-
আপনার বৈদেশিক মুদ্রার শেখার যে অফ সুযোগ রয়েছে, আপনার একটি পিসি ওয়েব প্রয়োজন। আপনার সাধারণ আশেপাশে ওয়েব রয়েছে এমন ইভেন্টে আপনি ওয়েবে ফরেক্স শিখতে পারেন। শহরে অসংখ্য ব্যক্তি আছেন যাদের ফরেক্স করতে হবে। আপনি ডেমোতে শিখার আগে ডেমোগুলি বিনিময় করেন এবং আপনি অভিজ্ঞ হন তবে আপনি ফরেক্স থেকে সংগ্রহ করতে পারবেন। আপনি রিয়েল মাদ্রিদে বিনিময়ে ভাল করতে পারেন এমন ইভেন্টে কোনও সমস্যা হবে না।
-
কোর্স করাটা আসলে ব্যাক্তিগত বিষয়। ফরেক্স আপনি কোর্স করলে আরও ভালো প্রফিট করতে পারেন। কারন কোর্স না করলে একটা বিষয় সম্পর্কে জানতে অনেক সময় লাগবে। কাজেই কোর্স করলে দ্রুত এবং সহজেই প্রফিট করা যেতে পারে। আবার রিস্ক হিসাব করেও আমাদের ট্রেড করতে হবে।
-
ফরেক্স এর জন্য কোর্স না করলেও চলবে । অনেকে ইন্টারনেট থেকে ফরেক্স এ কাজ করে কিভাবে তা শিখতে পারে । আবার ফরেক্স এর জন্য কোর্স করলেও কিছহু হবে না । অনলাইনে অনেক মাধ্যম আছে ফরেক্স শিখার জন্য।বিডি পিপস থেকে শিখতে পারেন।
-
বর্তমানে আপনি অনলাইন এবং ইন্টারনেটকে আপনার ফরেক্স ট্রেইনার মনে করবেন। আপনি ইন্টারনেটে পড়াশুনা করে ফরেক্স নিয়ে অনেক কিছু শিখতে পারবেন। তবে অনেক কিছু শিখলেও আপনার দরকার টেকনিক্যাল কিছু জ্ঞান। তবে আপনি চাইলে কোন পরিচিত কোন দক্ষ ট্রেডার এর কাছ থেকে ফরেক্স শিখে নিতে পারেন । সে ক্ষেত্রে উক্ত ট্রেডারের স্কিল সম্পর্কে আগে ভালভাবে জানুন ।
-
বর্তমানে আমাদের দেশে মোটামুটি সব ফরেক্স ট্রেনিং সেন্টারের সাধারণ ফরেক্স ট্রেডিং এর ট্রেনিং ফি ১০,০০০-১২,০০০ টাকার মধ্যে। সময় ২-৪ সপ্তাহ। ভালো। খুব সহজ উত্তর হল কোন ফরেক্স ট্রেনিং সেন্টারে চলে যান অথবা আপনার পরিচিত কেউ ফরেক্স জানলে তারকাছ থেকে যেকোনভাবে শিখতে শুরু করুন। অনেক ক্ষেত্রে এসব কোর্স ফাকিজুকিই হয়। সামান্য কিছু শেখাবে যা আপনি নেট থেকেই শিখতে পারবেন মাঝখান থেকে আপনার টাকা নষ্ট হবে । আমার মতে এমন ঝুকি না নিয়ে নিজেই প্র্যাক্টিস করুন তাহলেই ভালো ভাবে শিখতে পারবেন।
-
ফরেক্স শিখর জন্য কোন কোর্স করার প্রয়োজন নেঈ । আপনি কিছু বঈ ডউনলোড করে পরতে পারেন আর বেশি করে ডেমো প্রাকটিস করতে পারেন । আমার মতে কেউ আপনাকে ফরেক্স শিখিয়ে দিতে পারবেনা আপনাকে নিজেঈ শিখতে হবে। আর এজন্য প্রয়োজন হবে সময়ের । আপনি ধৈর্য নিয়ে ট্রেড করেন এবং মার্কেটের মুভমেন্ট বুঝতে শিখেন দেখবেন আপনি একসময় ভালো ট্রেড করতে পারবেন।
-
ফরেক্স শেখার জন্য কোন কোর্স করার দরকার নেই।কিছু এক্সপার্ট দের সাহায্য এবং নিয়মিত বিভিন্ন ব্লগ ,ফোরাম পরলেই শেখা জায়।তবে আপনাকে অনেক ধৈর্যশীল হতে হবে।বেশ কিছুদিন ডেমো ট্রেডিং করতে হবে। এছাড়াও ফরেক্স নিয়ে অনেক টিউটোরিয়াল এখন বাংলা তেই পাওয়া যায়।
-
ফরেক্স শিখার জন্য কোন কোর্স করা জরূরী নয় । কারন ফরেক্স করতে হলে আপনাকে ্অভিজ্ঞতা ্অর্জন করতে হবে। আর আর িএর জন্য প্রয়োজন সময় কিন্তু আপনি যদি কোন কোর্স করেন তহলে আপনি তাত্বিক ভাবে সব কিছু জনবেন কিন্তু বাস্তব ্অভিজ্ঞতা হবে না। আমার উপদেশ হবে আগে নিজে ততটুকু শিখার চেষ্টা করুন জততুকু শিখলে আপনি ফরেক্স বিশয়ে কোন শন্দর একটি প্রস্ন আপনি কাউকে ক্রতে পারবেন, ফরেক্স বিশয়ে বিভিন্ন ফোরাম এবং গ্রুপ আছে যারা আপনাকে ফরেক্স শিখতে সাহায্য করবে।
-
ফরেক্স বিষয়ে আপনি ইচ্ছা করলে কোর্স করতে পারেন। কারণ ফরেক্স এমন একটি আন্তর্জাতিক মার্কেট যেখানে প্রতিনিয়ত জ্ঞানলাভ ও চর্চা করতে হয়। এখানে প্রতিযোগীদের সঙ্গে অনেক বেশি যা তুলনায় আপনি অভিজ্ঞতা না হলে এখানে টিকে থাকা কোনভাবে সম্ভব নয়। তাই কোন কোর্স না হলে নূন্যতম আপনার কোন পরিচিত ফরেক্স উইক বড় ভাইয়ের কাছ থেকে সাজেশন নিতে পারেন ফরেক্স শেখার বিষয়। পরামর্শ ব্যতীত আপনি ইউটিউব বা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে খরচ বিষয়ে প্রশিক্ষণ নিল তা বাস্তবায়ন করতে পারবেন না। তাই ফরেক্স শেখার জন্য একজন দক্ষ গাইডলাইন প্রয়োজন।
-
একজন দক্ষ ও সফল ট্রেডার হতে হলে আপনাকে ফরেক্স মার্কেট সম্পর্কে প্রচুর পড়াশোনা করতে হবে ও অনেক সমায় দিতে হবে।পড়াশোনা পাশাপাশি আপনাকে ডেমো ট্রেড করতে হবে।আপনি বই কিনে ও নেটের মাধমে আমরা অনেক কিছু জানতে পারবেন