-
ফরেক্স এ কাজ করতে গেলে খুব বেশি ইংরেজি জানার দরকার নেই আপনি যে টুকু ইংরেজি জানেন তা দিয়ে আপনি ফরেক্স এ কাজ করতে পারবেন। ফরেক্স এ টিকে থাকতে গেলে আপনাকে ভাল করে ট্রেড জানতে হবে ভাল্করে ট্রেড না জানলে আপনি ফরেক্স এ ট্রেড করতে পারবেন না আর যা করেবেন তাতে আপনি লস করবেন। তাই আগে আপনাকে ভাল করে ট্রেড শিখতে হবে।
-
ফরেক্স মার্কেটে ইংলিশের দক্ষতার প্রয়োজন । আপনি যদি একজন দক্ষ টেডারের কাছ থেকে শিখে থাকেন তাহলে তো খুব ভালো । আপনাকে সফল ভাবে ফরেক্স করতে হলে আপনাকে ফরেক্স এর কিছু নিয়ম কানুন শিখতে হবে । অামরা বেশী করে ফরেক্সে কাজ করার চেষ্টা করব ।
-
বর্তমান সময়ে আমাদের দেশে সর্বত্রই কম বেশী দু এক লাইন ইংরেজি জানা মানুষ আছে৷তবে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে সামান্য ইংরেজি জানা থাকলে ভালো হবে৷আর না জানা থাকলেও তেমন কোনো সমস্যা হয়না৷মার্কেটের ট্রেডিং নিয়ম ও কৌশলগুলো দীর্ঘদিন প্র্যাকটিস করে করে আয়ত্ব করতে পারলেই হবে৷
-
ফরেক্স মার্কেট এ সফল হতে হলে আপনাকে আর ভাল ইংলিশ জানতে হবে না আপনি বাংলাতে ফরেক্স মার্কেট এ ট্রেড করা শিখতে পারবেন । আপনি এখন ফরেক্স মার্কেট এ ট্রেড শিখার জন্য বাংলা ফোরাম পাছেছেন যা আগে ছিল না তারপর ইন্সতাফরেক্স এখন বাংলাতে আপনি ইন্সতাফরেক্স এর সাথে বাংলাতে কথা বলতে পারবেন চাট করতে পারবেন তার জন্য আপনাকে ইংলিশ জানতে হবে না তাই আপনি ভাল ইংলিশ না জানলেও ফরেক্স মার্কেট এ সফল হতে পারবেন
-
বেশিরভাগ ফরেক্স সাইট গুলো ইংরেজীতে। তাই আপনাকে স্বাভাবিক ভাবে ইংরেজীতে একটু ভাল জ্ঞান থাকা দরকার। মার্কেট এর নিউজ সব সাইট এ ইংরেজীতে প্রকাশ হয়। তাই যদি ইংরেজী বিষয়ে ভালো জ্ঞান থাকে তাহলে ফরেক্স এর নিউজ গুলো সহজে বুঝা যাবে।
-
অন্তর্জাতিক মুদ্রা বাজারে ট্রেড করতে হলে আপনাকে বিশেষ করে ইংরেজি জানা থাকতে হবে কেননা অন্তর্জাতিক মুদ্রা বাজারের সম্বন্ধে আপনাকে জ্ঞান লাভ করতে হবে এবং তা বেশির ভাগ ক্সেত্রেই ইংরেজি মাদ্যমের মাধ্যমেই হয়ে থাকে।ফরেক্স নিজে নিজে শিখে কোনো কিসু না বুজলে সেটি কোনো দক্ষ বন্ধুর কাস্থেকে জেনে ও ফরেক্স সেখা যায় ফরেক্স এ ট্রেড করার জন্য ইংলিশ সেখা জরুরি নয় তবে জানা থাকলে ভালো অনেক সময় কিসু ক্ষেত্রে কাজে লাগে ইংলিশ না জানলেও ফরেক্স এ ট্রেড করতে পারবেন বলে আমি মনে করি।কারন এখন অনেক বাংলা ভাষায় ফরেক্স এর সাইট আছে যেখানে ট্রেড করতে পারবেন বাংলাতে।
-
ইংলিশ জানা না থাকলেও ফরেক্স শেখা যায়।বাংলা ভাষায় ফরেক্স শেখার অনেক গুলো সাইট আছে ওখান থেকে যে কেউ ইচ্ছে করলে ফরেক্স শিখতে পারে।তাছাড়া বাংলা ফরেক্স ফোরাম তো আছেই।
-
যেহেতু ফরেক্স একটি বিদেশী প্রতিষ্ঠান তাই ফরেক্সের ট্রেডিং করতে হলে আপনাকে মোটামুটি ভাবে ইংরেজি যানতে হবে। তার মানে এই না যে আপনাকে ইংরেজিতে কাহাজ হতে হবে। তবে যে যত ভাল ইংরেজি যানবে তার জন্য একটু সুবিধা তো বেশী হবেই। তাই ইংরেজীর বেসিক নলেজ থাকলেই ফরেক্সে ট্রেডিং করা সম্ভব।
-
অবশ্যই সফল হওয়া যায়। অনেক বাংলা ফোরাম রয়েছে যেখান থেকে অনেক নিয়মকানুন আর অভিজ্ঞতাও পেতে পারি। আর ফরেক্সের নিয়মকানুন জানলেই ফরেক্সে থেকে ভালো ইনকাম করে ফরেক্সে সফল হওয়া যাবে। তাই ফরেক্সে ইংরেজি ভালো জানা জরুরি না।
-
ভাই ফরেক্স মার্কেটে সফলতা পাবার জন্য ইংরেজী, হিন্ডি, ফার্সি কোন কিছুই জানার দরকার নেই আপনার। যদি কোন কিছু না বুঝেন কিংবা কোন প্রশ্নের জবাব আপনার জানা নেই বা ফরেক্স মার্কেট সম্পর্কে কোনকিছু বুঝতে সমস্যা হচ্ছে তাহলে সেটা আপনি এই ফোরামের মাধ্যমে জেনে নিতে পারবেন। তাই এখানে এই জায়গাতে সফলতার পূর্ব শর্ত হল ফরেক্সের উপর আপনার দক্ষতা বাড়ানো।