স্টপ লস ফরেক্স মার্কেটের খুবই গুরুত্বপূর্ণ একটি টুলস যেটা ফরেক্স ট্রেডিং এর প্রায় সকল ট্রেডার ব্যবহার করে থাকে।কেননা স্টপ লস ব্যবহার করার মাধ্যমে যেমন একজন ট্রেডার তার অ্যাকাউন্টে সুরক্ষিত করতে পারে তেমনি অনাকাঙ্ক্ষিত লস এর হাত থেকে রক্ষা করতে পারে।একজন ট্রেডারের পক্ষে সার্বক্ষণিকভাবে মার্কেটের দিকে নজর রাখা সম্ভব না তাই সে যদি ট্রেড ওপেন করার সময় stop-loss ব্যবহার করে মার্কেট থেকে বের হয়ে যায় এবং পরবর্তীতে মার্কেট যদি তার বিপরীত দিকে যেতে শুরু করে তাহলে তার নির্ধারিত পজিশনে গিয়ে আপনা-আপনিই ট্রেডটি ক্লোজ হয়ে যাবে। ফলস্বরূপ তার অ্যাকাউন্ট বাড়তি লসের হাত থেকে রক্ষা পাবে।