-
ভাই এই ব্যবসাটা আপনি সারাজীবন ধরে করতে পারবেন, এতে কোন সন্ধেহ নেই বলা যায়। কারন এটা পৃথিবীর সবচেয়ে পুরাতন একটা ব্যবসা। যে কাজগুলো মানুষকে আগে হাতে হাতে সম্পূর্ণ করতে হতো এখন প্রযুক্তির সাথে সাথে সেটা এখন অনলাইন ভিত্তিক হওয়ায় মানুষের সুবিধাও যেমন বাড়ছে সেরকম সময়ও তুলনামূলকভাবে কম লাগছে। তাই এর স্থায়ীত্ব চিরদিন/চিরকাল । কেননা এই মার্কেট হল আন্তর্জাতিক এবং এখানে লাখ লাখ লোক সময় দিচ্ছে। আপনি যদি পারেন আর করতে শিখে যান তবে আপনি ও এর অংশ হিসেবে অনেকটা বছর করতে পারবেন।
-
এটি অনেক দিন তেকে চলে আসছে এবং আমার মনে হয়ে এর স্থায়িত হবে অনেক দিন। আপনি যদি এই বিষেয়ের উপর অনলাইনে ঘানাঘাটি করেন তাহলেই আপনি জানতে পারবেন এর স্থায়িত সর্ম্পকে। এটি আজীবনই থাকবে।
-
আমি মনে করি পৃথীবিতে যতদিন টাকার লেনদেন থাকবে ততদিন ফরেক্স বিজনেস থাকবে।আর যতদিন সারা বিশ্বে মুদ্রা লেনদেন থাকবে ততদিন ফরেক্স বিজনেস চলতে থাকবে। আমার তো এমনই মনে হয়। কারন আমার মনে হয় ফরেক্স অনেকদিন থাকবে আর যে একবার ফরেক্স এ ট্রেড করা শিকবে সে সারা জীবন ফরেক্স এ ব্যবসায় করতে পারবে। ট্রেডার বাড়ছেই সুতরাং যে ব্যবসা যতবেশী মানুষ করবে সে তত বড় হবে। শুধু এ ব্যবসার ব্যপারে জানতে হবে এবং অভিজ্ঞতা অর্জন করতে হবে। তাহলে এ ব্যবসা থেকে আমরা লাভবান হতে পারবো।
-
ফরেক্স হলো বিশ্বের ১ নম্বর মুদ্রা লেন-দেনের ব্যবসা পৃথিবীতে যতদিন মুদ্রার প্রচলন খাকবে ততদিন এই ব্যবসা টিকে খাকবে । অনেকে অনেক ব্যবসায় ধরা খেয়ে ফরেক্স কে ভুয়া মনে করতে পারে, কিন্তু না ফরেক্স লিগ্যাল ব্যবসা এর মধ্যে কোন ভেজাল নেই । যারা অনেক দিন ধরে ট্রেড করছেন তারা জানেন ভাল করে ফরেক্স আজীবন করা যাবে এবং এটা অন্য কোন অনলাইন জব এর মত নয় যে কয়দিন থাকবে তারপরে আবার চলে যাবে তাই আমি এ নিয়ে ভাবি না ।
-
ফরেক্স বিজনেসের স্থায়িত্ব কতদিন?
,,,,,,,,,আমি এই ব্যাপারে কিছু জানিনা তবে আমার যত টুকু ধারণা ফরেক্স লাইফ টাইম এর জন্য আর আমরা যারা ফরেক্স করি তারা চাই না ফরেক্স চলে যাক আমরা অনেক এই এখন ফরেক্স করে আমাদের লাইফ কে সেট করতে চাই আর আমি মনে করি ফরেক্স অনেক ভাল একটা বিজনেস তাই আমি ফরেক্স করি।।
-
ফরেক্স বিজনেস এর স্থায়িত্ব আজীবন আপনি এই বিজনেস এর সম্পর্কে জানার জন্য অনলাইনে একটু কষ্ট করে ঘাটাঘাটি করুন তাহলে দেখবেন আপনি পেয়ে যাবেন ফরেক্স বিজনেস এর স্থায়িত্ব সম্পর্কে সকল তথ্য ।লাইফ টাইম এর জন্য আর আমরা যারা ফরেক্স করি তারা চাই না ফরেক্স চলে যাক আমরা অনেক এই এখন ফরেক্স করে আমাদের লাইফ কে সেট করতে চাই।
-
পৃথিবীতে যতদিন মানুষ থাকবে, মুদ্রার বিনিময় থাকবে, এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করবে, বৈদেশিক বাণিজ্য চলবে ততদিন ফরেক্স থাকবে। ব্রোকার আসবে, ব্রোকার যাবে কিন্তু আমাদের আলো বাতাসের মতই ফরেক্স টেডার ও ট্রেড চিরদিন পৃথিবীতে থেকে যাবে। আমরাও একদিন চলে যাব। ফরেক্স বন্ধ হবে না কোন দিন ও । আমার কাছে ব্যাংক এর মতই মনে হয় ফরেক্স। ব্যাংকে যেমন আমি বিশ্বাস করে টাকা রাখি তেমনি ফরেক্স এও টাকা ইনভেস্ট করি। আসলে ফরেক্স কখনো যাবে না, গেলে আপনি ফরেক্স ছেড়ে চলে যাবেন, যদি সব লস করে ফেলেন। আমার কাছে এইটাই মনে হয়। কিন্তু কিছু খারপ ব্রোকার আছে, সেগুলো থেকে সাবধান থাকা উচিৎ।
-
ফরেক্স হলো বিশ্বের ১ নম্বর মুদ্রা লেন-দেনের ব্যবসা পৃথিবীতে যতদিন মুদ্রার প্রচলন খাকবে ততদিন এই ব্যবসা টিকে খাকবে । অনেকে অনেক ব্যবসায় ধরা খেয়ে ফরেক্স কে ভুয়া মনে করতে পারে, কিন্তু না ফরেক্স লিগ্যাল ব্যবসা এর মধ্যে কোন ভেজাল নেই । যে কেউ কোন প্রকার সন্দেহ ছাড়াই এই ব্যবসা শুরু করতে পারে ।
-
ফরেক্স বিজনেস এর স্থায়িত্ব আজীবন আপনি এই
বিজনেস এর সম্পর্কে জানার জন্য অনলাইনে একটু
কষ্ট করে ঘাটাঘাটি করুন তাহলে দেখবেন আপনি
পেয়ে যাবেন ফরেক্স বিজনেস এর স্থায়িত্ব
সম্পর্কে সকল তথ্য । এটা প্রথমে অফলাইনের করা হত
কারেন্সি ক্রয় বিক্রয় এর মাধ্যমে কিন্তু যুগের
তারতম্যের কারনে এখন এই বেবসা আরো সহজতম
হয়ে অনলাইন ভিত্তিক হয়েছে যার কারনে যে কেউ
পৃথিবীর যে কোন প্রান্ত হতে এই বিজনেস খুব
সহজেই করতে পারে অনায়েসে
-
যতদিন মানুষ এক দেশের সাথে ব্যবসায়িক খাতিরে কিংবা ভ্রমনের খাতিরে কিংবা বিনিয়োগের খাতিরে সম্পর্ক বজায় রাখবে ততদিন ফরেক্স থাকবে। আর যদি মানুষ এক দেশের সাথে আর এক দেশের যোগাযোগ বা লেনদেন বন্ধ করে দেয় তাহলে এই পৃথিবীতে কেউ আর বেশিদিন টিকে থাকতে পারবে না। কারন আমরা প্রতিনিয়ত অন্য দেশের সাথে যে কোন কারনে যোগাযোগ রাখি।