-
ফরেক্স অনলাইন এর একটি পিওর বিজিনেস,তাই ফরেক্স বিজিনেস কে হালাল না হারাম এই সব চিন্তা আপনি না করে হালাল ভাবে আপনি এই বিজিনেস পরিচালনা করতে পারেন,ইসলামের দিক থেকে সুদ হারাম আমি এই টা যানি,তাই আপনি এই বিজিনেস করতে চাইলে সুদ মুক্ত একাউন্ট ওপেন করে আপনার এই ফরেক্স ট্রেডিং বিজিনেস খুব সুন্দর ভাবে আপনি পরিচালনা করতে পারবেন,এই বিজিনেস থেকে অনেক মানুষ তাদের পরিবার এবং ব্যাক্তিগত জীবন পরিচালনা করছেন,এবং প্রতেক দিন হাজার হাজার মানুষ এই বিজিনেস এ নতুন ভাবে জইন করছে,তাই আপনি ফরেক্স হালাল না হারাম না ভেবে আপনি নিজেই হালাল ভাবে করতে পারেন সুদ মুক্ত একাউন্ট ওপেন করে,এবং ইসলামিক আইন মেনে,হালাল ভাবে একাউন্ত করুন।
-
জী ভাই আমি মনে করি ফরেক্স একটি হালাল বিজিনেস,আপনি হালাল ভাবেই এই বিজিনেস করতে পারেন,আপনি যদি হালাল ভাবে এই বিজিনেস করতে চান তাহলে আগে আপনাকে সুদ মুক্ত ট্রেডিং একাউন্ট করতে হবে,কারন সুদ ইসলাম এর দৃষ্টি কোন দিয়ে হারাম,আপনি আমাদের ইন্সটা ফরেক্স এ সুদ মুক্ত একাউন্ট খুলে ট্রেডিং করতে পারবেন হালাল ভাবে,হাজার হাজার ট্রেডার হালাল ভাবে ই এই বিজিনেস করছেন।
-
আসলে সঠিক ভাবে বলতে পাচ্ছিনা। তবে এখানে যেহেতু লাভ লসের হিসাব আছে তাই সেই হিসাবে হালাল হতে পারে তবে আমি শিয়র না।ইসলামের দৃষ্টিতে সুদ হারাম। আপনি ফরেক্সে সুদ মুক্ত একাউন্ট করতে পারবেন। ইসলামের দৃষ্টিতে ব্যবসায়ের বৈধতা আছে। এখানে এক মিনিটে লাভ লস হতে পারে আপনার ভুলের কারনে। ব্যবসায়েও তো লাভ লস হয়। যেমন আপনি যদি তেলের ব্যবসা করেন তবে এক দিনের মাঝেই দাম কমতে বাড়তে পারে। ব্যপার টা দাম কমা বাড়ার উপরে। তাই এই দৃষ্টিতে হালালই।আপনি চাইলে ভাল কোন মোহাদ্দেস এর কাছ থেকে এ ফরেক্স হালাল না হারাম তা জেনে নিতে পারবেন। আসলে এই সল্প দিনের দুনিয়ায় হালাল হারাম বুঝে ইনকাম করা উচিত। হালাল হলে এর বরকত ও বেশি। আপনি তাই এই বিষয়ে ভালভাবে জেনে নিতে পারেন।
-
ফরেক্স ট্রেডিং মুটেও কোনো হারাম ব্যাবসা নয়।। এখানে সব ব্যাবসার মত লাভ লস আছে।। এখানে আমরা অর্থ বিনিয়োগ করে লাভ করে থাকি।। এখানে আমরা আমাদের মেধা, পরিশ্রম, অভিজ্ঞতা কাজে লাগিয়ে ফরেক্স থেকে আয় করে থাকি তাই এটা কোনো হারাম ব্যাবসা নয়।ইসলামে ব্যবসা করা হালাল কিন্তু সুদ খাওয়া হারাম । কিন্তু আমরা প্রতিনিয়ত কিছু লাভের আশায় ফরেক্সে ট্রেড করছি । এখন এই কাজ টা বা ফরেক্স ব্যবসাটা হালাল হচ্ছে কিনা তা জানি না । সব ব্যবসায় তো লাভ লস থাকে তেমনি ফরেক্সে ও লাভ লস হচ্ছে । যখন ট্রেড করি তখন লাভ হয় না কিন্তু এক সময় এটা লাভে পরিনত হয় । তখন এই লাভকে কি হিসাবে ধরবো বুঝতে পারি না । এটা তো লাভ তাহলে এটা কি হারাম না হালাল তা জানি না । কেউ জানলে বলবেন প্লিজ । সব কিছুর ভেতরেই লাভ আছে ।আপনার একাউন্টকে সুদ মুক্ত করে নেন তাহলে আপনার এই ব্যবসা পুরোপুরি হালাল হবে। কারন ইসলামিক সরিয়তে বলা আছে সুদ থাওয়া হারাম আর আপনি যদি সুদ মুক্ত একাউন্ট করে তাহলে আর কোন সমস্যা থাকবে না এবং আপনার ব্যবসা হালাল হবে। আমাদের সবার উচিত সুদ মুক্ত একাউন্ট খোলা এবং অন্নকে সুদ মুক্ত একাউন্ট খোলার পরামর্শ দেয়া তাতে ইসলামি সরিয়তও পালন করা হবে আর আমাদের ব্যবসাও হালাল হবে।
-
ইসলামের দৃষ্টিতে সুদ হারাম। আপনি ফরেক্সে সুদ মুক্ত একাউন্ট করতে পারবেন। ইসলামের দৃষ্টিতে ব্যবসায়ের বৈধতা আছে। এখানে এক মিনিটে লাভ লস হতে পারে আপনার ভুলের কারনে। ব্যবসায়েও তো লাভ লস হয়। যেমন আপনি যদি তেলের ব্যবসা করেন তবে এক দিনের মাঝেই দাম কমতে বাড়তে পারে। ব্যপার টা দাম কমা বাড়ার উপরে। তাই এই দৃষ্টিতে হালালই।