-
আমি মনে করি ফরেক্স থেকে ফরেক্স থেকে প্রফিট লাভ করা জায় । আপনি কিছু নিয়ম মেনে চললে আপনি অবসসই ট্রাডিং সফল হবেন । ফরেক্স মার্কেট সম্পরকে ভাল করে জানতে হবে । ফরেক্স মার্কেট ট্রআডিং আপনি লস কম করবেন যদি আপনি কম রিস্ক নিয়ে ট্রাডিং করেন ।ফরেক্স মার্কেটে লোভ করা যাবে না । কিছু পাওয়ার চেয়ে সব না হারানু অনেক ভাল । ফরেক্স মার্কেট আপনি লস তু করতেই পারেন তবে ভাল ফল পাবেন যদি বিষয় গুল মেনে চলেন ।
-
ফরেক্স সম্পর্কে আপনি যদি ভাল জানেন ফরেক্স সম্পর্কে আপনা সকল অভিজ্ঞতা থাকে তাহলে আপনি ফরেক্স থেকে ভাল লাভ করতে পারেন ।ফরেক্স একটি আন্তর্জাতিক চারেঞ্চি মার্কেট একানে মুদ্রা কেনা বেচা হয় আর আপনার যদি সেই মুদ্রা সম্পর্কে ভাল ধারনা থাকে তাহলে আপনি ফরেক্স থেকে ভাল লাভ আসা করতে পারেন।
-
আমি বিশ্বাস করি না যে ফরেক্স মার্কেটের থেকে সব সময় প্রফিট করা যায় কারন এটা একটা অনলাইন কারেন্সি মার্কেট। কারন ভিবিন্ন দেশের অর্থনীতিক অবস্থা এখানে বিরাজ করে। সব দেশের অর্থনীতিক অবস্থা সবসময় ভাল যায় না।লাভ হবে লসও হবে। দুটোই মেনে নিতে হবে।
-
ফরেক্স মার্কেটে সব সময় লাভ করা জায় এটা আমার মনে হয় এই কথা ঠিক না কারন ফরেক্স মার্কেটে লে কোন সময় লস হতে পারে কেউ বলতে পারে না যে আমার এই ট্রেডে লাভ হবেই লস হতে পারে তবে আমাদের সেটা খেয়াল রাখতে হবে জেন লস না জায় তবে আমার মনে হয় ফরেক্স সম্পর্কে ভাল জানলে লস খুভ কম হয় সভ সময় লাভ করা জেতে পারে।
-
আমি বিশ্বাস করি ফরেক্স থেকে আমি একদিন অনেক টাকা আয় করবো আর তা করার জন্য আবশ্যই অভিজ্ঞতা অর্জন করতে হবে। কারন ফরেক্স ব্যবসায় সফলতা অর্জনে একমাত্র চাবিকাঠি হলো অভিজ্ঞতা।
-
আমি মনে করি আপনি যদি ফরেক্স সম্পর্কে ভাল করে জেনে থাকেন তাহলে আপনি চাইলেই পারবেন ফরেক্স থেকে ভাল লাভ করতে ।আপনার যদি জ্ঞান থাকে তাহেল আপনি এখান থেকে প্রতিদিন ভালো পরিমাণের মুনাফা অর্জন করতে পারবেন।
-
ফরেক্স ব্যবসায় এমন নিশ্চিত করে কেউ বলতে পারেনা যে সে সব সময় লাভ করবে কিন্তু সে চেস্টা করলে তার লসের পরিমান কমিয়ে আনতে পারে। কিন্তু তার জন্য তাকে ফরেক্স সম্পর্কে জানতে হবে ফরেক্স কে ভাল ভাবে শিখতে হবে ফরেক্স এর উপর অনেক অভিজ্ঞতা অর্জন করতে হবে সারা ক্ষন ফরেক্স নিয়ে থাকতে হবে। আমার মতে তাহলেই আপনি লস কম করবেন আর আপনার লাভের সংখ্যা অনেক বেশি হবে।
-
ফরেক্স থেকে সবসময় লাভ করা সম্ভব না। তবে যারা প্রফেশনাল ট্রেডার তাদের লাভ লস মিলিয়ে মাস শেষে অনেক লাভ থাকে। লাভ লস হচ্ছে ব্যবসার একটা অংশ। ব্যবসাতে লাভ বা লস যেকোন একটা হবে। তাই বলে বসে থাকলে কিন্তু কিছু হবে না। তাই যদি আপনি প্রকৃত ব্যবসায়ি হন তাহলে আপনাকে ব্যবসার মত ব্যবসা করতে হবে। লসে জন্য ভয় পেলে চলবে না।
-
না আমি বিশ্বাস করি না কারন ফরেক্স এমন একটা ব্যবসা যে ব্যবসা সম্পর্কে কেউই সঠিক ভাবে বলতে পারবেনা যে সে লাভ করবে না সে লস করবে। আর ফরেক্স এ যে সব সময় লাভ হবে এটা চিস্তা করা একদম ঠিক না কারন ফরেক্স এ যে কোন সময় যে কোন কিছু ঘটতে পারে। আমরা যেটা পারি সেটা হলো ভাল করে ট্রেড করার চেস্টা করা নিজে অনেক আত্তবিশ্বাস থাক বুঝে শুনে ট্রেড করা এই সব বিষয়ে সতার্ক হলেই আপনি লাভের আশা করতে পারেন।
-
আসলে ফরেক্স এমন একটা ব্যবসা যে ব্যবসায় কেউ ঠিক করে বলতে পারেনা যে সে এখন লাভ করলে অথবা লস করবে। কারন ফরেক্স মার্কেট সব সময় আপ ডাউন করে থকে যার জন্য কখনো আপট্রেন্ডে ট্রেড করতে হয় আবার কখনো ডাউনট্রেন্ড লাইনে ট্রেড করতে হয়। তাই বড় বড় ট্রেডাররাও ঠিক করে বলতে পারে না এখন লাভ হবে না লস হবে কিন্তু তার আনদাজ করতে পারে তাদের অভিজ্ঞতা দিয়ে।