-
ফরেক্স ট্রেডিংয়ে লোভ এমনই একটি বিষয় যা একজন ট্রেডারকে তার সকল ট্রেডিং দক্ষতা অভিজ্ঞতা,কেৌশল ইত্যাদি থেকে দূরে রেখে অধিক প্রফিট লাভের মোহে ফেলে ভূল ট্রেডিং সিদ্ধান্ত নিতে প্ররোচিত করে ।যার পরিনামে আমাদের লাভের পরিবর্তে লস হতে থাকে ।আমাদের কে এই বিষয় গুলোর প্রতি যত্নবান হতে হবে।না হয় আমরা ফরেক্স মার্কেট কে ট্রেড করে টিকে থাকতে পারবোনা।
-
ফরেক্স ট্রেড হলো নতুন ট্রেডারদের জন্য ১০০ ভাগ ঝুকিঁপূর্ণ ৷নতুনদের তো প্রফিট নিয়ে চিন্তা করাই সাংঘাতিক ভূল হবে৷ফরেক্স ট্রেডিং এর মাধ্যমে আমরা প্রায় সবাই খুব দ্রুত প্রচুর প্রফিট করে খুব ধনী হতে চাই৷অথচ বাস্তব অত্যন্ত কঠিন,বিপরীত চেহারা যা নতুন ট্রেডারগণ চিন্তাও করতে পারবেনা৷লস হলে অবশ্যই তা সহজে মেনে নিয়ে নিশ্চিত হতে হবে যে আপনার শিক্ষার অভাব রয়েছে৷ ফরেক্স মার্কেটে লসের সব থেকে বড় কারণ হল ফরেক্স মার্কেট সম্পর্কে আমদের অজ্ঞতা এছাড়া ঠিকমতো ফরেক্স না শিখে ফরেক্স করা,ম্যানি ম্যানেজমেন্ট না মান্লে লোভ ও ইমোশনের কারনে ট্রেড করা আর এই লোভ হল ফরেক্স মার্কেটে লসের সব থেকে বড় কারণ ।
-
ফরেক্স ট্রেড হলো নতুন ট্রেডারদের জন্য ১০০ ভাগ ঝুকিঁপূর্ণ ৷নতুনদের তো প্রফিট নিয়ে চিন্তা করাই সাংঘাতিক ভূল হবে৷ফরেক্স ট্রেডিং এর মাধ্যমে আমরা প্রায় সবাই খুব দ্রুত প্রচুর প্রফিট করে খুব ধনী হতে চাই৷অথচ বাস্তব অত্যন্ত কঠিন,বিপরীত চেহারা যা নতুন ট্রেডারগণ চিন্তাও করতে পারবেনা৷লস হলে অবশ্যই তা সহজে মেনে নিয়ে নিশ্চিত হতে হবে যে আপনার শিক্ষার অভাব রয়েছে৷ ফরেক্স মার্কেটে লসের সব থেকে বড় কারণ হল ফরেক্স মার্কেট সম্পর্কে আমদের অজ্ঞতা এছাড়া ঠিকমতো ফরেক্স না শিখে ফরেক্স করা,ম্যানি ম্যানেজমেন্ট না মান্লে লোভ ও ইমোশনের কারনে ট্রেড করা আর এই লোভ হল ফরেক্স মার্কেটে লসের সব থেকে বড় কারণ ।
-
ফরেক্সে লস করার সবচেয়ে বড় বা প্রধান কারন হলো না জেনে না বুঝে বা অভিজ্ঞ না হয়ে এই ব্যবসা করতে চলে আসা। এছড়াও লোভ করা, রাতারাতি বড়লোক হওয়ার চেষ্টা করা, নির্দেশনা না মানা এবং নিউজ না পড়া ইত্যাদি লস হওয়ার কারন।
-
ফরেক্সে অনেক কারণেই লস হয়। কিন্তু প্রধান যে কারণগুলোর কারণে ফরেক্সে লস হয় তা হল লোভ, অদক্ষতা এবং অনভিজ্ঞতা।কেননা শুরুতেই আপনি যদি অনভিজ্ঞ হন তাহলে আপনি মার্কেট বুঝে উঠার আগেই আপনি যেকোন ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবেন। আর সেই সিদ্ধান্ত কখনোই আপনাকে মুনাফার দিকে নিয়ে যাবে না। এছাড়াও অনেকেই অদক্ষতার কারণে ঠিক বুঝে উঠতে পারে না যে ঠিক কোন সময় ট্রেড ছাড়া উচিত বা ধরা উচিত। এবং লোভের কারণে বেশি পরিমাণ মুনাফা অর্জনের জন্য বড় বড় লট ধরে কিন্তু পরিণামে লস হয়,এবং একসময় ব্যালান্স শূন্য হয়ে যায়।তাই বলব ফরেক্সে টিকে থাকতে হলে অবশ্যই আপনাকে অভিজ্ঞতা,দক্ষতা ,ধৈর্য্য এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা কে কাজে লাগিয়ে টিকে থাকতে হবে।
-
না যেনে কোন কাজ করাটা তাে বোকামি । আমার মতে, ফরেক্সে লসের একমাত্র কারন হল অদক্ষতা । অল্প সময়ে আর কোন কিছু ভাল করে না যেনে কেউই লাভ করতে পারে না । তাই সবার আগে ফরেক্স সম্পকে ভাল করে জানতে হবে । ফরেস্ক সম্পকে ভাল জ্ঞানেই পারে সব সময় লাভের মুখ দেখাতে । তাই ফরেক্স সম্পকে খুব ভাল করে জ্ঞ লাভ করতে হবে ।
-
আমার মতে মানি ম্যানেজমেন্ট মেনে চললে আপনি কখন একাধারে অনেক লস করবেন না । আর আশা করা যায় আপনি ট্রেড এ ভাল কিছু করতে পারবেন । ছোট লটে ট্রেড নিবেন আর মার্কেট বুঝে তারপর ট্রেড নিবেন তাহলে ট্রেড এ লস কমে যাবে । নিজের মন গড়া চিন্তার উপর ট্রেড নেয়া যাবে না । ধৈর্য ধরে এনালাইসিস করুন তারপর ট্রেড করুন ।
-
ফরেক্স সম্পর্কে দক্ষতা না থাকলে শুধু লসের মুখ দেখা যায়। ফরেক্স লস করার অনেক গুলু কারন আছে । তবে অনেকে লস করে ফরেক্স সম্পরকে ভাল মত না বুযে । ফরেক্স বিষয়ে স্বল্প জ্ঞান ফরেক্স লসের একমাত্র কারন ।
-
লস হওয়ার বেশ কিছু কারণ আছে। যেমন : ট্রেডিং এ অদক্ষতা, মানি ম্যানেজমেন্টের অভাব, না বুঝে অন্যের মতামতের উপর ভিত্তি করে অর্ডার দেওয়া। এছাড়াও আরেকটি বিশেষ কারণ আছে, সেটি হল অতিরিক্ত লেভারেজ নেওয়া। আপনাকে কথর পরিশ্রমি হতে হবে ফরেক্স দক্ষতা থাকলে আপনি আয় করতে পারবেন | ফরেক্স হলু দক্ষতার ফসল আপনার যত দক্ষতা থাকবে আপনি ততবেশি আয় করতে পারবেন |
-
ফরেক্স এ লস করার অনেক কারন রয়েছে। প্রথমত ভাল ভাবে না শিখে করার কারনে। ভালো মানি মানিমেনেজমেন্ট ব্যবহার না করার কারনে। লোভ করার কারনে। ওভার ট্রেড করার কারনেও ট্রেডার রা নিজেদের একাউন্ট শুন্য করে ফেলে। আর মার্কেট সম্পর্কে জ্ঞান না থাকার কারনে ও ট্রেডাররা লস করে থাকে। ফরেক্স এ আপনার যদি ভাল অভিজ্ঞতা না থাকে আপনি অনেক গুলো ধাপে ভুল করবেন আর এর থেকেই আপনার লস হবে আপনাকে প্রচুর জানতে হবে।অনেক জানার পর আয় নিয়ে ভাবুন তবে আপনি এখানে লোভ করবেন না তাহলে লস খেতে পারেন। তাই সবার আগে ফরেক্স সম্পকে ভাল করে জানতে হবে।ফরেক্স সম্পকে ভাল জ্ঞানেই পারে সব সময় লাভের মুখ দেখাতে।