-
না ভাই ফরেক্স কখনই চলে যাবে না। কারন এটা পৃথিবীর সর্ববৃহৎ* মার্কেট প্লেস। এটা যুগ যুগ ধরে চলে আসছে এবং বর্তমান বিশ্বে এর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে এবং মানুষও তুলনামূলকভাবে এই ব্যবসায় পদার্পণ করছে। কারন এই ব্যবসাটা অনেক কনফোটেবল, মানুষ খুব সহজেই এর সবকিছু আয়ত্ব করে ফেলতে পারে এবং এখানে ইনকামেরও বিশাল বড় সুযোগ ও সম্ভাবনাও রয়েছে যথেষ্ট। সুতরাং বলা যায় যে ফরেক্স কখনই চলে যাবে না।
-
আমি মনে করি নির্ভরযোগ্যতা জন্য প্রতিটি ট্রেডে আপনাকে স্টপ লস সেট ব্যবহার করতে হবে, ব্যবহার করলে আপনি নির্ভরযোগ্য*থাকতে পারবেন উই ক্ষেত্রে,* ব্যবহার না করলে আপনি আপনার সম্পূর্ণ একাউন্ট জিরো যাওয়ার সম্ভাবনা থাকে।
-
ফরেক্স মার্কেট সারাবিশ্বব্যাপী এবং সর্ববৃহৎ আন্তর্জাতিক বাজার যেখানে গড়ে প্রতিদিন 5.5 ট্রিলিয়ন মার্কিন ডলার লেনদেন হয়ে থাকে৷এখানে বিশ্বের সকল বড় বড় Super Bank,central bank,commercial bank,insurance company,investment company, export import company,প্রাইভেট ফান্ডসহ আমরা সকলেই যে কোনো সময়ে নিজেদের সুবিধামতো ব্যবসা করতে পারছি৷বিশেষ করে অনলাইনের সুবিধার কারণে আমরা এই মার্কেটে ব্যবসা করার জন্য সুযোগ পেয়েছি৷তাই বিশ্বের যে কোনোও প্রান্ত থেকে যে কেউই খুব সহজেই trading টার্মিনালে বিভিন্ন কারেন্সি পেয়ারের chart pattern গুলো দেখে দেখে এই ব্যাবসা করতে পারবেন৷এই মার্কেটে ছাত্র-ছাত্রী,চাকুরীজীবি, ব্যবসায়ী,
অবসরপ্রাপ্ত অথবা যে কোনোও পেশায় নিয়োজিত ব্যক্তিগণ নির্দ্বিধায়, নিশ্চিন্তে, স্বাধীনভাবে,সুযোগ-সুবিধা মতো ব্যবসা করতে পারবেন৷যেহেতু ফরেক্স মার্কেট সারাবিশ্বব্যাপী আন্তর্জাতিক মুদ্রা বাজার তাই এই মার্কেট অন্য কোথাও চলে যাওয়ার কোনোও সম্ভাবনা নাই৷
-
ফরেক্স মার্কেট বর্তমান বিশ্বের সবচেয়ে বড় বানিজ্যকেন্দ্র ।কিছুদিন পুর্বেও আমেরিকান স্টক মার্কেট বিশ্বের বড় বানিজ্যকেন্দ্র্র ছিল।এ মার্কেটের বর্তমাণ যে অবস্থা তা দুনিয়া যতদিন থাকবে ফরেক্স মার্কেট ততদিন টিকে থাকবে।ফলে ফরেক্স মার্কেটে সন্দেহমুক্ত ভাবে আপনি কাজ করতে পারেন।
-
এটা হারিয়ে যাবার সম্ভাবনা খুবই কম। কারন আমরা ইতোমধ্য দেখতে পাচ্ছি কিপ্টোকারেন্সি যোগ হয়েছে। হয় তো কিছু ভার্চুয়াল মানি যোগ হয়েছে তবুও প্রকৃত মানি উড়িয়ে দেওয়া সম্ভাব নয়। তাই ফরেক্রে দীর্ঘ দিন ধরে চলবে। আর এটা এখন এমন এক পর্যায়ে চলে গেছে এ থেকে কোন ট্রেডার এটা থেকে বেরিয়ে আসতে পারবে না।
-
সাড়া বিশ্বের অর্থনীতির মূল চালিকা শক্তি হলো ফরেক্স। এটা যদি চলে যায় তাহলে মনে করবেন দুনিয়ার সব কিছু অচল হয়ে যাবে। কারণ যত প্রকারের মুদ্রার আদান প্রদান হয়ে থাকে এই ফরেক্স এর মাধ্যমে। তাই এটা চলে যাওয়ার প্রশ্নই আসে না বরং দিনে দিনে আরও বেশী বেগবান হবে কারন আরও বেশী বেশী ট্রেডার ট্রেড করছেন এবং আরও বেশী ট্রেডার তৈরী হচ্ছেন দুনিয়া ব্যপী তাই আরও বেশী চলমান হতে থাকবে। তাই ফরেক্স এর সঠিক জ্ঞান নিয়ে ট্রেড করার জন্য চেষ্টা করতে হবে।
-
ফরেক্স চলমান বিজিনেস,ফরেক্স বিজিনেস কখোনই চলে যাবে না,ফরেক্স অনলাইন এর সবচেয়ে বড় মার্কেট প্লেস,এই বিজিনেস হলো বিশ্বের অর্থনীতির মূল চালিকা শক্তি,এবং এই বিজিনেস করে মানুষ সাবলম্বী হয়ছে।তাই ফরেক্স কখনো চলে যাবেনা।
-
আপনি ঠিক কথা বলছেন ফরেক্স মার্কেট এ এখন অনেক দেশ এর মানুষ ট্রেড করে কারন ফরেক্স মার্কেট কে বুঝা অনেক সহজ তাই যে কেও ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারে আমার মতে যত দিন পৃথিবীতে টাকা থাকবে তত দিন ফরেক্স মার্কেট এ মানুষ ট্রেড করতে পারবে তাই আমার মতে ফরেক্স মার্কেট এ ট্রেড করা শিখে নিয়মিত লাভ করা শিখতে হবে আর এটা করতে পারলে আপনি একজন সফল ট্রেডার হতে পারবেন ফরেক্স মার্কেট এ
-
যেহেতু পৃথিবীর জন্ম থেকেই ফরেক্সের শুরু কখন ফরেক্স চলে যাবে না পড়ে গেলে পৃথিবীতে লেনদেন বলতে কিছুই থাকবে না কারণ ফরেক্স টা লেনদেনের একটা বিষয়
-
ফরেক্স থাকার জন্য রয়েছে পৃথিবীতে লেনদেন যতদিন থাকবে ততদিন আমার ধারনা থাকবে ফরেক্স করার জন্য একমাত্র মাধ্যম হচ্ছে লেনদেন করা অর্থাৎ মুদ্রার বিনিময় করাকে ফরেক্স বলা হয়