-
যখন আপনার ডিপোজিট কম থাকবে তখন আপনি যে কোন ট্রেড করতে ভয় পাবেন।ফরেক্স মার্কেট এ টিকে থাকতে হলে আপনার অনুশীলন করতেই হবে । তা নাহলে অনেক বেশি পুঁজি থাকা স্বত্তেও আপনার একাউন্ট জিরো হতে পারে । তাই আমি মনে করি দক্ষতা থাকলে অল্প পুজি নিয়েও ফরেক্স মার্কেটে টিকে থাকা সম্ভব।
-
ফরেক্স অল্প ডিপোজিট পুঁজি নিয়ে টিকে থাকা সম্ভব তবে লোভ করা যাবেনা আর অনেক পরিশ্রম করতে হবে ফরেক্স মার্কেটিং বাজার সম্পর্কে ভালো অভিঞ্জতা এবং ডিপোজিট ট্রেডার সম্পর্কে সব ধারনের ধারনা থাকলে ফরেক্স অল্প পুঁজি দিয়ে বড় ধরনের ডিপোজিট করা সম্ভব।
-
জি না, অল্প ডিপোজিট নিয়ে টিকে থাকা অনেক কঠিন কাজ। তাই আমাদের উচিত মানিমেনেজমান্ট করে ট্রেড নেওয়া। মেজর পেয়ার গুলিতে অন্তত ৩০০০-৫০০০ পিপ্স হাতে রেখে ট্রেড করা উচিত। আর প্রয়োজন ভালো ভালো এন্ট্রি হাতে রেখে ট্রেড পরিচালনা করা এতে করে বিপদের সম্ভাবনা অনেক কম থাকে।
-
যেকোনো ধরনের ব্যবসায় ডিপোজিট বা ইনভেস্ট করতে হয়। ফরেক্স একমাত্র বিজনেস যেখানে আপনি ইনভেস্ট না করেও ট্রেড করতে পারবেন। তবে অল্প পুঁজি নিয়ে ফরেক্সে টিকে থাকা অনেক কষ্টসাধ্য। আপনাকে ফরেক্সে টিকে থাকতে হলে ছোট লট বা ভলিউম ট্রেড করতে হবে। সবচাইতে বড় বিষয় হলো অভিজ্ঞতা হলে আপনি অবশ্যই যেকোনো এমন দিয়ে টিকে থাকতে পারবেন এ ছাড়া সম্ভব নয় সেটা কম ডিপোজিট বা বেশি ডিপোজিট হোক।
-
ফরেক্সে অল্প পুজি দিয়ে কখন ও কিছু করা সম্বব নয় । কারন অল্প টাকা দিয়ে আপনি বেশি দিন টিকে থাকতে পারবেন না আপনি যদি ফরেক্স লস খান তা হলে তো আর আপনি বিজনেস করতে পারবেন না কারন আপনার অল্প টাকা । বড় ভলিউমে ট্রেড করা যাবে। একের অধিক ট্রেড করা যাবে না। একটি ট্রেড করে তাতে লাভ বা লস যাই হোক না কেন সেই ট্রেডটি বন্ধ করে আবার নতুন করে ট্রেড করতে হবে।
-
ব্যবসায় একটি নিতি রয়েছে যত বেশি মূলধন তত ঝুকি কম এবং লাভের সম্ভাবনা বেশি। কম ডিপোজিট নিয়ে ফরেক্স মার্কেটে কখনই লাভ করা সম্ভব না। কার যখন আপনার ডিপোজিট কম থাকবে তখন আপনি যে কোন ট্রেড করতে ভয় পাবেন। যদি একটু ভুল হয় তা হলে একাউন্ট হারানোর সম্ভাবনা বেশি থাকে। তাই কম ডিপোজিট নিয়ে ভাল করা বা ব্যবসায় ঠিকে থাকা একটু কঠিন হয়ে দাড়ায়।
-
ফরেক্স এ ট্রেড করতে হলে আগে আপনাকে ফরেক্স এর বিভিন্ন খুটিনাটি বিষয় জানতে হবে । আপনাকে ভালো ভাবে রিস্ক ম্যানেজমেন্ট শিখতে হবে কারন আমরা সবাই জানি যে ফরেক্স যেমন লাভজনক ব্যাবসা তেমনি অত্যান্ত ঝুকিপুর্ন একটি ব্যাবসা । এই ব্যাবসায় সফল্ভাবে টিকে থাকতে হলে বেশি ডিপোজিট করার চেয়ে যে ব্যাপারটি বেশি গুরুত্বপুর্ন তা হচ্ছে আপনাকে মানি ম্যানেজমেন্ট অনুসরন করে ট্রেড করে সফল্য অর্জন করতে হবে।
-
অনেকে লিভারেজ দিয়ে ট্রেড করতে চায়। কিন্তু আমি মনে করি এতে করে নিজের টাকা রিস্কে থাকে বেশি। অল্প টাকায় আসলে বেশি সময় ট্রেড করা যায় না। অনেকে আছে ৫ ডলার ইনভেস্ট করে ১ঃ২০০ লিভারেজ নিয়ে ট্রেড করে থাকে। কিন্তু এভাবে ট্রেড করলে বেশি ট্রেড করা যায় না বেশি প্রফিট করা যায় না। আমি মনে করি মিনিমাম ১০০ ডলার ইনভেস্ট করা উচিৎ। আর লিভারেজ ১ঃ৫০ ই দেওয়া উচিৎ। এই এমাউন্ট থেকেও ভালো পরিমান একটা প্রফিট আশা করা যায় আর ট্রেড করাও যায় অনেক সময়।
-
ট্রেড করতে হলে আপনাকে মানি ম্যানেজমেন্ট মানতে হবে । আপনার পুজি যদি অপ্লপ হয় তবে ছিন্তার কিছু নেই । আপনি যদি সঠিক ভাবে মানি ম্যানেজমেন্ট মানতে পারেন তবে ফরেক্স এ আপনি সফল হবেন । মনে রাখবেন ফরেক্স এ জত কম পুজি তত লাভ ার পরিমান কম । পুজি জত বড় লাভ তত বড় । তারপর ধীরে ধীরে ডেমো ট্রেডিং এর মাধ্যমে কৌশলগুলো প্রয়োগ করে এর ফলাফল সম্পর্কে জ্ঞান চর্চা করা। তাহলে অল্প পরিমাণ ডিপোজিট নিয়ে এই মার্কেট ভালভাবে টিকে থেকে ভাল মুনাফা উপার্জন করতে পারবেন।
-
ফরেক্স মার্কেটে ব্যবসা করতে আসলে সেই ভাবে প্রস্তুতি নেয়া ভালো। কম ডিপোজিট নিয়ে ফরেক্স মার্কেটে কখনই লাভ করা সম্ভব না। কার যখন আপনার ডিপোজিট কম থাকবে তখন আপনি যে কোন ট্রেড করতে ভয় পাবেন। যদি একটু ভুল হয় তা হলে একাউন্ট হারানোর সম্ভাবনা বেশি থাকে। তাই যথেষ্ট সময় নিন ডিপোজিট বাড়ানোর জন্য।