হ্যাঁ আমি শুক্রবার দিনে ট্রেড করি। আমি অন্যদিনের তুলনায় শুক্রবারে কম ব্যাস্ত থাকি তাই আমি শুক্রবার দিনে অন্যসব দিনের তুলনায় বেশি ট্রেড করি।
Printable View
হ্যাঁ আমি শুক্রবার দিনে ট্রেড করি। আমি অন্যদিনের তুলনায় শুক্রবারে কম ব্যাস্ত থাকি তাই আমি শুক্রবার দিনে অন্যসব দিনের তুলনায় বেশি ট্রেড করি।
আমি ফরেক্স মার্কেটে নতুন ট্রেড করি। তাই আমি সাপ্তাহে ৫ দিন ট্রেড করি। আমি মার্কেটে সব সময় একটিভ থাকার চেস্টা করি কারণ মার্কেট একটিভ থাকলে মার্কেট সম্পর্কে জানা যাবে।
শুক্রবার দিনের বেলা আমি ট্রেড কির কিন্তু রাতে মার্কেট বন্ধ হয়ে যায়। সপ্তাহে দুই দিন মার্কেট বন্ধ থাকে শনিবার ও রবিবার।
ফরেক্স মার্কেটে আমি শুক্র বার ফরেক্স মার্কেটে ট্রেড করি না কারন শুক্র বার ফরেক্স মার্কেটে মুভ করে না কম করে ফরেক্স মার্কেট মাঝে মাঝে দেখা জায় যে শুর বার ফরেক্স মার্কেট হঠাত করে মার্কেট এক দিকে মুভ করে চলে জায় তাও লসের কারন হতে হয় ।
আমি প্রায় সময় শুক্রবারে ফরেক্স মার্কেট ট্রেড করি ,কারন আমার প্রতি শুক্রবারে অফিস সময় দুপুর ২টা পযন্ত যার কারনে আমি অফিস এ বসে বসেও ট্রেড করি থাকি।এছাড়া আমর ফরেক্স এ ট্রেড করতে যে কোন সময় ভাল লাগে।ফরেক্স কে আমি খুব ভালবাসি এবং ফরেক্স নিয়ে আমার অনেক স্বপ্ন আছে।যা আমি করতে পারব।
শুক্রবার ট্রেড করা সাধারনত একটু রিস্ক হয়ে যাই তাই আমি করি না অ বেশিরভাগ ট্রেডার রা এইদিন অফ থাকে করন মার্কেট এই দিনে কিছু সময় অনেক বেশি মুভমেন্ট হয়।তাই না করাই ভাল তবে সেটা আপনি দেখে তারপর যের কোন একটি নিদ্দিস্ট সময় করতে পারেন।
আমার মতে শুক্রবার মার্কেটে ট্রেড করা থেকে বিরত থাকা ভাল। আমি এর আগে কয়েকবার শুক্রবার ট্রেড বসিয়েছিলাম যার কারনে মার্কেট দেখলাম অনেক উপরের দিকে উঠছে মানে বাই এরর দিকে যাচ্ছে কিন্ত আমি যখন কোন দিক খেয়াল না করে ট্রেড বসালাম তার ফলে মার্কেট আমার বিপোরীতে চলে গেছে এবং এর জন্য আমাকে তারপরের সপ্তাহ পর্যন্ত আমাকে এই ট্রেডটি ক্লোস করার জন্য অপেক্ষা করতে হয়েছে। তাই আমার মতে ঐ দিন ট্রেড না করাই ট্রেডারদের জন্য ভাল দিক হবে বলে আমি মনে করি।
ফরেক্স মার্কেটে টড়েড করতে এশে অনেক অভিজ্ঞতা অর্জন করা লাগে কারন কন দিন কন সময় ফরেক্স মার্কেট কেমন হতে পারে সেই সম্পরকে ফরেক্স ট্রেডারের অনেক কিছু জানা লাগে তাই ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে যেমন শুক্র বার ফরেক্স মার্কেট অনেক সময় অনেক দিক কোন কারন ছাড়া মার্কেট হটাত করে মুভ করে তাই শুক্র বার আমি ট্রেড করি না ।
মাঝে মাঝে আমি প্রতিদিন কিসুটা সময় ফরেক্স এ পোস্ট করার পাশাপাশি ডেমে তে ট্রেড করি থাকি।কারন শুক্রবারে আমার তেমন সময় থাকে না।শুদু সকাল টাইমে একটু সময় হয় ,সেই সময় টা কাজে লাগায় আর বেশি কিছু করার মত সময় না হওয়াতে ট্রেড করার সুযোগ না থাকায় করা যায় না।যদি সময় পাওয়া যেত ট্রেড করে যেতাম।
শুক্র বার আমার ছুতির দিন তাই শুক্র বার বেশি সময় পাওয়া জায়।
তাই শুক্র বার বাশি ট্রেড করি।