-
আমার কাছে ফরেক্সকে কখনোই সহজ বলে মনে হয়নি। ফরেক্স ব্যবসা করতে হলে ফরেক্স মার্কেটে প্রচুর সময় দিতে হয় । মেধা খাটিয়ে ফরেক্স মার্কেটে বিভিন্ন কারেন্সি এনালাইসিস করে তারপর ট্রেড করতে হয। মার্কেট সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান সংগ্রহ না করে ইচ্ছে মত ট্রেড করলে মার্কেট বিশ্লেষন ভুল হবে। এবং আর্থিক ভাভে ক্ষতি হবে। তাই বলা যায় যে ফরেক্স ফরেক্স কোন সহজ ব্যবসা না।
-
ফরেক্স কে সহজ বেবসা বলা চলে কারন এটা অনলাইনে খুব সহজেই করা যায় কিন্তু তাই বলে এ থেকে আয় করা কিন্তু একদম সহজ ব্যাপার না এ জন্য আপনাকে পরিস্রম করে ফরেক্স সম্পর্কে ভাল করে জ্ঞান অরজন করতে হবে কারন জ্ঞান অর্জন ছাড়া আপনি এই মার্কেট সম্পর্কে কিছুই জানতে পারবেন
-
ফরেক্সকে আসলে যতটা সহজ মনে করা যায় আসলে এতটা সহজ নয়। তাহলে ফরেক্স মার্কেটের সবাই টিকে থাকতে পারতো। কারোর ব্যালেন্স 0 হতো না। তবে এটা সত্য কথা যে এখানে উন্নতমানের প্রযুক্তি ব্যবহার করার কারণে কম্পিউটার ছাড়াও আমরা স্মার্ট ফোনের মাধ্যমে যেকোনো স্থান থেকে এখানে ট্রেড করতে পারি। কেবল সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনের মাধ্যমেই ট্রেড মনিটরিং করা যায়। এখানে ট্রেড করার জন্য জন্য কঠোর শারীরিক পরিশ্রম কিংবা রিয়েল ডলার ডিপোজিট না করেও ফোরাম পোস্টিং বোনাস অর্জন করে তা দিয়ে এখানে ট্রেড করা যায়। কিন্তু কারোর যদি ফরেক্স সম্পর্কে অভিজ্ঞতা না থাকে এবং যদি নিয়ম না মেনে ট্রেড করে তাহলে তার দ্বারা ফরেক্স মার্কেটে টিকে থাকা সম্ভব নয়।
-
আসসালামু আলাইকুম এবং গুড মর্নিং ইউসাসের কারণে বনটি কেনাবেচা করতে পারে এবং বিশ্বব্যাপী এর থ্রেডের কারণে বিখ্যাত যেখানে আপনি যে ধরণের থ্রেড বিনিয়োগ করতে চান বা পড়তে পারবেন না সেই পণ্যটির উপর অবশ্যই শেয়ার কিনতে পারেন যে আপনি কিনতে পারেন অপরিশোধিত তেল সোনার হীরার মুদ্রাগুলি কাঁচামাল এবং অন্যান্য স্টাফ যেখানে আপনি বন থেকে স্টাফ কিনতে এবং কিনতে পারেন তা এই প্ল্যাটফর্মটি কেন বিখ্যাত তা পড়ে?
-
ফরেক্স কি সহজ কোন ব্যবসাঃ
আমি যতটুকু জানি ফরেক্স হলো অনেক সহজ ব্যবসা।তবে ফরেক্স ব্যবসা করার আগে আমাদের ট্রেড করার করার জন্য ভালো ধারনা নিতে হবে।না হলে আপনি বিপদে পরবেন।আপনি চাইলে ফরেক্সের ডেমু অ্যাকাউন্ট খুলে টাই করতে পারেন।আপনি যদি ডেমু অ্যাকাউন্ট এর মাধ্যমে টাকা আয় করতে পারেন এবং নিজেকে ব্যবসায়িক হিসেবে তেরি করতে পারেন তাহলে ফরেক্সের মাধ্যমে ব্যবসায়িক কাজ শুুরু করেন।তাহলে লাভোবান হবেন।
-
ফরেক্স ট্রেডিং যত টা সহজ তার থেকে বেশি কঠিন কারন আপনি যদি ফরেক্স ট্রেডিং সম্পর্কে না যেনে থাকেন তাহলে আপনি ফরেক্স ট্রেডিং এ কোন লাভ করতে পারবেন না আর যদি আপনি খুব ভাল ভাবে যেনে থাকেন তাহলে আপনার কাছে খুব সহজ মনে হবে।তাই আমাদের ভালোর জন্য দরকার ফরেক্স ট্রেডিং সম্পর্কে ভাল ধারনা বা ভাল করে বুজে তার পর কাজ শুরু শুরু করা।তাহলে আমাদের কাছে খুব সহজ মনে হবে।
-
ফরেক্স কে সহজ ব্যবসা বলা যায়। কারন ফরেক্স থেকে টাকা আয় করা যায় ঘরে বসেই । ফরেক্স হল একটি আন্তরর্জাতিক ব্যবসা যেখানে ডলার সেল বা বাই করা হয় । ফরেক্স ট্রেড করা সহজ নয় তাই ট্রেড করার জন্য ফরেক্স সম্পর্কে ভাল ধারনা নিতে হবে, তবেই আায় করা সম্ভব।
-
না ভাই ফরেক্স কোন সহজ ব্যবসায় নয়। এখানে বিনিয়োগের পাশাপাশি প্রচুর মেধা ও জ্ঞান কাজে লাগাতে হয়। সর্বক্ষণ একটিভ থাকা লাগে বহির্বিশ্বের সকল সংবাদ জানতে হয়। তারপর অর্জিত জ্ঞান কে ফরেক্স মার্কেটে সঠিকভাবে এপ্লাই করতে হয়। এতকিছু অনেকের পক্ষে করা সম্ভব হয় না যেকারণে তারা মার্কেটে মানি লুজ করে থাকে। ফরেক্স কোন সাধারণ ব্যবসায় নয় শুধুমাত্র যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরাই এখানে সফলতা পেয়ে থাকে।
-
ফরেক্স এমন একটি ব্যবসা যেটাকে সহজও বলা চলে না আবার কঠিনও বলা চলে না। কারণ এই ব্যবসায় যার যত বেশি জ্ঞান আছে তার কাছে ততবেশি সহজ মনে হবে আর যার কোন রকম জ্ঞান নেই তার কাছে অত্যাধিক কঠিন মনে হবে। আমি মনে করি সকল ব্যবসার ক্ষেত্রেই এমনটাই হয়ে থাকে। তাই আপনার কাছে যদি এই ব্যবসা বর্তমানে কঠিন মনে হয়ে থাকে তাহলে বুঝতে হবে এই ব্যবসা সম্পর্কে আপনার তেমন জ্ঞান নেই। তাই এটিকে সহজ করার জন্য আপনি এখনই এই ব্যবসা সম্পর্কে ভাল জ্ঞান অর্জন করুন।
-
ফরেক্স ট্রেডিং একটি সহজ আয়ের উৎস আন্তর্জাতিক মানের। কিন্তু সহজ বললেই শুধু চলবে না আগে নিজে বিস্তারিত জানতে হবে ফরেক্স সম্পর্কে। আর যত কঠিন কাজ হউক না কেন যদি আপনে ভালো ভাবে শিখেন আপনার কাছে তা সহজ হবে। তবে অন্য কাজের চেয়ে ফরেক্স অনেক সহজ।