-
ফরেক্স এ ট্রেড করার আগে আমাদেরকে খুব ভালো করে ফরেক্স মার্কেট সম্পর্কে ধারণা নিতে হবে এবং ফরেক্স ট্রেডিং শিখে নিতে হবে ভালো ট্রেদার হতে হলে সেখা এবং ডেমো প্রাকটিস এর কোনো বিকল্প নেই আমরা যদি নিজেকে দক্ষ করে গড়ে তুলতে পারি ফরেক্স মার্কেটে প্রফিট আসবেই।
-
আমি বলবো অবশ্যই না। আপনার যদি ফরেক্স সম্পর্কে যথেষ্ঠ জ্ঞান থাকে, ভালো ট্রেডিং নিতে পারেন তাহলে ফরেক্স আপনার জন্য একটি আদর্শ প্লাটফর্ম। আপনি ভুল ট্রেড নিলে অবশ্যই লস করতে হবে। সেজন্য ফরেক্সে ট্রেড করার আগে ফরেক্স সম্পর্কে ভালো করে জেনে শুনে নিতে হবে। অনেক পরিশ্রম করতে হবে, মার্কেট এনালাইসিস করতে হবে, টেকনিক্যাল এনালাইসিস, ফান্ডামেন্টাল এনালাইসিস ও আপকামিং নিউজগুলো ভালো ভাবে দেখতে হবে। ফরেক্স মার্কেটে ডেমো প্রাকটিসের বিকল্প নেই । যে যতো বেশি ডেমো প্রাকটিস করবে ফরেক্স মের্কেটে সে ততো বেশি সফলতা অর্জন করবে। লোভের দ্বার প্রভাবিত হয়ে ভুল ট্রেড নেয়া যাবে না। ধৈর্য ধরে টিকে থাকতে পারলে সফলতা আসবেই।
-
ফরেক্স এমন একটা ব্যাবসা যেটা সবাই করতে পারে।তাই আপনি চাইলেই এই ব্যাবসা করতে পারবেন এর জন্য কোন প্রকার নিসেদাজ্ঞা নেই।অবশ্যই ট্রেডিং দক্ষতা এবং বিস্তর জ্ঞান অর্জন করা দরকার। ব্যাপারটা অবশ্যই পরিশ্রমসাধ্য।
-
আমি মনেকরি ফরেক্স আমাদের সবার জন্য । আমারা সবাই ফরেক্স এ কাজ করে আমাদের জীবনকে পাল্টে দিতে পারি । আর তার জন্য আমাদেরকে বেশি করে ফরেক্স এ জ্ঞান লাভ করতে হবে । তাহলে আমার ফরেক্স এ ভাল কিছু করতে পারব ।
-
লাভ ও লসের দুইটি বিষয়ে ফরেক্সের রয়েছে এটি যেমন শুধু লাভের জায়গা নয় তেমনি এটি শুধু লসের জায়গাও না আপনাকে এখানে ব্যবসা করতে হলে এই দুটির সম্মুখীন হতে হবে কেননা আপনি একজন যতই দক্ষ ট্রেডার হোন না কেন আপনাকে লস এরম একদিন না একদিন দেখতে হবে এবং প্রত্যেকটি ব্যবসার একটি অংশ হচ্ছে লস খাওয়া কিন্তু যারা অনেক দক্ষ পরিশ্রমই এবং খুব ভালোভাবে মার্কেট এনালাইসিস করতে পারে তাদের ক্ষেত্রে লসের পরিমাণটা কমে যায়
-
হ্যাঁ অবশ্যই আমি মনে করি ফরেক্স আমাদের সবার জন্য আমরা সবাই ফরেক্স এ কাজ করে অনেক টাকা ইঙ্কাম করতে পারবো এবং এই ফরেক্স থেকে আমাদের ভবিষ্যৎকে খুব ভালো করে গরে তুলতে পারি আর তার জন্য আমাদেরকে অনেক বেশি করে ফরেক্স সম্পর্কে অনেক ভালো দক্ষতা আর জ্ঞান অর্জন করতে হবে তাহলে শম্ভাব।এর জন্য অবশ্যই ট্রেডিং দক্ষতা এবং বিস্তর জ্ঞান অর্জন করা দরকার। ব্যাপারটা অবশ্যই পরিশ্রমসাধ্য। তাহলে অবশ্যই ফরেক্স মার্কেট আমাদেরকে নিচিত আয় এর সুযোগ করবে ইনসাল্লাহ
-
আপনি মনে করেন ভাল হতে পারে ফরেক্স ট্রেডিং আমাদের জন্য।আমি মনে করি ফরেক্স বিজনেস আমাদের জন্য ভালো একটি বিজনেস হতে পারে যদি আমরা ফরেক্স শিখে তার ফরেক্স বিজনেস করি।আমরা অনেকে মনে করি ফরেক্স বিজনেসে ট্রেডে বায় সেল দিলেই আয় করা আয় আর ধনী হওয়া যায়।আসলে তা না ফরেক্স থেকে আয় করতে হলে অনেক পরিশ্রম করতে হবে অভিজ্ঞ হতে হবে জ্ঞ্যান থাকতে হবে।তাহলে আপনি আয় করতে পারবেন বলে আমি মনে করি।আপনাদের মতামত জানান।
-
হ্যাঁ আমি মনেকরি ফরেক্স আমাদের সবার জন্য । আমারা সবাই ফরেক্স এ কাজ করে আমাদের জীবনকে পাল্টে দিতে পারি । আর তার জন্য আমাদেরকে বেশি করে ফরেক্স এ জ্ঞান লাভ করতে হবে । তাহলে আমার ফরেক্স এ ভাল কিছু করতে পারব ।
-
The state of each business is that there should be benefit and misfortune in the Forex market and its exemptions are only Forex market and a business from which we can undoubtedly bring in the cash we need yet prior to exchanging Forex we need to have an excellent thought regarding Forex market and Forex Learning to be a decent dealer If you need to be a decent broker, there is no option in contrast to learning and demo practice.
-
যিনি নিজেই স্বয়ং একজন বৃহৎ অত্যন্ত মূল্যবান সম্পদ৷দেশের গৌরব৷যাকে মানি মেইকার বলা হয়৷যেহেতু ফরেক্স হলো বিশ্বব্যপী সকলের জন্য উন্মূক্ত স্বাধীন ব্যবসা৷তাই পরিবারের শিক্ষিত গৃহিনী, অবসর প্রাপ্ত শিক্ষিত বয়স্ক ব্যাক্তি, কেউ ছাত্রছাত্রী আবার অনেকেই বিভিন্ন পেশাজীবী৷সকলেই ইচ্ছা ও সুবিধা মত সুযোগ কাজে লাগিয়ে প্রতিটি শিক্ষিত পরিবারকে আর্থিকভাবে আরোও সচ্ছ্বল ও উন্নত করতে পারেন ৷