-
ফরেক্স ট্রেডিং করার জন্য কোন সময় অথবা নিদৃশনা নাই তবে মার্কেট লস লাভ আপনাকে বুঝতে হবে সবাই লাভের জন্য ট্রেডিং করে মার্কেট যখন সাভাবিক থাকে তখন ট্রেডিং জন্য কোন লস করার সম্ভবনা থাকেনা বললে চলে তবে কিছুটা লাভ হওয়া সম্ভবনা আছে। নিদৃষ্ট কোন সময় লাগেনা ট্রেড করার জন্য এটা একান্ত আপনার উপর নির্ভর করে।
-
ফরেক্স বাজারে ট্রেড করে লাভ করতে হলে আপনাকে অনেক অভিজ্ঞ ট্রেডার হতে হবে।কারন আপনি অভিজ্ঞ জ্ঞ্যানী,কোশলী ও পরিশ্রমী ট্রেডার না হলে আপনি লাভ করতে পারবেন না।তাই আমি মনে করি আপনি যদি সকালে ট্রেড করেন আপনি লাভ করতে পারেন। ফরেক্স মার্কেট এ ট্রেড করি তাহলে আমাদের লস হওয়ার সম্ভবনা থাকবে।তাই আমি সবাই কে বলবো আপনারা ঠাণ্ডা মাথাই রাতে ফরেক্স মার্কেট এ ট্রেড করুন।আসা করে আপনি এর ফল পাবেন।/
-
ফরেক্স এ তেমন কোন নির্ধারিত সময় নেই যে এই সময় ট্রেড করলে লাভ হওয়ার সাম্ভাবনা বেশী থাকে। তবে কিছু টাইম ফ্রেম আছে, যেমন সাধারণত দুপুরের দিকে এবং রাত ৭টা-১০টা পর্যন্ত মার্কেট বেশী উঠানামা করে থাকে।
-
যখন ইচ্ছা আপনি তখনই ট্রেড করতে পারেন কোন সমস্যা নেই। তবে আপনার বুজতে হবে কখন আপনার ট্রেড ওপেন করলে আপনার ট্রেড ভাল হবে । আসলে ফরেক্সে কোন কোন সময় ট্রেড করলে ভাল হয় এ ব্যাপারে বাঁধাধরা কোন নিওম নাই । আপনি যেকোনো সময়ই ট্রেড করতে পারেন।আপনি ফরেক্স মার্কেট শোম্পোড়ড়কে ভাল জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জন করে ট্রেড করলে ভাল হয়। আর যখন মার্কেটের গতি বাশি থাকে আপনি তখন ট্রেড করতে পারেন।
-
এখানে বাজার মুভমেন্টের উপর আপনাকে নির্ভর করতে হবে। নির্দিষ্ট কোন সময় নেই যে বাজার কখন মুভমেন্টে করবে কোন সময় (বাংলাদেশ সময়) সকালে আবার কখনো বিকালে মুভমেন্ট করে। সময়র হিসাবে আপনি ট্রেড করলে আমার মনে হয় আপনার লসই হবে। কেননা সময়ের সাথে ট্রেডের লাভ বা লসের কোন সম্পর্ক নেই। আপনি যেকোনো সময়ই ট্রেড করতে পারেন, আসলে আপনি ফরেক্স ওপেন করে যদি বুজতে পারেন যে এখন ট্রেড করলে আপনি লাভবান হতে পারেন
-
ফরেক্স মার্কেট সপ্তাহে পাঁচ দিন খোলা থাকে। ফরেক্স মার্কেট অন্য সব মার্কেটের চেয়ে আলাদা।ফরেক্স মার্কেট এমন একটি মার্কেট যা ২৪ ঘন্টাই খোলা থাকে। এই মার্কেটে ট্রেডিং করার উপযোগী সময় হচ্ছে সন্ধ্যা ৬ ঘটিকা হতে রাত ১০ ঘটিকা পর্যন্ত।কারন এই সময় ফরেক্স মার্কেটে অনেক পরিমান ট্রেডার ট্রেড করে থাকেন। মার্কেট যখন উঠা নামা না করে তখন ফরেক্স করে তেমন লাভ করা যায় না। আর যখন কোন নিউজ আসে তখন মার্কেট এর ব্যাপক উঠানামা দেখা যায়। আর বাংলাদেশ সময় সন্ধার দিকে নিউজ আসে। তাই এই সময় ট্রেড করলে ভাল হয়। অনেক সময় দিনেও ভাল নিউজ আসে। তখনও করা যেতে পারে। আবার নিউজ ছাড়াও মাঝে মাঝে ভাল উঠানামা দেখা যায়।
-
ফরেক্স ট্রেড করতে গেলে ফরেক্স মার্কেট আপনার মাথায় রাখতে হবে কখন ট্রেড করলে ভালো কখন ট্রেড করলে লাভ করতে পারব কখন ট্রেড করলে লস হতে পারে মার্কেট কখন ভালো থাকে কখন মার্কেটে দুক্তে হবে আবার কখন মার্কেটে থেকে ভের হয়ে আস্তে হবে ।
-
দুপুর ২টা থেকে রাত ৯ টা পর্যন্ত ফরেক্সে কোন কোন সময় ট্রেড করলে ভাল হয় এ ব্যাপারে বাঁধাধরা কোন নিওম নাই ।
-
ফরেক্স মার্কেট এ ট্রেড করে আয় করতে হলে এবং আয় করার পাশাপাশি সফল হতে হলে আমাদের কে এনালাইসিস করে ট্রেড করতে হবে।আর এই এনালাইসিস করতে হবে ঠাণ্ডা মাথাই । আমরা যদি মাথা গরম করে ফরেক্স মার্কেট এ ট্রেড করি তাহলে আমাদের লস হওয়ার সম্ভবনা থাকবে । তাই আমি সবাই কে বলবো আপনারা ঠাণ্ডা মাথাই রাতে ফরেক্স মার্কেট এ ট্রেড করুন । আসা করে আপনি এর ফল পাবেন ।
-
বাস্তবে, যে কোনও মুহুর্তে, ফরেক্সে বাণিজ্য করা ভাল। এই ক্ষেত্রে, কোন নির্দিষ্ট নিয়ম আছে। বাস্তবে, আপনি যদি ফরেক্স ওপেন করেন এবং বুঝতে পারেন যে আপনি এখন ট্রেড করে লাভ অর্জন করতে পারেন, আপনি যে কোনও সময় বাণিজ্য করতে পারেন, তবে আপনি বাণিজ্য করতে পারবেন।