে।ট্রেডে দক্ষ হতে হলে এটা আমাদের জন্য অনেক বড় একটা সু্যোগ।আমি চার মাস ধরে ডেমো ট্রেড প্র্যাক্টিস করছি।আমি একজন দক্ষ ও সফল ট্রেডার হতে চাই তাই রিয়্যাল ট্রেড করা নিয়ে আমার তাড়াহুড়ো নাই।আগে ডেমোতে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই।ডেমোতে দক্ষ হলে আমার বিশ্বাস রিয়্যাল ট্রেডেও ভাল করতে পারবো।তাই আমি সেভাবেই আগাতে চাই।আর নতুন ট্রেডারদের বলতে চাই ভাই আগে ডেমোতে ট্রেডিং প্র্যাক্টিস করে নিজেকে যোগ্য এবং দক্ষ করে তোলো ট্রেড করার অনেক সময় আছে।
ফরেক্স শেখার সবচেয়ে প্রাথমিক ধাপ হল ডেমো ট্রেডিং করা কারণ এটি এমন একটি ব্যবস্থা যার কারনে আমরা ইনভেস্ট না করেও লাইভ ফরেক্স সম্পর্কে অনেক ধারনা অর্জন করতে পারি । আমি যখন ফরেক্সে নতুন আসি তখন আমি কিছু দিন ডেমো ট্রেড করেছিলাম কিন্তু সময় কতদিন ছিল তা খেয়াল নেই । তবে ডেমো ট্রেডিং আমি এখনো করি কারণ যখন আমি কোন ট্রেডিং স্টাইল পছন্দ করি তখন আমি তা প্রথম ডেমোতে প্রয়োগ করে তার কার্যকারিতা পরিক্ষা করি ।
ডেমো ট্রেড করার জন্য নির্দিষ্ট কোন সময় নেই। আপনি জতদিন ইছছা করতে পারেন। তবে সাধারনত কমপক্ষে এক বছর ডেমো ট্রেড করা উচিত। ডেমো ট্রেড করলে আপনার অভিজ্ঞতা বাড়বে, আপনি অনেক্কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। অনুশিলন পুরনাঙ্গ হবে। আপনি ভালো ভাবে ট্রেড করতে পারবেন।