-
ফরেক্স মার্কেট এ টিকে থাকতে হলে আপনাকে নিয়ম মেনে ট্রেড করতে হবে আপনাকে ১ % থেকে ২ % রিস্ক নিয়ে ট্রেড করতে হবে আবার আপনার ট্রেডিং সিস্টেম এমন হতে হবে রিস্ক রেওয়াড যেন ১ঃ৩ এর বেশি থাকে এমন একটা ট্রেডিং সিস্টেম এ আপনাকে লেগে থাকতে হবে তাহলে আপনি ফরেক্স মার্কেট এ টিকেও থাকবেন আবার ভাল লাভ ও করতে পারবেন
-
ফরেক্স মার্কেট একটি আন্তর্জাতিক মুদ্রা কেনা বেচার মার্কেট ।এই মার্কেটে টিকে থাকতে হলে অবশ্যই আপনাকে ভাল মত ফরেক্স সম্পর্কে জানতে হবে । এটি শিখতে হলে এর ডেমো একাউন্টে বেশী করে প্রাকটিস করা প্রয়োজন এ সকল বেপারে খেয়াল রাখলে আপনি এই মার্কেট এ টিকে থাকতে পারবেন আর টিকে থাকতে পারলে লাভ এক সময় আসবে বলে আমি মনে করি । এ ছাড়া আমাদের মানি ম্যানেজমেন্ট করে ট্রেড চালু করতে হবে ।এছারাও আপনাকে ট্রেড এনালাইসিস সম্পর্কে ভাল ধারণা থাকতে হবে ।
-
ফরেক্স মার্কেট এ টিকে থাকতে হলে কয়েকটি বিষয়েরে উপর বিশেষ নজর দিতে হবে। যেমন : মানিম্যানেজমেন্ট ভালভাবে করতে হবে, স্টপলস-টেকপ্রফিট ব্যবহার করতে হবে, কম ট্রেড করতে হবে, লং টাইমে ট্রেড করতে হবে, সিস্টেম এর সিগ্ন্যাল এর ট্রেড নিতে হবে, ট্রেড করার আগে ভালভাবে এনলাইসিস করে নিতে হবে ইত্যাদি। ফরেক্স আসলে সঠিক জ্ঞান এবং অভিজ্ঞতা নিয়ে করতে পারলে কোন সমস্যা নয়। আর যদি কেউ অভিজ্ঞতা নিয়ে ট্রেড করতে পারেন তাহলে তিনি সফল হবেন।
-
ফরেক্স মার্কেট এ আমরা যদি চাই টিকে থাকতে তাহলে আমাদের কে বেশী করে এই মার্কেট হতে ভাল করে আমাদের অবিজ্ঞতা কে কাজে লাগাতে হবে কারন আমরা যদি এই মার্কেট এর অবিজ্ঞতা কে কাজে লাগাতে না পারি তবে আমরা এই মার্কেট হতে লাভ করতে পারব না বলে আমি মনে করি ।
-
এই মার্কেট এ ঠিকে থাকার জন্য যা প্রয়োজন তা কম বেশি সব ট্রেডারেরই আছে। আমরা সেটা মানি না বা মানতে চাই না। আমরা যদি আমাদের সিস্টেম এর বাইরে ট্রেড করা বন্ধ করে দেই দেখব বেশির ভাগ লস আমাদের হচ্ছে না। আমি মনে করি আমাদের মার্কেট সম্পর্কে আরও কনজারভেটিভ হওয়া উচিত।
-
মানি ম্যানেজমেন্ট বিষয়টি নতুন অনেক ট্রেডাররা বুুঝতে পারে না। যদি কেউ না বুঝে তাহলে ০.০১ সেন্ট দিয়ে ট্রেড করুন। তাহলেই আস্তে আস্তে বুঝতে পারবে কিভাবে ব্যালেন্ট এবং লট সাইজ বাড়ালে প্রফিট বাড়বে। সুতরাং অল্প রিস্ক মানে অল্প প্রফিট আর বেশি রিসক মানে লস ও বেশি।
-
ফরেক্র একটা ঝুকিপূর্ন ব্যাবসা এখানে সকলে লাভ করতে পারে না। তবে সঠিক মানিম্যানেজমেন্ট এর গুরুত্ব অনেক। মানিম্যানেজমেন্ট মেনে না চললে আপনি যা করবেন তাহলে জুয়ার মত। ামি মনে করি এটা ঠিক না। সঠিক মানিম্যানেজমেন্ট আমাদের সঠিক পথে থাকতে সাহায্য করে, তবে অল্প ব্যালেন্সে কেউ কেউ মানিম্যানেজমেন্ট করতে চায় না ফলে তারা তাদের শেষ ব্যলেন্সটুকুও হারায়। ১% বা২% রিক্র নেওয়া যেতে পারে।
-
ফরেক্স মার্কেট এ টিকে থাকতে হলে আপনাকে ফরেক্স এর বেসিক টু এ্যাডভান্স টু ভাল ভাবে জানতে হবে,এবং ব্যালেন্স অনুয়ায়ী লট দিয়ে ট্রেড করতে হবে,তাহলে ফরেক্স এ টিকে থাকা সম্ভব।
-
ফরেক্স মার্কেটে টিকে থাকার জন্য দরকার সঠিক জ্ঞান ও অভিজ্ঞতা। যা অর্জন করতে সময় লাগে। দীর্ঘদিন ডেমো ট্রেড করার পাশাপাশি পড়ালেখা করতে হবে এবং যা জানবেন সেগুলো আবার ডেমোতে প্র্যাকটিস করে নিয়ে নিজের মত করে বুঝে নিতে হবে। তাহলে এক সময় সঠিক বিষয় গুলো আপনার আত্বস্ত হয়ে যাবে এবং আপনি সেই বিষয় গুলো খুব সহজেই প্রয়োগ করতে পারবেন। আর ডেমোতে যে ভূলগুলো হবে সেগুলো আপনার এনালাইসিস করতে হবে তাহলে সফলতার পরিমান বাড়তে থাকবে।
-
ফরেক্স মার্কেটে টিকে থাকার জন্য ধৈর্য ,সুন্দর পরিকল্পনা,সুন্দর মানি ম্যানেজমেন্টের বিশেষ প্রয়োজন ।এগুলো যদি আপনার ঠিক থাকে তবে আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন আর যদি ঠিক না থাকে তাহলে আপনি মার্কেট থেকে হারিয়ে যাবেন অনেক দুরে।