Originally Posted by
Eraulhaque
ফরেক্স মার্কেটে যে অনেকদিন টিকে থেকে ট্রেডিং করতে পারবে তাকে আমরা সফল ট্রেডার বলে থাকি। আর ফরেক্সে টিকে থাকার অন্যতম উপায় অল্প রিস্ক নিয়ে ট্রেডিং করা। অল্প রিস্ক নিয়ে ট্রেডিং করলে লস কম হবে এমন মানসিকতার ফলে আত্ববিশ্বাস থাকে। আর প্রতি ট্রেডেই লস হবে এমনও নয়।ধৈর্য্য ধরে অল্প রিস্ক নিয়ে ট্রেডিং করে গেলে লসের চাইতে লাভের পরিমান বেশি হয়ে যায়।এভাবে ট্রেডিংয়ে অনেকদিন টিকে থেকে অভিজ্ঞতা হয়ে গেলে আস্তে আস্তে সফলতার চূরান্ত পর্যায়ে যাওয়া যেতে পারে।তাই ধৈর্য্য ধরে অল্প রিস্ক নিয়ে ট্রেডিং করা ভালো।