বাংলাদেশ এ ফরেক্স মার্কেট এর ভবিস্যত কি তা এখনো অনিশ্চিত,মাঝে মাঝে মনে হয় সরকার এই বিজিনেস বন্ধ করে দিবে,বাংলাদেশ এর মতো উন্নয়নশীল দেশ এ ফরেক্স বিজিনেস এখনো অনুমোদিত পাইনি,কিন্তু যদি অনুমোদিত দেই তাহলে এই বিজিনেস করে বেকার সমস্যা সমাধান হয়ে যাবে,আশা করি একদিন অনুমোদন পাবে এই বিজিনেস।