আপনাকে ফরেক্স ভালো করে শিখতে আপনাকে ভালো এনালাইসিস করা জনাতে হবে। আপনি যদি ভালো এনালাসিস করতে পারেন। আমরা পরিবারের কাজে ব্যায় করে থাকি।ফরেক্স ট্রেড সম্বন্ধে বুঝাতে পারলে এখানে প্রফিট করা কোন ব্যাপার নয়। মার্কেট সমন্ধে ভাল জ্ঞান থাকতে হবে ।
Printable View
আপনাকে ফরেক্স ভালো করে শিখতে আপনাকে ভালো এনালাইসিস করা জনাতে হবে। আপনি যদি ভালো এনালাসিস করতে পারেন। আমরা পরিবারের কাজে ব্যায় করে থাকি।ফরেক্স ট্রেড সম্বন্ধে বুঝাতে পারলে এখানে প্রফিট করা কোন ব্যাপার নয়। মার্কেট সমন্ধে ভাল জ্ঞান থাকতে হবে ।
সত্যই বলা যেতে পারে, সামগ্রিকভাবে আমাদের কিছু কিছু কর্ম রয়েছে, যেহেতু আমরা সাধারণত বাজারের সমস্ত উন্নয়ন দেখতে পাই না, তাই আমাদের কর্মক্ষেত্রের সন্ধানের উপর নির্ভর করা দরকার, তাই পুরো নিয়তিটি হ'ল আমরা বন্দী নই are । আমাদের বাজারটি বুঝতে হবে, আমাদের এক্সচেঞ্জের হ্যাং পেতে হবে, বাজারটি কোথায় যাচ্ছে তা বুঝতে হবে।
আমার মতে, প্রফিট করা কোন ভাগ্যের ব্যাপার নয় । আমরা যতটুকু এ্যানালাইসিস করতে থাকব সে তত বেশী লাভবান হতে পারব । আমরা সব সময় ফরেক্স ব্যবসা দক্ষতার উপর নির্ভর করে । যে ট্রেডার যত বেশী দক্ষতাবান সে তত বেশী সফলকাম হতে পারব । অতএব বেশী বেশী আমরা অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করবে । সুতরাং আমরা ধৈর্য্যের সহিত কাজ করতে হবে ।
ফরেক্স এ প্রফিট করা অবশ্যই ভাগ্যের উপর নির্ভর করে না তার কারন হচ্ছে প্রতিটা ব্যাবসাতেই লাভ লস দুটোই থাকে ফরেক্সও ঠিক সেরকম একটি বেবশা এখানেও লাভ লস দুটোই আছে সব ব্যবসাতেই লাভ করার খেত্তেরে অনেকটা ভাগ্য কাজ করে থাকে ফরেক্স ও সেরকম এজন্ন আমাদের ফরেক্স শম্মন্ধে বেশি বেশি বই পরতে হবে এবং ভালো দক্ষতা অর্জন করতে হবে খালি ভাগ্যের অপর নির্ভর করেনা।
প্রফিট করা টোটালি ভাগ্যের ব্যাপার এমনটা আমি মনে করি না। বিশেষত ফরেক্সে। কারণ এখানে মার্কেট বিশ্লেষণ না করে ইনভেস্ট করলে অবশ্যই লোকসান গুণা লাগতে পারে। আবার ভালোভাবে বাজার বিশ্লেষণ করে বিনিয়োগ করলে লাভ হওয়ার সম্ভাবনাই বেশি। তবে মাঝেমাঝে আমাদের ভাগ্য দেবীরও সহায়তা প্রয়োজন পড়ে।
কোনোও ব্যবসা করি না কেন প্রত্যেক ব্যবসাতেই যেমন লাভ রয়েছে তেমনি লসও রয়েছে৷লাভ হলেই আমরা বলি সৌভাগ্য আর লস হলেই আমরা বলি আমাদের কপাল মন্দ ভাগ্য খারাপ.. ইত্যাদি নানা বাজে ধরনের কথা৷আসলে আমি মনে করি ফরেক্স, ট্রেডে ভাগ্যের কোনো বিষয় নেই ৷ এখানে রয়েছে অভিজ্ঞতা ও দক্ষতার প্রয়োজন ৷ এই মার্কেটে যারা যত বেশি দক্ষ ও অভিজ্ঞ কেবলমাত্র তারাই এই মার্কেট থেকে নিয়মিত পর্যাপ্ত প্রফিট করে থাকেন ৷ যেমন ধরুন ইউরোপ-আমেরিকার মতো উন্নত দেশের মানুষজন এই মার্কেট, থেকে নিয়মিত পর্যাপ্ত প্রফিট করছেন.. তাহলে কি বলা যায় যে তারা খুবই সৌভাগ্যবান ! আর আমরা বাঙালিরা এই মার্কেট থেকে লস করতে করতে বের হয়ে যাচ্ছি.. তাহলে কি বলবেন আমরা দুর্ভাগ্য নিয়ে জন্ম নিয়েছি ? আমার মনে হয় এই ধরনের চিন্তা করা সম্পূর্ণই ভুল ৷ ব্যাবসায় লস হবে তাই বলে নিজের ভাগ্যকে কখনোই দোষারোপ করা উচিত নয় বরং নিজের, দক্ষতা অভিজ্ঞতাকে আরো উন্নত করার চেষ্টা করুন৷তাহলে লস না হয়ে লাভ হবেই হবে৷
প্রতিটি কর্পোরেশন লাভ এবং লোকসান আছে। লাভের ক্ষতি ছাড়া কোনও ব্যবসা সম্ভব নয়। ঠিক যেমন, ফরেক্স হয়। এখানে লাভের ক্ষতিও রয়েছে। সমস্ত সংস্থায়, কিছু ভাগ্য লাভের পরে কাজ করে। কোনও ব্যতিক্রম বৈদেশিক মুদ্রার নয়। এখানেও, ভাগ্য একটি লাভ করার জন্য কাজ করে। তবে মনে রাখার মতো আরও কিছু আছে। শুভ ভাগ্য তৈরির পিছনেও রয়েছে একটি হাত। আপনাকে নিজের ভাগ্য তৈরি করতে হবে।
আমার মতে, প্রফিট করা কোন ভাগ্যের ব্যাপার নয় । আমরা য এ্যানালাইসিস করতে থাকলে বেশী লাভবান হবে।ফরেক্স দক্ষতার উপর নির্ভর করে।
আমরা সর্বদা মার্কেট এর সকল ধরনের গতিবিধি বুঝে উঠতে পারি না, তাই মার্কেট এ আমাদের ভাগ্যের উপর নির্ভর হতে হয়, তাই বলে পুরো যে ভাগ্যের কাছে আমরা জিম্মি টা কিন্তু নয়. আমাদেরকে মার্কেট বুঝতে হবে। কারন হচ্ছে প্রতিটা ব্যাবসাতেই লাভ লস দুটোই থাকে ফরেক্সও ঠিক সেরকম একটি বেবশা এখানেও লাভ লস দুটোই আছে সব ব্যবসাতেই লাভ করার খেত্তেরে অনেকটা ভাগ্য কাজ করে থাকে ফরেক্স ও সেরকম এজন্ন আমাদের ফরেক্স শম্মন্ধে বেশি বেশি বই পরতে হবে।
প্রফিট করা ভাগ্যের ব্যাপার নয় । আমরা যতটুকু এ্যানালাইসিস করতে থাকব সে তত বেশী লাভবান হতে পারব । আমরা সব সময় ফরেক্স ব্যবসা দক্ষতার উপর নির্ভর করে । যে ট্রেডার যত বেশী দক্ষতাবান সে তত বেশী সফলকাম হতে পারব । অতএব বেশী বেশী আমরা অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করবে । তাই আমি বলি প্রফিট করা ভাগ্যের ব্যাপার হতে পারে না । এটা কষ্ট করে অর্জন করতে হয় । প্রফিট করা ভাগ্যের ব্যাপার হলে সবাই লস করতো আর সবাই প্রফিট করতো ।