ফরেক্স ব্যবসা সুধু ধনিদের জন্য না এই ব্যবসা ধনি গরিব এবং মধ্য বিত্ত সবাই এই ব্যবসা করা জায় তবে অনলিনে জারা কাজ করতে পারে তাড়া ফরেক্স ব্যবসা করতে পারে তা না হলে তাড়া ফরেক্স করতে পারবে না কারন একটি একটি অনলাইন ব্যবসা।
Printable View
ফরেক্স ব্যবসা সুধু ধনিদের জন্য না এই ব্যবসা ধনি গরিব এবং মধ্য বিত্ত সবাই এই ব্যবসা করা জায় তবে অনলিনে জারা কাজ করতে পারে তাড়া ফরেক্স ব্যবসা করতে পারে তা না হলে তাড়া ফরেক্স করতে পারবে না কারন একটি একটি অনলাইন ব্যবসা।
ফরেক্স একটা খুবি পপুলার বাসবা তাই এই বাবসা থেকে টাকা আয় করতে হলে আমাদের সব সময় মার্কেট এর নিওম মেনে ট্রেদ করতে হবে।ধনি লকেরা এই মার্কেট থেকে টাকা আয় করতে পারে কিন্তু তারা ইছা করলে সব সময় লাভ করতএ পারবে না। এই আম্রকেত থেকে সব লকেরা টাকা আয় করতে পারে।
ফোরেক্স শুধু ধণীদের জন্য এ কথা আমি বলব না। ধনীদের জন্য ফোরেক্স মার্কেট একটি প্লাস পয়েন্ট কারন তাদের কাছে অনেক ক্যাপিটাল রয়েছে। আমার মতে ফেরেক্স মার্কেট সবার জন্য আসলে মানি ইনভেষ্ট এর চেয়ে স্ট্রাটেজি টা ভালো হওয়া জরুরী। আর যদি এই স্ট্রাটেজি ভালো হয়ে যায় তাহলে একজন ম্যদবীত্তকে ধনী করতে এই ফোরেক্স মার্কেটের খুব বেশি সময় লাগার কথা নয়।
ফরেক্স ধনি গরিব সবার জন্য । যে ফরেক্স এর কাজএ দক্ষ তার জন্য ফরেক্স । এখন সে ধনিও হতে পারে আবার গরিবও হতে পারে । এখানে আয় করাটাই হল আসল ।
কখনোই না ফরেক্স একটি উন্মুক্ত ব্যবসা যেখানে সবাই ইচ্ছা করলে অংশ গ্রহন করতে পারবে এতে ধনী বা গরীবের কোন ব্যাপার নেই এ জন্য দরকার ফরেক্স সম্পর্কে আগ্রহ যা আপনাকে ফরেক্স মার্কেটে সফলতা এনে দেবে বলে আমার বিশ্বাস আর ফরেক্স এ খুব ভালো করে ট্রেড করতে পারলে এথকে অনেক টাকা আয় করা যায় যা দিয়ে আপনি গরীব থজেকে ধনী হয়ে উঠতে পারেন
না ফরেক্স সুদু ধনিদের জন্য না, ফরেক্স বেবসা সবার জন্য। ফরেক্স বেবসা করতে জ্ঞান থাকতে হয়। পরা শুনা থাকতে হয়। ভাল একটা অবিজ্ঞতা থাকতে হয়। তাহলে লাভবান হইয়া যাই।
নাহ, আমি তো ছা্ত্র কিন্তু আমি তো ফরেক্স করছি ,এ খানে সবার জন্য কাজ করার সুযোগ আছে ,যে কাজ জানে সেই একাজ করতে পারবে।
ফরেক্স যে ধনীদের জন্য এমন কোন কথা নাই ।যে কোন লোক ফরেক্স ট্রেড করতে পারবে ।তবে ফরেক্স সম্পর্কে টাকে জানতে হবে । এ বিষয়ে তাঁকে জানতে হবে । অনেক জ্ঞান অর্জন করতে হবে ।এনালাইসিস করা শিখতে হবে।
এই কাজ গুলো করতে পারলে সে ফরেক্স ট্রেড করতে পারবে। তাই যে কোন ফরেক্স ট্রেড এ অ;শগ্রহন করতে পারবে,।
ফুরেক্স শুদু ধনিদের জন্য না । ফরেক্স হল এমন একটি বে্বসা যখানে পুজি ছারাই ধনি গরিব সকলে বেবসা করতে পারে। কিন্ত ধনিরা টাকা বেশী বীণিয়গ করে তাই তারা বেশি লাভবান হই।তাই ফরেক্স হল আমার মতে একটি আধুনিক এবং উন্নত মানের বেবসা।
আমি মনে করি ফরক্স শুধু ধনীদের জন্য নয়। কারন যদি আমরা এটি সম্পর্কে ভাল বুঝি তাহলে চাইলে যে কেউ এটা শুরু করতে পারে।