-
হ্যা আমিও মনে করি এটা আমদের দেশে ছড়িয়ে পড়ৃক বা পড়া উচিত। এটা অনেক বেশি উপকার হতে পারে আমাদের দেশের বেকার জনশক্তির জন্য । কিন্তু একই সাথে আর ও একটা চিন্তার বিষয় হচ্ছে আমাদের কাছে যখনই কোন কিছু আসে একেবারে মহামারি আকারে আসে। তাই আমরা লাভের থেকে বেশি লস করে বসে থাকি। আমি বলতে চাইছি যে - আমরা হুজুকে বাঙ্গালিতো তাই যখন যে দিকে ঝুকে পড়ি একটু বেশি মানে অনেক বেশি ঝুকে পড়ি। তাই এই জায়গায় একটু না বেশ ভাল রকম খেয়াল রাখা উচিত।
-
আমাদের দেশের বর্তমান পরিস্থিতে চাকুরী পাওয়া অনেক কষ্টের তাছাড়া চাকুরী পেলেও ভালো বেতন পাওয়াটা দুস্কর।এমতবস্থায় বাংলাদেশের ফরেক্স বাংলাদেশের বেকারদের জন্য আয়ের খুবই ভালো একটা পথ।তারা চাইলে এটাকে ভালোভাবে শিখে ঘরে বসেই অনেক টাকা আয় করতে পারবে।দারিদ্রতা মুক্ত একটা দেশ আমরা দেখতে পাব।অনেক মানুষ ফরেক্সে কাজ করছে।
-
ফরেক্স সারা দেশ এ ছড়িয়ে পরা উচিত।ফরেক্স যদি আমাদের দেশ এ ছড়িয়ে পরে তাহলে আমাদের দেশের সকল মানুষ ফরেক্স সম্পরকে জানতে পারবে আর আটা আমাদের ই করতে হবে তাহলে আমাদের দেশের কিছু বেকার মানুষ এক্তা কাজ খুজে পাবে বলে আমি মনে করি।তাই আমাদের চেষ্টা করতে হবে যত টা তারাতাড়ি সারা দেশ এ ফরেক্স ছড়নো যায়।
-
বর্তমান পেক্ষাপটে বাংলদেশে ফরেক্স দ্রুত ছড়িয়ে দিতে পারলে দেশের কল্যান হবে।সাথে বাংলাদেশের বেকার সমস্যার সমাধান হবে।দ্রুত দেশের অগ্রগতি হবে।আমরা সকলে লাভবান হব।
-
ফরেক্স এখন আরে দ্রুত ছরিয়ে পরার জন্য অপেক্ষা করে নি এখন সবখানে ফরেক্স ছরিয়ে পরেছে এখন লাখ লাখ মানুষ ফরেক্স করছে এবং এই ফরেক্স থেকে তারা তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি করছে তাই ফরেক্স হল এখন একটি অনেক ভাল বেবসা ।
-
ফরেক্স একটি আন্তর্জাতিক ব্যবসা । এ ব্যবসা কোন কোম্পানির আওতাভুক্ত নয় তাই এ ব্যবসা কোন দিন বন্ধ হয়ে যাবে না । আমাদের দেশে এখন চাকরির চেয়ে শিক্ষিত যুবক এর সংখ্যা অনেক বেশি তাই এখন চাকরির ক্ষেত্র বাদ দিয়ে আমাদের বিকল্প কিছু ভাবতে হবে অার বিকল্প হিসেবে ফরেক্স ব্যবসা একটি ভাল মাধ্যম । তাই আমি মনে করি আমাদের দেশে ছড়িয়ে পড়া উচিত ।
-
ফরেক্স আমাদের দেশে খুভ দ্রুত চড়িয়ে পড়া উচিত কারণ আমাদের দেশের বর্তমান পরিস্থিতে চাকুরী পাওয়া অনেক কষ্টের তাছাড়া চাকুরী পেলেও ভালো বেতন পাওয়াটা দুস্কর।
-
আমার মতে ফরেক্স আমাদের দেশে দ্রুত না হলেও সময় সাপেক্ষ চড়িয়ে পড়া উচিত। কারন ভালো ট্রেড জানলে ফরেক্স থেকে অনেক বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব। তাই আমাদের দেশের রেমিটেন্স বাড়াতে ফরেক্স প্রয়োজন। আর আমাদের দেশের বেকার সমস্যা সমাধান করতে ফরেক্স প্রয়োজন।
-
আমি বলবো ফরেক্স সারা দেশ এ ছড়িয়ে পরা উচিত।ফরেক্স যদি আমাদের দেশ এ ছড়িয়ে পরে তাহলে আমাদের দেশের সকল মানুষ ফরেক্স সম্পরকে জানতে পারবে আর আটা আমাদের ই করতে হবে তাহলে আমাদের দেশের কিছু বেকার মানুষ এক্তা কাজ খুজে পাবে বলে আমি মনে করি।তাই আমাদের চেষ্টা করতে হবে যত টা তারাতাড়ি সারা দেশ এ ফরেক্স ছড়নো যায়।
-
আমি বলব ফরেক্স আমাদের দেশে দ্রুত ছড়িয়ে পড়া উচিত নয় বরং দ্রুত ছড়িয়ে পড়ছে। কারণ আমাদের দেশে ১ বছর আগেও এই মার্কেট সম্পর্কে তেমন বেশি লোভ জানতো না বর্তমানে এই মার্কেট সম্পর্কে অনেক বেশি লোক জানতে পারছে এবং এই মার্কেটের সাথেও বহু ট্রেডার জড়িয়ে পড়েছে। বর্তমানে এই পেশায় বহু সংখ্যক ট্রেডার লিপ্ত থেকে তাদের জীবিকা নির্বাহ করছে। এবং আশা রাখছি ভবিষ্যতে বাংলাদেশের অধিকাংশ ট্রেডার এই মার্কেটের সাথে লিপ্ত থেকে তাদের বেকারত্বকে মুছে দিতে সক্ষম হবে।